![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
গতকাল জাফর ইকবাল স্যার ব্লগারদের কাছে ক্ষমা চাইসেন। অনলাইন একটিভিটি শুধু ফেইসবুকে না, শাহবাগে-দেশে- বিদেশে। ভুল স্বীকার করলেই চলতো, ক্ষমা চেয়ে লজ্জ্বা দিলেন স্যার।
দোয়া করবেন, শুধু যুদ্ধাপরাধ না, পদ্মা সেতুর জন্য আবুল গং, হলমার্কের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ তানভির, তানভিরের জামিন পাওয়া বউ;
টিপাইমুখের দালালির জন্য গওহর রিজভী, আমেরিকান গণতন্ত্রপ্রেমী খালেদা জিয়া, খাম্বা তারেক, শেয়ার বাজারের দরবেশ, কুইক রেন্টালের জন্য তৌফিক এলাহি -- সবাইকে একদিন ক্ষমা চাইতে বাধ্য করতে পারি।
শাহবাগের গনজোয়ার শুধু কাদের মোল্লার মত নরকের কীটের জন্য ব্যয় হইলে সেইটা হবে মুক্তিযুদ্ধের চেতনার বড় অপব্যয়
- সময় আসছে নুতুন শপথের
আমরা (অন)লাইনে আছি, বাকি সবগুলারে লাইনে আনবো
'ফাঁসি চাই' দাবির নিচে বুলেট পয়েন্টে ৫টা দাবির কথা জানাইতে চাই-
১. নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে ট্রাইবুনালের প্রতি সমর্থন জানিয়ে ট্রাইব্যুনালকে ভাঙ্গা ও বিচারপতি-প্রসিকিউশন টিমে পরিবর্তন করে প্রভাবিত না করার অঙ্গীকার করতে হবে। (যাতে পরে দুদকের মতো অবস্থা না হয় সরকার পরিবর্তনের সাথে সাথে)
২. যদি খালাস পাওয়া ৪র্থ অভিযোগে কাদের মোল্লার সর্বচ্চো শাস্তির জন্য আপীল করা নাও যায় (আইনী জটীলতায়), তাইলে পরে আপীল বিভাগের 'কমপ্লিট জাস্টিস' ক্ষমতার পূর্ন ব্যবহার করতে হবে।
৩. আপীল করতে অনাগ্রহী ও প্রসিকিউট করতে কার্যত ব্যর্থ চীফ প্রসিকিউটর অপসারন করে সুযোগ্য চীফ প্রসিকিউটর নিয়োগ দিতে হবে। এক ভূল বারবার দেখতে চাই না।
৪. প্রসিকিউশনের লোকবল ও অর্থবল বাড়াইতে হবে। জামাতি মিডিয়া ক্যাম্পেইনের বিপরীতে দেশি ও বিদেশি মিডিয়ায় শক্ত প্রচারণা চালাইতে হবে।
৫. আইন সংশোধন করে সাজা বৃদ্ধির জন্য আপীলের পথ খুলতে হবে (ট্রাইব্যুনাল চলাকালেই)।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
বাঙ্গাল বলেছেন: উনি বাংলাদেশের স্পন্দন বুঝেন
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
এম আর ইকবাল বলেছেন: আমার কাছে আজকের সূবর্ণ একপ্রেস বিমান বন্দর - চট্টগ্রাম ২ টি ই-টিকেট আছে । নন এসি । যাওয়া হচ্ছে না । কারো লাগলে আওয়াজ দিয়েন । আমার নিক এ সামু কতৃপঙ্খ প্রায় ৮ মাস ধরে ঝুলিয়ে দিয়েছে “বর্তমানে আপনার পোস্ট করার সুবিধা বন্ধ আছে।” কারণটা আমার জানা নেই ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
বাঙ্গাল বলেছেন: ব্যাপার না, কিছু সময় লেগে থাকেন। সেইভ ব্লগার হয়ে যাবেন
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
আদরসারািদন বলেছেন: জানালা দিয়ে দক্ষিণ হাওয়া খুব জোর করে বইতেছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
বাঙ্গাল বলেছেন: আলো আসবেই
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
ফারমার বলেছেন: সহমত, কাদের মোল্লা শেষ, এটা সমান্য; আরো অনেক বড় কিছুর জন্য ভাবতে হবে, '৭১ এর স্বপ্ন', সবার জন্য একটা সুখী জীবন!
ফারুক, সালমান, ফালু, শাহ আলমসহ সব দখলকারীদের বাংলাদেশ থেকে চলে যেতে হবে; 'ওরা '৭১ এর স্বপ্ন নয়!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০
বাঙ্গাল বলেছেন: নুতুন করে ভাবার সময় আসছে
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
হাবিব০৪২০০২ বলেছেন: সহমত ++++
ফেবুতে শেয়ার দিলাম।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
রুদ্র মানব বলেছেন: ভাল লাগলো
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “শাহবাগের গনজোয়ার শুধু কাদের মোল্লার মত নরকের কীটের জন্য ব্যয় হইলে সেইটা হবে মুক্তিযুদ্ধের চেতনার বড় অপব্যয়”
একমত।
প্রফেসর জাফর ইকবাল ক্ষমা চেয়েও উত্তম মানব রয়ে গেলেন।
স্যালুট, সকল বিপ্লবীদের! আছি সাথে!