![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি? শিরোনাম দেখে একটু ঘাবড়ে গেলেন তাই না। আমাদের সবার ভিতরে একটা সুপ্ত সত্তা থাকে যার সাথে আমরা মনের অগচরে কথা বলের থাকি। আত্নার প্রশান্তি বলে একটা কথা রয়েছে। আত্নার প্রশান্তির জন্য আমরা কতো কি করি। কেউ ঘুরতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ মুভি দেখতে ভালোবাসে। তেমনি আমার আত্নার ক্ষুধা হচ্ছে জ্ঞান অন্বেশন করা। নিজেকে সব সময় বোকা সোকা মনে হয়। সমবয়াসীদের তুলনায় নিজেকে কম পরিপক্ক মনে হয়। সবার থেকে নিজেকে ব্যকডেটেড মনে হয়। নিজেকে অনেক আপটু ডেট রাখার চেষ্টা করি কিন্তু তার পরেও কিভাবে যেন সবার থেকে নিজেকে অপরিপক্ক মনে হয়।
এজন্য সব সময় মনো কষ্টে ভুগে থাকি আর এর থেকে মুক্তির বার্তা খুঁজে ফিরি। আমার নিজের ভেতরে আমিকে আমি বার বার দংশন করতে থাকি। বার বার ভাবি কেন এমন হয় আমার সাথে। উত্তর খুঁজে পাই না। সব সময় নিজেকে জ্ঞান সমৃদ্ধ করতে চাই, নিজেকে সবার কাছে গ্রহনযোগ্য করে তুলতে চাই । কিন্তু যা করি তা হিতে বিপরীত হয়ে যায়। আমি কারো সাথে ভালো ভাবে মিশতে পারি না, বেশির ভাগ সময় একা একা থাকি, কম কথা বলি । আমি একটু বে-রশিক প্রকৃতির। সবার কম বেশি বন্ধু থাকে কিন্তু আমার কোন ভালো বন্ধু নেই। তাই একা একা ঘুরে বেড়ায়। একটু ভাবুক প্রকৃতির এজন্য মানুষের সাথে কম মিশি। আর এভাবেই একা থেকে যায়। তাই নিজেকে কিভাবে একটু আপডেট করা যায় সেই চিন্তায় বিভর থাকি। কিন্তু সঠিক কোন পথ খুঁজে পাচ্ছি না। কি করলে সবার কাছে আরও গ্রহন যোগ্য হতে পারি, কি করলে সবাই আমাকে জ্ঞানী মনে করবে। কি করলে আমার আত্না বিকশিত হবে । কি করলে এই অভিশাপ থেকে আত্নার মুক্তি হবে????
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে কিছুই করতে হবে না। আপনা আপনি আপনি সমাদ্রিত হয়ে যাবেন যদি আপনি নিজেই বুঝতে পারেন আপনে কি করেন না।
০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৬
টণ্ডল বেগ বলেছেন: এটাই তো সমস্যা ভাই নিজেরটা কেউ নিজে বোঝে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: বই,নাটক সিনেমা আর ভমন করে আমি আত্মার ক্ষুধা মিটাই।