![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
সাঈদীর গোপন বিষয়ে রসালাপ আর বিচারক নাসিম ও আইনজ্ঞ জিয়াউদ্দিন সাহেবের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বিষয়ে স্কাইপ আলাপের মধ্যে বড় পার্থক্য আছে। অমি রহমান পিয়ালের লাজ-শরম কিছুটা কম তা জানা ছিল। কিন্তু কান্ডজ্ঞান এতটা কম তা জানা ছিল না। উনার বিডিনিউজ২৪ এর কলামে দুইটি ফাস হওয়া আলাপনকে একই পাল্লায় মাপতে চাচ্ছেন। কেন অচেনা নারীর সাথে সাইদীর রসালাপ সংবাদমাধ্যমে আসছে না- এমন আক্ষেপ করে বলেছেন "এক যাত্রায় ভিন্ন ফলের মানে কী!"
এরমাধ্যমে বিচারকের সাথে জিয়াউদ্দিন সাহেবের যে আইনি আলোচনা ছিল তা খাটো করলেন। সাঈদীর রসালাপ ভদ্র সমাজে প্রকাশযোগ্য না। পত্রিকাওয়ালারা তাদের পছন্দ মাফিক পুরা বা আংশিক ছাপতেই পারে। নিম্নরুচির অনেক পত্রিকা আছে। ওপর পক্ষে দুইজন সম্মানিত আইনজ্ঞ বাংলাদেশের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ন ট্রাইবুনাল বিষয়ে আলোচনা করেছেন- সেখানে একবিন্দু অশ্লীলতা ছিল না। উনাদের আলোচনার যতটুকু শোনা গেছে তার পুরাটাই দুইজন বয়স্ক ভদ্রলোকের বিষয়ভিত্তিক লজিকাল ডিসকোর্স। ফাস হবার পর বিচারক স্বেচ্ছায় ট্রাইবুনাল থেকে পদত্যাগ করেছেন। এরপরেও পত্রপত্রিকায় এই আলাপনকে অজ্ঞাত কারণে 'তথাকথিত ' হিসাবে উল্ল্যেখ করেছে। ন্যায় সঙ্গত কারণেই এই রেকর্ডিংকে ট্রাইবুনাল 'ইললিগাল' বলেছে। এরমাধ্যমে ট্রাইবুনাল এও স্বীকার করে নিল "তাদের আলাপন হয়েছিল"(কাগজে কলমে), সেই সাথে জিয়াউদ্দিন সাহেবকে তলব করে ট্রাইবুনাল এও জানান দিল তারা বিষয়টা বিচারিক কাজের আওতায় আমলে নিলেন (এটা প্রমান করে ট্রাইবুনাল ফেয়ার ট্রায়াল করতে বদ্ধপরিকর)।
সাইদীর বিচারের রায় স্থগিত হইসে- এইটা উনি কি পাইলেন? ট্রাইবুনাল রিফর্ম হইসে, নুতুন প্রধান আসছেন। তিনি সঙ্গতকারণেই দুইপক্ষের যুক্তিতর্র্ক আবার শুনতে চাইসেন । কারণ ডিফেন্সের রিত্রায়ালের দাবি আইনসঙ্গত ছিল না। তাই আংশিক রি-ট্রায়াল হচ্ছে। এইখানে স্থগিতের কি দেখলেন। এইসব হাবজাব কথা প্রচার করার কি দরকার ?
এক্ষণে জনার অমি পিয়াল কোন বিচারে আসামির ফোনে রসালাপকে বিচারিক আওতায় আসা আলাপের সাথে তুলনা করলেন বুঝলাম না। ব্লগীয় হানাহানি ব্লগে করেন। কলিযু ভাজি করেন। কিন্তু বিচারকদের ও বিচারকার্যের অবমাননা করবেন না
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
বাঙ্গাল বলেছেন: একই ভাবে ইউকিলিক্সের সাথে বিচারকের আলাপ ফাস তুলনা হয় না। ইউকিলিক্স যুধাপরাধ ধরিয়ে দেয়, যুদ্ধাপরাধী বাচায় না। যারা বিচারকের আলাপ ফাস করেছেন, তারা যুদ্ধাপরাধে অভিযুক্ত একজনকে বাচানোর উদ্দেশ্য নিয়ে ফাস করেছেন
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
আসিফ করিম বলেছেন: হয়তো এখন এর জন্য ভাড়া খাটছেন উনি!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
নিশ্চুপ শরিফ বলেছেন: এর চেয়ে সহজ উধাহরন আর পাইনি তাই এই উধারহরন দিয়ে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমি জানি দুইটার উদ্দেশ্য আলাদা।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
নষ্ট ছেলে বলেছেন: সাঈদীর রসালাপ এ নাট্যকার খুব একটা বুদ্ধিমানের পরিচয় দেয় নাই কিছুটা শালীনতা বজায় রাখলে সাংবাদ মাধ্যমে আসতে পারত
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ডিজিটাল বাউন্ডুলে বলেছেন: ভয় লাগছে আপনাকে না আবার ছাগু আর যুদ্ধঅপরাধি বানিয়ে দেন পিয়াল সাহেব...
