নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

IELTS ছাড়াই দেশের বাইরে উচ্চশিক্ষাঃ

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৬


আজকে আলোচনা করবো, IELTS ছাড়াই,
MOI দিয়ে কিভাবে, কোন কোন দেশে পড়াশোনা করা যায়ঃ-

জ্বি, হ্যা, কোন দালালি, কিংবা বিজ্ঞাপন নয়, এটাই সত্যি,
আপনি IELTS ছাড়াই ইউরোপের নামকরা সব দেশের টপ Ranking বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন।
এর জন্য, ভার্সিটি থেকে আপনাকে শুধু একটা MOI সার্টিফিকেট নিতে হবে।

Medium of Instruction (MOI) মিডিয়ায় ইন্সট্রাকশন সার্টিফিকেট কি? খায় নাকি মাথায় নেয়?
Medium of Instruction (MOI) মিডিয়ায় ইন্সট্রাকশন সার্টিফিকেট হচ্ছে আপনার বাচেলর/বিএসসি/বিবিএ পড়াশোনার মাধ্যম যে ইংরেজীতে ছিলো সেটার প্রত্যয়ন/প্রমানপত্র /সার্টিফিকেট। আমাদের দেশে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা মাধ্যমের কোর্স গুলা বাদে সব পাবলিক+প্রাইভেট ভার্সিটির ব্যাচেলর ইংরেজীতে।

কি করে এটা দিয়ে?
এটাকে আপনি IELTS এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। কিছু কিছু দেশে বিশ্ববিদ্যালয় সমূহ IELTS এর পরিবর্তে MOI সার্টিফিকেট একসেপ্ট করে। ইউরোপে সাধারনত MOI সার্টিফিকেট কে IELTS 6.5 এর সমমান ধরা হয়ে। তবে সেটা নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয় MOI একসেপ্ট করবে কি না সেটা তাদের ওয়েব সাইটে উল্লেখ করে থাকে। অনেক যায়গা উল্লেখ না থাকলে ঐ সাবজেক্টের কোর্স কোয়াডিনেটরকে মেইল করলেই সে আপনাকে জানাবে যে তারা IELTS এর পরিবর্তে MOI গ্রহন করে কি না।

MOI কিভাবে তুলবেন?
ভার্সিটির যেখান থেকে এডমিট কার্ড নেন, সেখানে গিয়ে বলবেন MOI তুলতে চাই, তারা একটা ফর্ম দিবে। সেটা পূরন করে, একাউন্টেসে ৫০০/- টাকা জমা দিয়ে, সার্টিফিকেট সেকশনে ফর্ম জমা দিলেই সপ্তাহ খানেক পরে সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। তারা বুঝলে অথবা না দিতে চাইলে আমি যেটা দিয়েছি এটা দেখাবেন।

কোন কোন দেশে MOI দিয়ে Masters এ আবেদন করা যায়?
1. United Kingdom (UK) ইউকেতে আপনি MOI দিয়ে আবেদন করতে পারবেন। ভার্সিটি আপনাকেও অফারলেটার দিবে। এবং এম্বাসীও আপনাকে ভিসা দিবে। 2020 সাল থেকে এখন পর্যন্ত কয়েকশ বাঙালী স্টুডেন্ট IELTS ছাড়াই শুধুমাত্র MOI সার্টিফিকেট দিয়ে UK তে গিয়েছে। UK বর্তমানে গণহারে মুড়ির মতো ভিসা দিচ্ছে। বর্তমানে এমন অবস্থা, টাকা থাকলেই পরিবার সহ UK ভিসা কনফার্ম।

2. নরওয়েঃ নরওয়েতে আপনি MOI দিয়ে আবেদন করতে পারবেন। অফারলেটার পেলে নরওয়েজিয়ান এম্বাসী ভিসা রিজেকশন করে না।

3. পোল্যান্ডঃ পোল্যান্ডে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আপনি MOI দিয়ে আবেদন করতে পারবেন, তবে পোল্যান্ড এম্বাসী বেশ কিছু ছাত্রকে IELTS এর কারনে ভিসা রিজেক্ট করছে। এম্বাসী ফেস করার সময়ে IELTS 5.5 হলে ইনশাল্লাহ ভিসা নিশ্চিত।

4. চেক রিপাবলিকঃ চেক রিপাবলিকে আপনি MOI দিয়ে আবেদন করতে পারবেন। অফারলেটার পাবেন। ভিসাও পাবেন ইনশাল্লাহ। চেক রিপাবলিকের টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

