![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিক - অর্থ "যোদ্ধা" জীবনযুদ্ধে এখনো লড়ছি, লড়ে যাবো. . . . .
আরও একবার মাঝরাতে উত্তরার কোনো এক ফাকা রাস্তার হলুদ আলোয় হাঁটতে চাই,
আরও একবার কোন এক বর্ষায় যেতে চাই জাফলং, কোনো এক শীতে বান্দরবান,
আরও একবার মাঝরাতে সি-বিচে কাউকে মুখোশ পরে ভয় দেখাতে চাই,
আরও একবার বৃষ্টিতে ভিজে ভিজে রেললাইনে হাটতে চাই;
কোনো এক রাতে চাঁদের আলোয় দেখতে চাই তোমার মুখ,
আরও একবার যমুনার পাড়ে বসে সূর্যাস্ত দেখতে চাই,
কেমন করে সূর্যকে গিলে খায় এই পৃথিবীটা;
আরও একবার, মায়ের হাতের রান্না খেয়ে নিজের বেডে একটা নিশ্চিন্ত ঘুম দিতে চাই,
একদিন ফিরবই......... কথা দিলাম !!
২| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
নিক-অনিক বলেছেন: ইয়েএএ !! অস্পিসাস প্রেইস আমার লেখায় কমেন্ট করসে !!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
অস্পিসাস প্রেইস বলেছেন: ওয়েলকাম অনিক
ভালো লেখা পোষ্ট করতে থাকুন। জেনারেল হবার পর প্রথম পাতায় দেখা হবে।
হ্যাপি ব্লগিং।
ঈদের শুভেচ্ছা