![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
তিলোত্তমা ঢাকার সম্মানিত নাগরিকদের মনোরঞ্জণ করতে সরকার বাহাদূরের চিন্তার শেষ নাই। ঢাকায় কোটি টাকার লেহেঙ্গা আসে ঈদে, সংযমের মাসে সহস্রাধিক টাকার ইফতার বাজার করেন বড়লোকের ছোট পোলায়। রাতে এয়ারপোর্ট রোডে কার রেইস করবে, সীসা লাউঞ্চে নবাবি করবে ঢাকার ছেলে-মেয়েরা। ঢাকার নিরাপত্তা দিতে দু মাথায় দুইখানা সেনানিবাস খুলে পেট্রিয়ট অফিসার্সদের পরিবাররাও এই নগরীর মজা নিতে পারছেন। আছে দুই তিন খানা ডিওএইচএস। চমৎকার এন্তেজাম। এরমধ্যে যুক্ত হলো হাতিরঝিল। ঢাকার নাগরিকরা এখন বিকেলে হাওয়া খেতে ও ছাড়তে একটা সুন্দর জায়গা পেয়েছেন।
তবে এতেও ঢাকাই মধ্যবিত্ত সমাজের খায়েস কমছে না। সনু নিগমরা দিদিমনিদের বিয়েতে অর্ধকোটি টাকার গান শোনাতে মাসে দুবার আগমন নির্গমন করেন। শাহরুখ চলে আসেন নাচতে- নাচাতে। বিনোদনের বেশ সুব্যবস্থা।
ঢাকার বাইরের বাংলাদেশ কারওয়ান বাজারের চেতনা ব্যবসায়ী সংবেদনশীল সচেতন সমাজের নেক নজর পায় কেবল আবহাওয়া সংবাদে। আজকাল খুন ধর্ষনের খবরও দিল্লী থেকে ইম্পোর্টেড না হলে পত্রিকাওয়ালারা পাত্তা দেয় না। গরীবের মেয়ের লাশ কোথায় কে ফেলে রেখেছে তার খবর কে রাখে? শেয়ার-কুকুরেতো পত্রিকা কিনে পড়বে না।
আর ঢাকার বাইরের বাকি দেশ গ্রাম। গ্রামের মানুষের বিনোদনের জন্য সরকারের দিচ্ছে পাকা পায়খানা। সাথে সিমেন্টের তিনটি রিং। ভালো ব্যবস্থা। আরো আছে সেচের জন্য গভীর রাতে বিদ্যুৎ। ঢাকার মানুষ টিভি, লাইট নেভালে তাদের আলো জ্বলে উঠে। অনেক সময় সেই উচ্ছিষ্ট বিদ্যুততাও জোটে না। সুন্দর শেয়ারিং কেয়ারিং সম্পর্ক ঢাকার সাথে সারা দেশের। ঢাকাবাসীর সুপরিচর্যা করতে একে উত্তর-দক্ষিণে দুখন্ড করেছে সরকার। আর ঢাকার বাইরের গ্রামবাসীদের সেবা করতে তাদের দ্বিখন্ডিত পশ্চাত খুড়ে চলেছে তারা। সামনে ভোট, এখন সবাই দলে দলে পাজেরো হাকিয়ে গ্রামে গিয়ে বলবেন "আমি তোমাদেরই লোক"
-বাঙ্গাল
৯জানুয়ারি,২০১৩
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
নিশ্চুপ শরিফ বলেছেন: ভালো বলছেন। গ্রামে তো সেই রকম কিছুনাই তারপরও সরকার যখন ঢাকাতে বিদ্যুৎ দিতে পারেনা অজুহাত হিসাবে সেই গ্রামকেই আনে। যে গ্রামে সেচের জন্য পানি দিতে হবে। আবারো সেই মিথ্যা আর গ্রাম কে ঢাল করা এক অর্থে নিরাজাতন করা।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
বাঙ্গাল বলেছেন: এই শীতের মধ্যে দিনাজপুরে আজকে ৮ ঘন্টা কারেন্ট নাই। মানুষ পানি গরম করবে কি লাকড়ি দিয়া? আর আপ্নেরা ঢাকায় বইসা পাজামা শুকাবেন গ্যাসে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
নিশ্চুপ শরিফ বলেছেন: ঐ মিয়া আমার উপর রাগ ঝারেন কেন? আমি তো সরকারের খারাপ কাজ তা বললাম। আমি পায়জামা শুঁখাই না। বাপ যদি চুলা জ্বালায় রাখে বলি " আব্বার এখন তো শেখ হাসিনার সরকার এখন গ্যাস কেন ফুঁড়ান?
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
বাঙ্গাল বলেছেন:
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
কালোপরী বলেছেন: ভাল বলছেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: এইটা বেশি জোস হইছে। কিন্তুক লাভের লাভ কি কিছু হবে?