![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
সম্প্রতি পুরকৌশলী কাম সম্পাদক আনিসুল হকের কলাম মারফত জানতে পারলাম, নয়নাভিরাম ল্যান্ডমার্ক হাতিরঝিল নাকি ঢাকাই কবি সমাজে ব্যাপক ভাবালুতা সৃষ্টি করেছে। রঙ্গিন বাতি আর টলমল জলরাশির বিবরণ দিয়ে লেখক বলেছেন- 'ইহাই ঢাকা শহর। গরবে বুক ফুলিয়া যাইতেছে। মাথা উঁচু হইয়া যাইতেছে।' ফকরুদ্দীনের সরকার জিন্দাবাদ, হাসিনার সরকার জিন্দাবাদ, (নব্য ঠিকাদার) সেনাবাহিনী জিন্দাবাদ।
লেখক বলেছেন এই প্রকল্পের বিশাল সাফল্য দেখে তার স্পর্ধা বেড়ে গেছে। এইবার ঢাকা থেকে যানজট দূর করতে হবে। ফ্লাইওভার-রেল-নৌপথ সব এস্তেমাল করা লাগবে। অতি উত্তম প্রস্তাব বীরবল। ঢাকায় গোড়া স্থাপন না করলে কবি যশ জোটে না। সচেতন সুশীল সমাজে নাম লেখানো যায় না। যানজটের কারনে নুতুন গাড়ির গতিপরীক্ষা হয় না। শত কোটি টাকার ফ্লাইওভার, ল্যান্ডমার্ক না থাকলে মেলবোর্ন-সিঙ্গাপুরের সাথে পাল্লা হয় না। যেন ঢাকার বাইরের আটষট্টি হাজার গ্রামের মানুষের কোন অধিকার নাই। তাদের কাজ হাত পাখা ঘুরানো, কাদা-মাটি ভেঙ্গে ভ্যান চালিয়ে হাটে যাওয়া ও ক্ষেতে খামারে খেটে বাম্পার ফলন ফলানো। তাদের পাকা রাস্তার দাবি মাত্র কয়েক লক্ষটাকার জন্য এম্পি হোস্টেলের দেয়ালে বাড়ি খেয়ে ফেরত আসে। ঢাকার অবারিত সুখ সাচ্ছন্দ্য শেয়ার করতে গ্রামবাসী মাঝে মধ্যে রোগে শোকে মঙ্গায় ঢাকায় এসে লাল-নীল বাতি দেখবে, সেটাই অনেক। সবচেয়ে ভালো হয় জমিজিরাত রেখে মালেশিয়া সৌদি গিয়ে হাড়গোড় পাস্পোর্ট জমা দিয়ে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠালে। ওতে অর্থমন্ত্রীর সাফল্য অর্জিত হয়, ঢাকাবাসির ফুটানি করার পয়সা মেলে। বেশ তো নাগরিক চিন্তা আপনাদের। ম্যাডাম এসে ১৩০০কোটি টাকার তিলোত্তমা ঢাকা দিয়েছিলেন। ঢাকাবাসীর পায়ে ভেট না দিলে ভোট পড়বে না, ক্ষমতায় থাকাও যাবে না। কারন ওখানে আছে দেশের নার্ভসেন্টার কারওয়ান বাজার মিডিয়া পল্লী। উজির-নাজির-মডেল-ব্যবসায়ী-নব্য নটি- পুরাতন জোকার সবাইকে ঢাকাই নাগরিক সমাজের মই বেয়ে সাফল্যের শিখরে উঠতে হবে। ঢাকার এক এক রাস্তার দুধারে যত বিশ্ববিদ্যালয় ও জ্ঞানচর্চা হয় তার তুলনা দেশের অন্য কোথাও দূরের কথা, বিদেশেও দেখি না। মাঝে মাঝে মনে হয় ওসব রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত করার সৌভাগ্য অর্জন করেছেন তাদেরও একটা ডিগ্রী দেয়া উচিৎ।
বাংলাদেশের সমস্ত সম্পদের একচেটিয়া নিয়ন্ত্রন আর অধিকার আগে করাচি-ইসলামাবাদের ছিল, এখন ঢাকার। স্বাধীনতার চেতনাও ঢাকায় পুঞ্জিভূত আছে, যেন ঢাকা-ভিন্ন বাকি গ্রাম দেশ যুদ্ধ করে নাই? স্বাধীন বাংলায় তাদের অধিকার নাই?
অধিকার নাই জেনেও ইঞ্জিনিয়ার-সম্পাদক সাহেবের কাছে অনুরোধ করবো- অন্তত সহস্রাধিক গার্মেন্টসগুলো ঢাকার বাইরে সরিয়ে দেবার প্রস্তাব দিন। ঢাকা থেকে লেক্সাসে চড়ে অফিস করতে কি খুব কষ্ট হবে গার্মেন্টস মালিকদের? শুনেছি তারা কানাডা আমেরিকায় থেকে ব্যবসা পরিচালনা করেন। ঢাকা থেকে গার্মেন্টস কারখানা সরালে আপনাদেরই শান্তি বাড়বে। গরীব খেটে খাওয়া গার্মেন্টস কর্মীদের ঢাকার নাগরিক হবার বেহুদা গর্বের প্রয়োজন নাই। খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই তারা খুশি।
-----------------------
লেখাটি পলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি সিরিজের অংশ। ফেইসবুকে প্রকাশিত
ডেভিলস এডভোকেট ফরহাদ মাজহারঃপলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি-৯
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
বাঙ্গাল বলেছেন:
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
জহীরুল ইসলাম বলেছেন: ফকরুদ্দীনের সরকার জিন্দাবাদ
হাসিনার সরকার জিন্দাবাদ,
সেনাবাহিনী জিন্দাবাদ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
বাঙ্গাল বলেছেন: জিন্দাবাদ
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচেয়ে ভালো হয় জমিজিরাত রেখে মালেশিয়া সৌদি গিয়ে হাড়গোড় পাস্পোর্ট জমা দিয়ে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠালে। ওতে অর্থমন্ত্রীর সাফল্য অর্জিত হয়, ঢাকাবাসির ফুটানি করার পয়সা মেলে। বেশ তো নাগরিক চিন্তা আপনাদের। !!!!!!!!!!!!!!
++++++++++
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
বাঙ্গাল বলেছেন: দাদা প্রবৃদ্ধি কত হলো?
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
স্পেলবাইন্ডার বলেছেন: দারুন লিখেছন বঙ্গাল ভাই!
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
স্বপ্নবাজ শোয়েব বলেছেন: কলাম টা পড়ে আমারও একই অনুভূতি হইছিলো। লোকটাকে খুব পছন্দ করতাম। তার দেশের বাড়ি তো রংপুরে মঙ্গাপীড়িত এলাকা। সবাই স্বার্থপর। ধন্যবাদ বাঙ্গাল ভাই আমার মনের কথা বলার জন্য।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩
বাঙ্গাল বলেছেন: কারওয়ান বাজারের চাল পেতে পড়লে দেশের বাড়ির কথা লোকে ভুলে যায়
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪
তালা চাবি বলেছেন: কেউ কেউ এখনো আসল ব্যপারটা দেখতে পারে , দেখছেন-- আপনি তাদের মধ্যে একজন , অনেক অনেক ধন্যবাদ লেখাটির জন্য ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
পাতি রাইটার বলেছেন: কবিরা হাতিরঝিলে গিয়া হইবে মহান,
ভুরি ভুরি নোবেল আসিবে, বাড়িবে দেশের সম্মান।
সহমত পুরো লেখার সাথে।