নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের আড়ালে বৃষ্টি খুজি

ত্রিশিলা

মাথার উপর যদি রাখতে না পারো তাহলে মস্তিস্কের চিন্তা্য় রেখো । তারপর আমরা ভিন্ন পথের পথিক হবো।

ত্রিশিলা › বিস্তারিত পোস্টঃ

সাদা ক্যানভাস

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮

ঈদানিং নিজের ভেতরে এক অস্থিরতা লক্ষ্য করছি... হুট করে রাগ উঠে যায়... তবু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি... বাউন্ডুলে হয়ে হঠাৎ মন চায়লে ঘুরতে বের হওয়া আমি কতদিন এভাবে হারিয়ে যাওয়া হয় না... খুব ইচ্ছে করছে হুট করে বেড়িয়ে যাই নেটওয়ার্ক বিহীন কোন গন্তব্যের ঠিকানায়... এখন চিন্তা করতে গেলেও বাবার মুখ টা আগে ভেসে ওঠে... আগের মত মা তো আর নেই বাবার দুশ্চিন্তা দূর করবে.. শাসন করে বলবে, মেয়ে তো শুধু তোমারই আছে, ওর নিজের জীবন, ঘুরুক, ফিরুক কাজ করুক, এত চিন্তা কেন?


রাত ৮ টা বাজতেই মোবাইলের স্ক্রিনে বাবার নাম জ্বলে ওঠে... কখন ফিরবে বাসায়? অথচ জানে আমার সময় দিতে হয় কাজে .. মা থাকলে রাত ১২ টায় ফিরলেও সমস্যা হতো না... ঘরে ফিরেই বন্ধুর মত বসতাম দুজন আড্ডা দিতে... আমি আমার সারাদিনের খবর দিতাম.. সে তার সারাদিনের খবর দিতো... বাবার সাথে বন্ধন টা কখনো বাবা- মেয়ের অতিরিক্ত হয় নি... কিন্তু আমি আর মা ছিলাম জমজ বোনের মত... জ্ঞান হওয়ার পর থেকে একবিন্দুও অবহেলা করিনি মা কে... ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে চোখের অপারেশন সব জায়গায় আমি ছিলাম ছায়ার মত... প্রতিবারই সুস্থ হয়ে ঘরে ফিরেছি.. সেদিন ও যখন ব্রেন অপারেশনের পর ডাক্তার বলেছিল সম্ভাবনা খুব কম, তখনও আমি আশা বেঁধে ছিলাম, মা ঠিক উঠবে... কথা বলবে... আমরা আবার ঘুরবো, হাসবো, গল্প করবো... শেষ সময়ে যখন মায়ের হাত ধরে বসে ছিলাম তখনও মনে বিশ্বাস ছিল মা হয়তো জেগে উঠবে...

এই ভাবনা গুলো মনের ভেতরটা ওলটপালট করে.. কিছু ভাল লাগে না আর.. বিশেষ করে যখন ঘরে ফিরি... মনটা অদ্ভুত অনুভূতিতে ছেয়ে থাকে... কিন্তু এখন আর কাউকে কিছু বলার থাকেনা

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: এই যে নিজের মনের কথা গুলো লিখলেন- এতা অনেক বড় ব্যাপার।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

ত্রিশিলা বলেছেন: এখানে লিখলে আসলে নিজের দু:খটা একটু হালকা লাগে

২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

মা.হাসান বলেছেন: আপনার মা যে জগতে গেছেন ওখানে ভালো থাকুক এই কামনা করি।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

ত্রিশিলা বলেছেন: সেটাই সান্তনা

৩| ০২ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:৩২

নেয়ামুল নাহিদ বলেছেন: পরিস্থিতি ধীরেধীরে সবকিছুতে অভ্যস্ত করে ফেলবে।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

