নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দিব্যলোক পথিক

৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৪



প্রজ্বলিত মোমবাতির মতো ফুরিয়ে যাচ্ছি,
তৃষ্ণার্ত নয়নের তাড়নায়,
ঘুরে পৃথিবীর নির্মম পথে।

তবুও হেঁটে যেতে যাই,
এই অসীমে, দিগন্তরেখা বরাবার,
তোমার সীমান্ত পথ ধরে, অনন্তে,
যে পথে শূন্যরূপ দ্রোহেরা খেলা করে মম অপ্রাপ্তির সাথে।
যে পথে তোমার দৃষ্টি রেখার সমাপ্তিজ্ঞাপক করে আমায় তাচ্ছিল্যে দুরে ঠেলে দেয়।
চোখমুখে শুধুই তৃষ্ণা, মোহ, মায়ার, অভিমানের, অভিপ্রায়ের।
সবটুকু শুভ লগ্নের অভিব্যক্তি যখন অশুভর শনিগ্রহে তখনই আমার পথ চলা শুরু।

হাতের মুঠে মৃত্যুকে নিয়ে ঘুরছি,
সব আফসোস মিটাতে।
সময় খুবই কম! মদ্যপ মাতালের কাছে এক ছিপি মদের মতোই কম,
মনেহচ্ছে অশ্বখুরের সাথে পাল্লা দিয়ে ছুটছি।
এইতো গতকালের শিশু আমি,
আজ প্রায় জীবনের মধ্যভাগে, প্রাপ্তি কতটুকু!
প্রাপ্তির থলেতে চাইনা গ্লানি,
চাই তোমার নয়ন, কপলে, হাসিমুখে, গালে ঠোঁটে একটুও প্রেম!

আমার সময় খুবই কম, ফুরিয়ে যাচ্ছি,
তাড়াহুড়ো করে দম নিচ্ছি তাই।
আমাকে ভালবাসতে হলে এখনই বাসো,
আমাকে ঘৃনা করলে এখনই ঘৃনা করো।
নয়তো কাল দাঁত কিড়মিড় করে,
দীর্ঘশ্বাস ছেড়ে আজীবন আফসোসে বেঁচে থাকতে হবে।
বলতে না পারা কথাটা বুকে চেপে,
প্রিয়, তোমাকে ভালবাসি, তোমাকেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১০:০৪

নেওয়াজ আলি বলেছেন: প্রিয় যেত ভালোবাসা থাক এখন দুরে ভালো।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১২:১৭

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১২:৩১

মুহাম্মদ তমাল বলেছেন: প্রতিটা সুন্দর হৃদয় ছুয়ে যাক, সুহৃদ। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.