নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

নাটক থামা, প্রসিকিউট কর

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

একটা সময় ছিল যখন যুদ্ধাপরাধের বিচার ছাড়া অন্যকিছু নিয়ে কথায় হতো না। এখন কেউ যুদ্ধাপরাধ নিয়েই কথা বলে না। এখন আস্তিকতা নিরুপন করা লাগবে যুদ্ধাপরাধের বিচার চাইতে গেলে।

আবার শাহবাগীদের মনে করাইতে চাই- আমাদের আন্দোলন ছিল বিচারের। কিন্তু বাচ্চু রাজাকার আজকে কোথায়? সাঈদির রায় কোথায়? গত ডিসেম্বর থেকে রায়ের অপেক্ষা করছি। আমাদের প্রসিকিউশনের বেহাল দশা নিয়ে কেউ কোন প্রশ্ন করে না। শাহবাগী নেতারা যারা বিকাল থেকে রাত আন্দোলন চাচ্ছিলেন, তাদের কাছ থেকে কোন সুস্পষ্ট দাবি আসতে দেখি নাই দুই সপ্তাহে, যা যুদ্ধাপরাধের বিচারের গতি বাড়াবে। বরং সকাল-বিকাল ছাগু নাস্তা করা, ফেবুতে ছাগু ধরে ব্লক করা, ছাগুমুক্ত ফ্রেন্ডলিস্ট ঘোষণা দেয়ায় রেওয়াজ চালু হয়ে গেছে।



গার্ডিয়ানে তাহরীর স্কয়ারের সাথে তুলনা করে আপনাদের মাথায় তুলে দিসে। তাহরীর স্কয়ারে মিলিটারির ভয় ছিল, পুলিশী হামলা ছিল। লাশ পরতো পটাপট। ওই সিটি কর্পোরেশনের পানিতে গার্গল করে, সরকারি হাগুখানায় কাজ সেরে গান-বাজনা দিয়ে আন্দোলন হয় না। জাফর ইকবাল স্যার মুক্তিযুদ্ধ বলেছেন রূপক হিসেবে। সত্যিকারের মুক্তিযুদ্ধে পদে পদে মৃত্যুর ভয় ছিল- গ্রেনেড-গুলি-বায়নেটে। যদি বিচার দেখতে চান, তাহলে কোমড় শক্ত করে সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন



"নাটক থামা, প্রসিকিউট কর"



ফেইসবুক পেইজ

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

আমরা বুঝি... বলেছেন: ঠিক কইসেন...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

বাঙ্গাল বলেছেন:
আন্দোলন হাইজাক করার আগেই ওদের থামান

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

বড় ভাইয়া বলেছেন: সহমত,

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

বাঙ্গাল বলেছেন: একটা সময় ছিল যখন যুদ্ধাপরাধের বিচার ছাড়া অন্যকিছু নিয়ে কথায় হতো না। এখন কেউ যুদ্ধাপরাধ নিয়েই কথা বলে না। এখন আস্তিকতা নিরুপন করা লাগবে যুদ্ধাপরাধের বিচার চাইতে গেলে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

বড় ভাই বলেছেন: নাটক থামা, প্রসিকিউট কর :-& :-& নাটক থামা, প্রসিকিউট কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.