নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

আধা বেলা দাদু, আধাবেলা কলিজু

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

-দাদু

-হুম

-দাদুউউউউ

- হ্যা, ময়নাপাখি। কি হইসে?

- এইসব আধাবেলা হরতাল আমার ভাল্লাগে না। বিকালে স্যার পড়াতে চলে আসে।

- হুম। আমিতো নাই। বলদগুলা আধাবেলা করে হরতাল দিতেছে।

- আপনি একটু বলে দ্যান না। সারাদিন হরতাল দিতে।

- আচ্ছা।

-দাদু, আপনার ফাসি হলে কি সারাদিন হরতাল হবে?

- এইসব কি বলো কলিজু? তওবা পড় তিনবার।

- আচ্ছা। আর বলবো না। দাদু, আপনিতো হাজার হাজার মানুষকে ইসলামে আনছেন।

- হুম। কে বলছে?

- আপনার ছেলে বলেছে।

- হুম।

-আপনি তাইলে উনাদের বলে দেন। একদিন ঢাকায় এক হাজার জন এসে পায়খানা করে রাস্তাঘাট নষ্ট করে দিক। ওই ময়লা সাফ করতেই ২ দিন লাগবে। হরতাল হয়ে গেল দুই দিন।

- সোনাপাখিরে, এক মুরগি এক হাজার বার দেখানো যায়। কিন্তু এক মুরগি এক হাজারবার হাগানো যায় না।







বাঙ্গাল এর ফেইসবুক পেজ লিংক

৩০ জানু ২০১৩

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.