নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্ষার বর্ষা

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৭



এই শহরে বৃষ্টি হবে,
কাঁক ভেজা ভিজে একাকার হবো তুমি আমি আমরা,
প্রিয় রাস্তা গুলো ভিজে যাবে গগন অশ্রুবারিতে,
পদচারণে মুখরিত মুখস্থ রবীন্দ্র সরোবর,
ফুলার রোড আর টিএসসির চায়ের টং দোকানে,
পথঘাটও অনৃতবাদী হবে প্রথম বৃষ্টি জলে।

চেনা অজানাতে, অচেনা সপ্ন পরাগিত হবে এ বিশ্বজগতে,
তোমার কপল চুইয়ে চুইয়ে ভালবাসা প্রবাহিত হবে প্রেমের জমিন জুড়ে।
ঘড়ির কাঁটা গুলো থমকে যাবে, কোন নীড়ে ফেরার তাড়া থাকবে না,
মুখস্থকরা শিয়ারফোর্স আর বের্ডিং মোমেন্টের থিওরি গুলো -
মস্তিষ্ক থেকে ধুয়ে প্রবাহিত হবে ধানমন্ডি লেকের এর টলমলে প্রথম বর্ষার জলে।
হাতটা ধরে, অনেকটা সময় কাঁটিয়ে দিবো ছোট্ট কোন আশ্রয়ে,
চোখেমুখে মধুরত্ব মেখে ডুববো ভালবাসার প্রিয় বর্ষায়।
বৃষ্টিস্নাত নয়নে নয়ন রেখে তোমায় ছুড়ে পড়বো এক ভালবাসার শপথ মন্ত্র।
ল্যাব রিপোর্ট আর থিসিস পেপারের পাতায় পাতায় তোমার ছবি একে দিবো।
সে ছবিতে ভেজা তুমি থাকবে, আমার চীর চেনা প্রিয় অচেনা তুমি, আমার ভালবাসার শহরে।
আমার ময়লাটে জুতা বৃষ্টির পানিতে ভিজে রসগোল্লা হয়ে যাবে,
তোমার ভেজা ওড়নার আঁচলই হবে আমার শেষ আশ্রয়।

প্রিয় বৃষ্টি আসবে,
তুমি প্রস্তুত থেকো। আবার একসাথে ভিজবো এই বর্ষায়।

ছবির কৃতজ্ঞতাঃ Moshiur Rahman

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৯

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই, ভালবাসা নিবেন।

২| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪১

নেওয়াজ আলি বলেছেন: সুশোভন, সুশ্রী  লেখা

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০০

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, ভালবাসা নিবেন।

কিছুক্ষন আগে আকাশ মেঘে ভরে গিয়েছিলো।
এখন মেঘ কেটে গেছে। আবার রোদ উঠেছে।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৯

মুহাম্মদ তমাল বলেছেন: হা হা হা। আমার ফরিয়াদ মনেহয় মাবুদের কাছাকাছি পৌছাতে গিয়েও পৌছালো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.