নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
দেবী,
হেমন্তের কোন এক টিপ টিপ বারি স্নাত প্রভাতের লগ্নে পূজোর ফুল কুড়াতে গিয়ে পুতপবিত্র পুষ্পকাননে পূজারীর নয়ন পরিপূর্ণ হয়েছিলো তোমার চন্দ্রবদনের নির্মল আলোর ঝলকানিতে । তুমি যেন স্বর্ণমন্দীর ছেড়ে আমার চক্ষুসত্তায় ধরা দিলে মানুষ্য রূপে। সেই যে শুরু, তারপর হতে দেবলয়ের পূজিত পাথুরে ঐ দেবীর প্রতি আগ্রহ সরে গিয়েছে এ নিষ্ঠ্যূত পূজারীর। একটু প্রেম, একটু মোহ্ , কাম, ভোগ, বিদ্রোহ, সবকিছুতে পূজারী বিধ্বস্ত। তোমারে পেতে খাঁচায় বন্দি লালট সমেত অস্থিরতা আমার চতুঃপার্শ্বে। দেবালয়ে মন সঞ্চার করতে বিচ্ছিরি অনাগ্রহ। নয়নাভিরামে দেবি তুমি কেন-ই ধরা দিবে! আমি যে এক অনভিজ্ঞ জাতক।
দেবী,
মুক্তি দাও এ নিদারুণ যন্ত্রনার।
প্রেম অথবা মৃত্যু কিংবা ভষ্ম করে দাও।
এ অপেক্ষা হতে মৃত্যু শ্রেয়.......
ছবিঃ Sakhwat Tomal
২| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:১৬
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ , ভালো লাগলো।
৩| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:২১
বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
আরো লিখুন, একটু বড় করে লিখুন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: নামাজ পড়ে আল্লাহর কাছে মুক্তি চান।