![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
বিরোধীদল হিসাবে বিএনপি দেশে আপামর জনতার কাছে গ্রহণযোগ্যতা হারাইছে। জামাতিফাইড বিএনপিকে আদর্শগত কারণেই সমর্থন দেয়া যাচ্ছে না। কারণ বিএনপি মানেই খাম্বা তারেক, বিএনপি মানেই স্বাধীনতাবিরোধী জামাত। গত ৪ বছরে নানান ইস্যুতে সরকারের প্রথম ও প্রধান প্রতিপক্ষ ছিল ব্লগার একটিভিস্টরা। সেইটা টিপাইমুখ বলেন, আরিয়াল বিলে বিমানবন্দর বলেন, ভারতের ১০০কোটি ডলারের ঋণ বলেন আর রাশান সাবমেরিন-বোমারু বিমানে ১ বিলিয়ন ডলারের ঋণ বলেন..... ব্লগ-ফেইসবুকের তরুণ প্রজন্ম বিরোধীদলের শুন্যতা তেমন বুঝতে দেয় নাই। আবার দুর্নীতিরোধ করতে গিয়া সরকার নিজেই দুর্নীতির আখড়া খুলছে- পদ্মা সেতু ঝুলায়া দিসে, হলমার্ক ভাসায়া দিসে। তারা যদি তারেকের শত কোটি টাকা দুর্নীতির বিচার করতে পারতো, তাতেও সুখ আসতো মনে। কিন্তু কোন এক কারণে দুইদল একে অপরের গু ঘাটে না। একটা ডিসেন্ট ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়া সকল দুর্নীতিতে তারা দায়মুক্তি পাইয়া ধাপায়া প্রবৃদ্ধি উপহার দিতেসে।
কিসুদিন আগেও যারা হারিকেন জ্বালায়া তৃতীয় শক্তি খুজতেছিল- তাদের কাজ সহজ করতেই বিএনপি জামাতের সাথে সহমরণের চিতায় ঝাপ দিসে। সুতরাং, এখন দ্বিতীয় শক্তি খুজতে দিল্লী নির্বাচিত লেজেহুমোকে ডাকতে হবে। কিন্তু হায়, সেও শাহবাগী আন্দোলনের সাথে একাত্ম হইতে পারে নাই। এহন নুতুন প্রজন্মকেই এই দ্বিতীয় শক্তি হইয়া বিরোধীদল শূন্য বাংলার হাল চাইপা ধরতে হবে। এমন কোন সংকল্প শাহবাগ থিকা আসলে, প্রধানমন্ত্রীর মন আর শাহবাগ যাইতে চাইতো! সরকারী শৌচাগার, ওয়াসার পানি, পুলিশি নিরাপত্তা, বিটিভির সম্প্রচারের বদলে নিয়মিত হাইকোর্টে দেশদ্রোহিতার মামলায় হাজিরা দিতে হইতো। ছাপান্ন হাজার বর্গমাইলের সাথে সম্পৃক্ততা না থাকলে তখন রাষ্ট্রীয় টিয়ার গ্যাস, পিপার স্প্রে, পুলিশ, ডিজিয়েফাই, ছাত্রলীগের হামলা সামলাইতে আবার রাস্তা ছেড়ে ব্লগে আশ্রয় নিতে হবে। সুতরাং, ছাত্র রাজনীতির বিকল্প নাই।
হ্যাপী বসন্ত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
হাবিবউল্যাহ বলেছেন: এমন কোন সংকল্প শাহবাগ থিকা আসলে, প্রধানমন্ত্রীর মন আর শাহবাগ যাইতে চাইতো। সরকারী শৌচাগার, ওয়াসার পানি, পুলিশি নিরাপত্তা, বিটিভির সম্প্রচারের বদলে নিয়মিত হাইকোর্টে দেশদ্রোহিতার মামলায় হাজিরা দিতে হইতো। ছাপান্ন হাজার বর্গমাইলের সাথে সম্পৃক্ততা না থাকলে তখন রাষ্ট্রীয় টিয়ার গ্যাস, পিপার স্প্রে, পুলিশ, ডিজিয়েফাই, ছাত্রলীগের হামলা সামলাইতে আবার রাস্তা ছেড়ে ব্লগে আশ্রয় নিতে হবে। সুতরাং, ছাত্র রাজনীতির বিকল্প নাই।
এই কথাগুলি কেউ কয়নাই এখন পর্যন্ত।সবাই তাল দিতাছে।ভিত্রে ঢুইকা দেখতে কেউ রাজী না।
ফলাফলের অপেক্ষায় আছি।তারপরে কিছু কমুনে!
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
খান সুজিত বলেছেন: আসলেই ছাত্র রাজনীতির বিকল্প নাই,বিশ্বাস করি শাহবাগ এর এই নব জাগরন থেকেই ছাত্র রাজনীতির ও একটা গুনগত পরিবর্তন ঘটবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
বাঙ্গাল বলেছেন: সুস্থ ধারার ইস্যুভিত্তিক ছাত্ররাজনীতি ফিরে আসুক
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
মরমি বলেছেন: খুবই ভালো পোস্ট। ++++++++++++++++++++++++++++++++++++