নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের আড়ালে বৃষ্টি খুজি

ত্রিশিলা

মাথার উপর যদি রাখতে না পারো তাহলে মস্তিস্কের চিন্তা্য় রেখো । তারপর আমরা ভিন্ন পথের পথিক হবো।

ত্রিশিলা › বিস্তারিত পোস্টঃ

লকডাউনের প্রেম

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:২২

গেল ৫ তারিখ সরকারীভাবে লকডাউন ঘোষণা হলে রুমির উদ্যোক্তা মন তিক্ততায় ভরে ওঠে। গেল এ বছরও ঈদের মার্কেট টা ভেস্তে! পাড়ার এক এনজিও থেকে লোন নিয়ে গত বছরের ক্ষতিটা একটু পুষিয়ে আনার ইচ্ছা ছিল এবছর। উল্টো এবছর নতুন লোনের বোঝা কাধে চাপলো। মন খারাপ মনে কফির কাপে চুমুক দিচ্ছিল , এমন সময় আর্য্য কল দিল, " রুমি আমার করোনা পজিটিভ এসেছে, আমি হাসপাতালে আছি" । কিছুক্ষণ কথা খুজে পেলনা রুমি। তারপর বললো,"তুমি কি সিউর?' আর্য্য হেসে বললো, 'আরে হ্যা,তো, আমি রিপোর্ট হাতে নিয়ে দাড়িয়ে আছি , মনে হয় বাড়িতে আর যাওয়া হবে না, এখানে আইসোলেশন সেন্টারে থাকবো'।
'কি বলছো, না, তুমি আমার বাড়িতে আসো, এখানে আলাদা হয়ে থাকবে, আমি আছি তো'
'আরে না, ঘরে নানু আছে, এখানেই সেইফ থাকবো, তাছাড়া সবসময় ডাক্তার পাবো এখানে, তুমি চিন্তা করো না,'
'আমি আসছি'
'তুমি আসবে কিভাবে, লকডাউন তো'
'জানিনা,তবে আসছি আমি,'
'তুমি একটু বেশি জেদ দেখাচ্ছ বলে কি মনে হয় না? আমি করোনা পজিটিভ, এ সময় আমার আশেপাশে না থাকায় ভালো হবে তোমার'
'না, আমি আসবো'
'আচ্ছা ঠিক আছে, কথা যখন শুনবে না আসো'
অতপর, রুমি দ্রুত তৈরি হয়ে নিয়ে মূল রাস্তায় এসে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি খুজতে লাগলো, প্রায় আড়াই কিলোমিটার পথ এখান থেকে হসপিটাল পর্যন্ত রাস্তা। কোন গাড়ি না পেয়ে শেষপর্যন্ত হাটা শুরু করলো সে। টানা দেড় ঘন্টা জোরপায়ে হেটে সে পৌছাল হসপিটালে। একটানা হেটে শুধু আর্য্যর কথা ভাবতে ভাবতে যাচ্ছিল, আর্য্যকে সামনে দেখে হঠাৎ ক্লান্তি ভর করলো সারা শরীরে, পায়ের গোড়ালিতে ব্যাথা অনুভব করলো। কিন্তু মুখে হাসি ফুটিয়ে রাখলো।
আর্য্য ওকে দেখে বললো,' এসেই যখন পড়েছ দূরত্ব রেখে থাকো'
'আইসোলেশন সেন্টারটা কেমন, রোগী কয়জন আছে?'
' পাচতলা বিল্ডিং এ রোগী মাত্র ৪ জন'
' তোমার মত তো আর সবাই সুনাগরিক না, আজাইরা একটা।'
'কথাটা কিন্তু তুমি আমাকে খোচা দিয়ে বললেও ১০০% সত্যি, আমার সাথে আরো ৪ জন ছিল করোনা পজিটিভ, একটাও আইসোলেশন সেন্টার পর্যন্ত পৌছায় নি।'
রুমি এত টেনশনের মাঝেও হেসে ফেললো,' তাই নাকি!'
' তুমি বেশিক্ষণ থেকোনা, দেখা তো হল, এবার যাও।'
'আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে বইলো, আমি দিয়ে যাবো।'
' হ্যা ম্যাডাম, আপনাকে না ডাকলে আর কাকে ডাকবো!' ইশারায় দূর থেকেই জড়ানোর মত ভালবাসা প্রকাশ করলো আর্য্য। রুমি লজ্জায় লাল হল। ঠিক এ সময় পেছন থেকে কেউ আর্য্যকে ডাকলো, দুজনই অপ্রস্তুত হয়ে পেছনে তাকাল। ইশ, ছোট খালা, সর্বনাশ!