5. পর্তুগালঃ পতূর্গিজ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে MOI দিয়ে আবেদন করতে পারবেন। তবে পতূর্গিজ এম্বাসী IELTS ছাড়া ভিসা দিতে গড়িমসি করে। তবে IELTS ছাড়া পতূর্গিজ ভিসা পাবার চান্স 50/50

6. নেদারল্যান্ডঃ নেদারল্যান্ডে MOI দিয়ে আবেদন করা যায়। তবে নেদারল্যান্ডে টিউশন ফি অনেক বেশী। তাই নেদারল্যান্ডে স্টুডেন্ট যাওয়ার পরিমান কম।

7. হাঙ্গেরীঃ হাঙ্গেরীতে MOI একসেপ্টেড এবং ভিসাও হচ্ছে। আপনার সব পেপারস ঠিক থাকলে ভিসা হবে ইনশাল্লাহ।

8.বেলজিয়ামঃ বেলজিয়ামে MOI দিয়ে আবেদন করা যায়, এবং ভিসাও হয়।

9. লুক্সেমবার্গঃ ইউরোপের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গে MOI একসেপ্টড। এডমিশন পেলে ভিসাও হয়।

10. ফ্রান্সঃ ফ্রান্সে MOI দিয়ে এডমিশন পাওয়া যায়। এবং ভিসা পাবার চান্স ৫০/৫০

11. জার্মানীঃ জার্মানীতে কিছুকিছু বিশ্ববিদ্যালয়ে কিছুকিছু সাবজেক্টে MOI দিয়ে আবেদন করা যায়। এবং এডমিশন পাওয়া যায়। তবে জার্মান এম্বাসী ফেস করতে IELTS 6.0 থাকাটা বাধ্যতামূলক। IELTS না থাকলে আপনাকে কোনদিনও ভিসা দিবে না।
এছাড়াও IELTS ছাড়া MOI দিয়ে আপনি রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া যেতে পারবেন।

উচ্চশিক্ষার জন্য কোন কিছুই বাঁধা না, বাঁধা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। সুতরাং মানসিকভাবে দৃঢ় হন। নিজেকে বিশ্বাস করতে শিখুন। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে সফলতা দান করবেন। সবার জন্য শুভ কামনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামুআলাইকুম।

(আপনার বন্ধুবান্ধব, ছোট ভাই, যারা উচ্চশিক্ষায় আগ্রহী তাদের সাথে পোস্টটা পোস্ট শেয়ার করুন।
এছাড়া, চাইলে, ফেসবুকে EUB Higher Study Club এ চাইলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।)

লেখক,

Mollah Mohammad Tamal
M.Sc in Trophical Hydrogeology & Environmental Engineering
Technical University of Dramstadt
Dranstadt, Germany

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৪১

গরল বলেছেন: ভাল ভাল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যারা IELTS দিতে ভয় পায় ঐসব অথর্বদের বিদেশে পড়ালেখা করতে না যেয়ে মিডলইষ্টে যেয়ে কাজ করা উচিৎ। তাতে দেশের কিছু বৈদেশিক মূদ্রা আয় হবে।

০৯ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:০২

মুহাম্মদ তমাল বলেছেন: কে কোথায় যাবে, সেটা নিয়ে তাদেরই ভাবতে দিন। ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৩

রায়হান চৌঃ বলেছেন: গড়ল : ভাই আসবেন না কি সৌদি আরবে ? ষ্টার্টিং ১৬০০০ সৌদি রিয়েল সেলারির একটা জব আছে আপনার জন্য। যোগ্যতা থাকলে নক দিবেন।
Requirment:
Oracle Developer
Core speciality: Seabed Data Module (by Schlumberger)

সত্যি.... আমি আপনার জন্য অপেক্ষা করছি, আরো কিছু জানার থাকলে হেজিটেশনে ভুগার কোন কারণ নেই।

পরিশেষে: অহংকার ফেলে দিয়ে আরো একটু জানার পরিধি বাড়ান...... ভালো থাকবেন

১৪ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩০

মুহাম্মদ তমাল বলেছেন: দারুন বলছেন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

রায়হান চৌঃ বলেছেন:
সরি তমাল সাহেব, এই জব অপার টা আপনার জন্য নয় বলে আবার ও ক্ষমা চাচ্ছি। জব অপার টা "গড়ল" সাহেব এর জন্য, সেলারি পছন্দ না হলে আমি আরো একটু বাড়িয়ে বছরে 70,000 US Dollar করে দিতে চাচ্ছি। তার পর ও চাচ্ছি উনি একজন বাংলাদেশি হয়ে আসুক এবং জব টা করুক।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.