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
হাবিবউল্যাহ বলেছেন: ুইটারে এক পাল্লায় মাপার ব্যাপারটা দৃষ্টিকটু লেগেছে।
তবে সাইদিরটাও আলোচনায় আসা দরকার।পত্রিকায় আসলে আমজনতার কাছে তার মুখোশ খুলে যাবে বলেই এমনটি বলেছেন বলে মনে হয় পিয়াল ভাই।
এই হিসেবে পত্রিকায় এইটা নিয়া রিপোর্ট কেউ করা শুরু করে দিলেই পারে।
একজন দিলেই আরো কয়েকজন দেখাদেখি দিবে।
আপনার এইকথার সাথে একমত।
*** ইউকিলিক্স যুধাপরাধ ধরিয়ে দেয়, যুদ্ধাপরাধী বাচায় না। যারা বিচারকের আলাপ ফাস করেছেন, তারা যুদ্ধাপরাধে অভিযুক্ত একজনকে বাচানোর উদ্দেশ্য নিয়ে ফাস করেছেন।***
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
বাঙ্গাল বলেছেন: পত্রিকা ইচ্ছা করলেই দিতে পারে বাংলানিউজ দিসে, আমাদের সময় দিসে।
কিন্তু সচেতনভাবেই বিচারকের আলাপন ফাসের কাউন্টার হিসাবে ব্যবহার করার চেষ্টা করতে গিয়া দুইটা এক কাতারে নামায়া আনতেছে। যেটা ভুল
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
লোনলিফাইটার বলেছেন: এই পোস্ট কি আপনি লিখছেন ?
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬
বাঙ্গাল বলেছেন: জ্বী। মূল লেখা ফেবুতে ছিল।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
হাবিবউল্যাহ বলেছেন: @লোনলি ফাইটার,
হ,এইটা বাঙ্গালের ই লেখা।অমি পিয়ালরে নিয়া বাঙ্গালের ২০০৯ এর ও লেখা আছে।
পড়তে পারেন.....
যদি মনে করেন ট্যাগ দিবেন তাইলে আরেকটা কথা কইয়া যাই।
জাফর ইকবালরে নিয়াও বাঙ্গালের লেখা আছে।
ট্যাগ দেওয়ার জন্য বাঙ্গাল থিকা উত্তম আর কাউরে পাইবেন না।
শেষ কথা,আপনের কুয়েশ্চেন দেইখা মনে হইল আপনি সন্দেহ করতাছেন।অথবা রাগ হইতাছেন পিয়াল ভাইয়ের নামে কিছু লিখছে বইলা।
এরকম সিরিয়াস হওয়ার কিছু নাই। এরা পুরান পাবলিক।অনেক কিছু দেখছে ব্লগের।
ভুল কিছু হইলে স্যরি আছি বইলা রাখলাম।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
রাফা বলেছেন: অমি পিয়াল হয়তো সেই অর্থে বলেন নাই।ক'জনইবা ব্লগ কিংবা ফেসবুকে আসেন।
সাধারণ জনগণের জন্য পত্রিকাই মুল ভরসা।তাই হয়তো বলেছেন বিচারকেরটা পত্রিকায় আসলে সাইদিরটা কেনো আসবেনা।
এটা নিয়ে ক্যাচাল করার কিছু নাই।
ধন্যবাদ
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
লোনলিফাইটার বলেছেন: হাবিবউল্যাহ @এইখানে মেইন পোস্ট এক বিএনপি করা ভাই লিন্ক দিছিলো
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: লোনলিফাইটার @
উল্লাস জায়েদই বাঙ্গাল।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩
লোনলিফাইটার বলেছেন: দায়িত্ববান নাগরিক @ওয়েট এন্ড সি
ছাগুতো শুধু সামু তে োন্দাইনা সব খানেই করি।সামুতো পারে খালি আমার নিক ব্যান করতে।দেখি সে কি জবাব দেয়?
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: সাঈদীর রসালাপ ভদ্র সমাজে প্রকাশযোগ্য না।
সহমত
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
দায়িত্ববান নাগরিক বলেছেন:
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
হাবিবউল্যাহ বলেছেন: যারে তারে ছাগু ডাইকা নাম বদনাম কইরেন না।
তার এক্টিভিটি ভাল কৈরা দেখেন।কয়েকমাস দেখেন।তারপরে কিছু কইতে যাইয়েন।
এমন অবস্থা চলতে থাকলে আর কারে কারে জানি ছাগু ট্যাগ দিয়া বসেন আল্লাহ মালুম।
পিয়াল ভাইরে অপছন্দ করে অনেক ধরনের লোক পাইবেন আন্তর্জালে।
কিছু পাইবেন বিএনপির।
কিছু বামঘেষা লোক ও পাইবেন।
সবচেয়ে বেশী পাইবেন(বুঝতেই পারতেছেন)
সুতরাং হিসাব কৈরা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
নিশ্চুপ শরিফ বলেছেন: সাঈদির টা হচ্ছে প্রভার ভিডিও টাইপ আর স্কাইপি টা হচ্ছে উইকিলিকসের ফাস করে দেয়া আমেরকিয়ার গোপন নথি টাইপ। প্রভার ভিডিও কি মেইন স্ট্রীম মিডিয়া প্রকাশ করবে নাকি? সেরকম সাঈদির টা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া প্রকাশ করবেনা কিন্তু ব্লগে আর ফেবুতে গথাম চলতে থাকবে।
গথাম চলছে, চলবে।