ছোট খালা সন্দেহের চোখে রুমির দিকে তাকালেন, উনি কিছু বলার আগেই রুমি 'আর্য্য ' বলে কেদে দিল। রুমির হঠাৎ কান্না দেখে আর্য্য আর খালামনি দুজনই অপ্রস্তুত হয়ে গেলেন, আর্য্য করোনা ভুলে দ্রুত রুমির কাছে গেল, 'রুমি কান্না করছো কেন?'খালামনি বললেন, ' এ মেয়ে কাদে কেন রে?
রুমি চোখের পানি মুছতে মুছতে পায়ের দিকে ইশারা করলো, খালামনির হাতে সদ্য বাজার থেকে আনা মাছের থলে ছিল যেখান থেকে একটা কাটা বের হয়ে কিভাবে যেন রুমির পায়ের চামড়া ভেদ করে ঢুকে গেছে। খালামণি এমন অবাক হলেন উনার মুখ থেকে আর কোন কথা বের হল না। আর্য্য রুমিকে কোলে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল।
দুইদিন পর টেস্ট করে রুমির ও করোনা পজিটিভ আসলো। রুমি আর আর্য্য একই ফ্লোরে আলাদা আলাদা কক্ষে আইসোলেটেড হয়ে করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় আছে। ভাগ্যের জোরে খালামনির করোনা নেগেটিভ আসছে। এই সুযোগের সদ্ব্যবহার স্বরূপ খালামনি বাড়ির সবাইকে রুমির কথা পাড়তে লাগলেন এবং এই দুই কপোত-কপোতীর বিয়ে দিয়ে দেওয়া যে কত জরুরী সেটাই সবাইকে বোঝাতে লাগলেন। কারণ পরিবারের সবচেয়ে আদরের ছোট ভাগ্নের বিয়ের ক্রেডিট খালা একাই নিতে চান। তাদের বিয়ে হবে কি হবেনা সেটা মুখ্য বিষয় নয়, আসল কথা হচ্ছে আর্য্য আর রুমি যেন দ্রুতো সুস্থ হয়ে ওঠে ।
শুভরাত্রি

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪৫

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন মনে হচ্ছে।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫

ত্রিশিলা বলেছেন: বাস্তব আর কল্পনা মিশে একাকার :)

২| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফিরে আসার জন্য ধন্যবাদ
লক ডাউনের প্রেম মন্দ হয়নি
চালিয়ে যান।
হ্যাপি ব্লগিং

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৬

ত্রিশিলা বলেছেন: ধন্যবাদ অনেক

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৯

শোভন শামস বলেছেন: হ্যাপি ব্লগিং

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৭

ত্রিশিলা বলেছেন: ধন্যপাতা

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা প্রেম! মধুর প্রেম!!

আর করোনা তাদের উভয়কে এমন মওকা দিল তার জন্য করোনা বিবি একটা ধন্যবাদ পেতেই পারে।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৪

ত্রিশিলা বলেছেন: করোনা তাহলে একদম নেগেটিভ না ... :)

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আর্য্য আর রুমী এখন কেমন আছে ?

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৯

ত্রিশিলা বলেছেন: দুজনেরই রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.