ত্রিশিলা বলেছেন: থাকুক এই ব্যাথা । কষ্ট হলেও এগুলো অভ্যাসে পরিণত হোক তা চাই না

৪| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৩৯

মলাসইলমুইনা বলেছেন: ত্রিশিলা,
ঢাকায় আমরা যে বাসাটায় থাকতাম তার পেছনের দিকটাতে একটা বিলের মতো ছিল (পুকুরটা এতো বড় ছিল যে আমরা বিলই বলতাম)। বিলের দিকে ছোট ঘরটা ছিল আমার। স্কুল থেকে ফিরে এসে মাঝে মাঝে ক্লান্তিতে বিছানায় শুয়ে থাকলে টেবিলে খাবার সাজিয়ে আম্মা এসে ডাকতেন উদ্বিগ্ন মুখে। খেতে না যেয়ে শুয়ে আছি শরীর খারাপ করেনিতো সেটা ভেবেই মনখারাপের ছাপ পরে যেত আম্মার মুখে । দেশের বাইরে আসার দিন ঢাকা এয়ারপোর্টেও আম্মার মুখটা সারাক্ষন মনখারাপ করা থাকলো । সেই মুখটাই এখন আমার বেশি মনে পরে কেন জানি অন্য সব স্মৃতির চেয়ে । আম্মা আমাদের ছেড়ে গেছেন অনেক দিন । সেই বাসার দরজা ধাক্কা দিলে আম্মা কখনো আর খুলবেন না আমার জন্য আমি জানি । কিন্তু তবুও আমার ভাবনাটা আর যেতে চায়না । মনে হয় দেশের বাইরে থেকে আবার যখন ঢাকায় যাবো সেই বাসার দরজাতে গিয়ে আমার একবার নক করতেই হবে । আম্মা যদি সেই ছেলে বেলায় স্কুল থেকে ফেরার সময়ের মতো দরজাটা খোলেন ! আপনার লেখাটা পরে আপনার মন খারাপের সাথী হবার সাথে সাথে খানিকটা নস্টালজিকও হয়ে গেলাম ! অনেক দিন পরে লিখলেন ব্লগে । প্রায় সাড়ে তিন বছর পর । মা কে নিয়ে এই লেখাগুলো লিখেও যদি মন খানিকটা হালকা হয় তাহলে মা-কে নিয়ে কথাগুলো/গল্পগুলোই শেয়ার করুন আমাদের সাথে। আপনার আম্মা যেন ভালো থাকেন জীবনের অন্য পারে সেই দোয়া করি ।ভালো থাকুন ।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৩১

ত্রিশিলা বলেছেন: অনেক ধন্যবাদ আমার জন্য এত বড় করে মন্তব্য করার জন্য । আগে নিয়মিত লিখতাম, মাঝে সাইট টা বন্ধ হয়ে আর লেখা হয় নি। চেষ্টা করবো আবার লিখতে । আপনার জন্যও শুভকামনা

৫| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:০২

ওমেরা বলেছেন: মায়ের থেকে দুরে আছি সেই নয় বছর থেকে কিন্ত প্রায় প্রতিদিন মায়ের সাথে দুই তিন ঘন্টা কথা । কত কথা বলা হত সারাদিনের খুঁটি নাটি সব কথা বলতাম মাকে । মাও বলতো সব কথা , কি রান্না করেছে , আত্বীয় স্বজনদের সবার কথা শোনা হত মায়ের কাছ থেকে। আমার মা হঠাৎ করেই চলে যায় না ফেরার দেশে দেখতে দেখতে প্রায় সাত বছর হয়েই গেল ।

ভালো থাকুন ।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৩

ত্রিশিলা বলেছেন: আমার মা চলে গেল মাত্র ৭ মাস .... মনে হয় এখনো দরজা খুললেই মা হেসে উঠবে

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মাএর সাথে সম্পর্কতো এরকমই হওয়া উচিৎ। আমার আম্মার সাথেও আমার এ ধরনের ই সম্পর্ক ।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৯

ত্রিশিলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.