![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানীর টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স করছি। এর আগে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজী(আইইউটি) থেকে মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর করেছি। পড়াশোনার পাশাপাশি হাল্কা পাতলা গান বাজনা করি। আর ঘুরে বেড়াই। শখের বশেই লেখালিখি করি মাঝেমাঝে। নিজের স্বপ্ন আর না বলা কথাগুলোকে কিছু শব্দের মাঝে বেধে রাখার নির্মল আনন্দগুলো নিতে চাই। ফেসবুক: https://www.facebook.com/tousif.iut
আজ মিরপুর স্টেডিয়ামে বেশ কিছু দেশপ্রেমিকের (!!!) উদয় হবে, যারা কিনা গালে ভিনদেশী পতাকা একে, গায়ে ভিনদেশী জার্সি চাপিয়ে, ভিনদেশী পতাকা হাতে নিয়ে, ভিনদেশের নামে চিৎকার করে স্লোগান দিতে দিতে স্টেডিয়ামে প্রবেশ করবে.... :/ :/ :/
কেউ কেউ আবার খেলা চলাকালীন সময়, "মেরি মি আপ্রিদি", "লাব ইউ আমির" টাইপের প্লেকার্ড দিয়ে প্লেয়ারদের উৎসাহিত করার ট্রাই করবে.... যার ফলে ম্যাচ শেষে বিজয়ী দলের ক্যাপ্টেন পুরস্কার বিতরনী মঞ্চে উঠে বলবে, "মনে হচ্ছে নিজের হোমগ্রাউন্ডেই খেলেছি !!! ধন্যবাদ হামারা সাপোর্টার !!! আপকো বহত শুক্রিয়া !!!
"
খেলা শেষে এইসব সাপোর্টার ধরা পড়বে কিছু পোংটা সাংবাদিকের হাতে...মিডিয়ার সামনে পড়ে এরা খুশিতে গদ গদ করবে..
এদের মধ্যে একদল বলবে, " বাংলাদেশ তো কালা পারা না... আরইব্যাদের সাথে 133 করতেই ঘু বের হয়ে গেছে... এদের সাপোর্ট করে লাভ কি !!!
"
আরেকদলের মতামত.... "আমি তো ছোটবেলা থেকেই ইন্ডিয়া/পাকিস্তান কে সমর্থন করি...কারণ আমি ছোটবেলা থেকেই ইন্ডিয়ান গরুর দুধ খাই !!! আর পাকিস্তানী চালের ভাত খাই !!!" :o :o :o
আরেকদল ময়দামাখা ওয়াও আপু বলবে, "উফফফ...ফর্সা করে, কাল ছেলেটা যা কিউট না!!! লম্বা করে, বেটে ছেলেটা যা সেক্সি না!!! পাগল হয়ে যাব." ♡♡♡
ওই আপুকে যদি জিজ্ঞেস করা হয়, পাকিস্তান টিমের 3 জন খেলোয়াড়ের নাম বলেন, তাহলে তাদের জবাব হবে, "আফ্রিদি, ইঞ্জামাম, উম......এ....আ....এ.... ..........aaaa.............আফ্রিদি !!!" :'( :'( :'(
দিনশেষে ঘরে ফিরে, এসব দেশপ্রেমিক-ই সাকিবকে "ইন্ডিয়া পাকিস্তানের দালাল" বলে ফেসবুকে ইচ্ছেমত গালিগালাজ করে, চির শান্তিতে ঘুমিয়ে পড়বে এই বাংলার কোলে...
২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৭
রিফাত হোসেন বলেছেন: বিহারীরা করে ৯৯%। দেশি ফ্যান এই ৫ বছরে দেখী নাই। আপনার বোঝার ভুল আছে। ১% দেশী মানে বাংলা ভাষীদের বুঝিয়েছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
মুসাফির নামা বলেছেন: আ্গা মাথা কিছুই ফেলাম না।