নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

কাঠিমামা ও যুদ্ধাপরাধের বিচারে নতুন নতুন আইন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

১... মেকিং হিস্ট্রি: রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ+ সংগঠনের যুদ্ধাপরাধের বিচারের ব্যবস্থা রেখে সংশোধন বিল পাশ। সংগঠন হিসাবে আলবদর আলশামস ছাত্রসংঘের বাপ জামা তে(পোশাকে) ইসলামীকে বিচার করা হবে।



কিন্তু কথা হইলো, এই আপিল আর বিচারের কাজ কি সেই নখদন্তহীন প্রসিকিউশন করবে, যারা কাদের মোল্লার ফাসির রায়ের জন্য পর্যাপ্ত ব্যাখায় ও যুক্তিতর্ক দিতে পারে নাই? তাইলে কি আবারও ভি চিহ্ন রাজাকারের হাতে দেখতে হবে? সংসদে বিল এনে এক ধাক্কায় জামাতকে নিষিদ্ধ করার দাবির জবাবে প্রথমে শুনলাম 'জাতীয় ঐক্যমত্য' লাগবে। এরপরে আনলো আইন সংশোধনী বিল। এই আইনের বিচার সেই একই ট্রাইবুনালে একই প্রসিকিউশন টিমের সাক্ষি প্রমানের ভিত্তিতে হবে। এরা ৪ বছরে একজন রাজাকারের ফাসির রায় আনতে পারল না। এখন ১০ মাসে জামাতের বিচার শেষ করতে পারবে?



জামাতিদের জন্য একটাই সুখবর, আগামী ইলেকশনের(যদি হয়) আগে জামাত ব্যান হচ্ছে না।



ওয়েলডান আওয়ামী লীগ। শুভেচ্ছা শাহবাগের সকল যোদ্ধাকে



২... অনেকদিন পরে কাঠি মামা তালবেতাল ক্লাবে আসলেন। দেশের এই অবস্থায় উনার কাছ থেকে অনেক ভিতরের খবর পাওয়া যাবে। উনি নাকি নানান গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। গল্পগুলো শুনলে মনে হয় জেমস বন্ডের মাসতুতো ভাই।

- মামা, কি অবস্থা দেশের? শাহবাগে গেছিলেন? আমরা ক্লাবের পক্ষ থেকে শাহবাগে ব্যানার নিয়ে গেছিলাম।

- হুম ভালো। ব্যানারটা ক্লাবের ছাদে ঝুলিয়ে দে।

- কিন্তু মামা, এই থাবা বাবাকে কে মারতে পারে বলে আপনার মনে হয়। কি ভয়াবহ খুন।

- টপ সিক্রেট। বলা যাবে না। এক কাপ চা নিয়ে আয়।



ভোটকু কলেজে বাম রাজিনীতি করে। একটু খোচা দিতেই মামাকে বললো -"আমার মনে হয় আওয়ামী লিগ নিজেই করিয়েছে, এখন বামদের ঘাড়ে দোষ চাপাচ্ছে"

মামা মাথা নাড়লেন।

- তোদের বুদ্ধিশুদ্ধি কবে হবে রে? থাবা বাবার গায়ে ৬টা কোপের দাগ পাওয়া গেছে। আওয়ামী লীগের কোপে এত দাগ হয় না। বিশ্বজিতের শরীরে কোপের দাগ ছিল? বল, কটা দাগ ছিল?



লেখাগুলো ফেইসবুক পেজ বাঙ্গালে প্রকাশিত

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

মিতক্ষরা বলেছেন: ভালো লিখেছেন।

"জামাতিদের জন্য একটাই সুখবর, আগামী ইলেকশনের(যদি হয়) আগে জামাত ব্যান হচ্ছে না।"

দুঃসংবাদ। ভেবেছিলাম জামাত নিষিদ্ধ হয়ে গেলে শাহবাগের আরেকটি বিজয় হবে। কিন্তু আপনি এই সংবাদ পাইলেন কোথা থেকে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

বাঙ্গাল বলেছেন: ওরা জামাত নিষিদ্ধ করার বিল আনে নাই। আনসে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুনাল এক্টের এমেন্ডমেন্ট। সেইখানে শুধু আপিল ছিল। পরে মেননের কোথায় অর্গানায়জেসনের বিচার যুক্ত করা হয়। এরমানে আবার সেই ট্রাইবুনালে বিচার। সেই একই প্রসিকিউশন। এমন প্রসিকিউশন পাওয়াও জামাতের জন্য বিশাল ভাগ্য

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা শুইনা তো খুশি হইসিলাম। দেখা যাক কী হয়!

২ এর ব্যাপারে, আপনে মিস্টার শার্ল্ক হোমসের চেয়ে বেশি বুঝেন! (উনার মাথা গ্যাসে)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.