নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিবনা।

পেনাল্ডু

কদু মানে লাউ।

পেনাল্ডু › বিস্তারিত পোস্টঃ

শেরপুর এবং বরিশালের কেউ থাকলে আওয়াজ দিন।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

আমার ফুফা একজন মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধ নিয়ে কোন খটকা লাগলেই আমি উনার কাছে ছুটে যেতাম।
যেমন- ইয়াছিন চেয়ারম্যানকে (আমাদের এলাকার ১৯৭১ সালের) কিছু কিছু মানুষ কেন রাজাকার বলে?
উনি আমাকে খুব সুন্দরভাবে ব্যাপার ক্লিয়ার করে দিলেন।
উনার বক্তব্য ছিল এরকম-

১৯৭১ সালে উনি ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বলে অটোম্যাটিক উনার নাম রাজাকার লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যায়।
তবে উনি পাক হানাদার বাহিনীদের কোন রকম সহযোগিতা করেন নি বলে ফুফা জানান আমাকে।

বিখ্যাত "নাড়াচাড়া" মন্ত্রীও নাকি তৎকালীন পাকিস্তান সরকারের বড় কর্মকর্তা ছিলেন। তাই কিছু কিছু মানুষ উনাকে রাজাকার বলে আখ্যায়িত করেন। যেটা ফুফার মতে ঠিক নয়।

বিশিষ্ট মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ সম্পর্কে ফুফা কোন তথ্য আমাকে দিতে পারেন নি। আমার ধারণা উনিও উপরের দুইজনের মতই হবেন কিছু।

ফুফার মতে, জাতির পিতা নাকি এই রকম রাজাকারদেরই ক্ষমা করে দিয়েছিলেন। যেটা নিয়ে কেউ কেউ গলাবাজি করেন।

ফুফা আজ বেচে নেই। থাকলে কামারুজ্জামান কিংবা সাঈদি সম্পর্কে কিছু ধারণা নিতাম।

কিছু মানুষ কেন কামাজ্জামান, সাঈদি, সাকা এবং অন্যান্যদের নির্দোষ দাবি করে। অনেকের কাছেই শুনেছি, দেইল্যা রাজাকার আর সাইদি এক না। কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়।

তাই পিরোজপুর এবং শেরপুরের কেউ দয়া করে আমার এই খটকাটা দূর করে দিন।
অগ্রিম ধন্যবাদ রইল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪০

আমি সোহান !! বলেছেন: শেরপুর না তবে কাছাকাছি

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

শেরপুর মেইল বলেছেন: শেরপুরের সব খবর আপডেট পেতে ভিসিট করুন http://sherpurmail24.net

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.