![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
১৯ জন এলিট ব্লগারকে গানম্যানের শুভেচ্ছা, রাষ্ট্রীয় নিরাপত্তার মোবারকবাদ। অতঃপর আপনারা গণভবনের কোন নিয়ামতকে অস্বীকার করবেন?
জনতার মঞ্চে দাড়ায়ে আপনারা জনবিচ্ছিন্নতার যে অবতার সেজেছেন তা রাজনীতিবিদদের জন্য প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে আসা শাহবাগি জনতাকে ছাগু নিধনে লাগিয়ে দিয়ে এখন বিচারের কথা ভুলে গেলেন? কোথায় সাঈদীর রায়- প্রশ্ন করতে পারেন? গতবছরের ডিসেম্বর থেকে অপেক্ষায় আছে আইজুদ্দিনরা।
আপনারা অনলাইন এক্টিভিস্ট পীর, গণতন্ত্র চাবকান টকশোতে- কোথায় সেই গণতন্ত্র থাকে যখন নিজেরা দাবি দাওয়া পেশ করেন? কখনও অনলাইনে পোষ্ট করে জেনে নিয়েছিলেন, কতজন ৭ঘন্টা আন্দোলনের পক্ষে ছিল? গেল ১২দিনে কোন দাবিটা অনলাইনে পোষ্ট করসেন? রাজীবের লাশ আপনাদের ভাড়ামি দেখা থেকে জনগঙ্কে বঞ্চিত করেছে। নইলে আজকে ৭ঘন্টার প্যাকেজ আন্দোলন দেখতে হতো।
জামাত নিষিদ্ধ করার বিল দাবি করেছেন, পেয়েছেন ট্রাইব্যুনাল এক্টের সংশোধনী। তালিয়া দেন। ওই প্রসিকিউশন ওই ট্রাইবুনালেই করবে জামাতের প্রাতিষ্ঠানিক গনহত্যার বিচার- যারা কাদের মোল্লার ফাঁসি দিতে পারে নাই। রাষ্ট্রপক্ষের প্রসিকিশনের ব্যর্থতাকে প্রশ্নবিদ্ধ করার সৎসাহস আছে?
জয় প্রশ্নহীন ব্লগিং। জয় বাংলা। জয় প্রশ্নহীন জনতা।
----------------------------------
প্রথম আলোতে প্রশ্ন কমেন্ট করেছিলামঃ জামাত নিষিদ্ধ করার বিল কোথায়? এটাত ট্রাইব্যুনাল এক্টের সংশোধনী। এই আইন নিয়ে আবার ট্রাইবুনালেই আসতে হবে, এই ভাঙ্গাচোরা প্রসিকিউশনকেই অভিযোগ গঠন করতে হবে। যারা কাদের মোল্লার গনহত্যায় জড়িত থাকার পরেও ফাঁসির জন্য পর্যাপ্ত যুক্তিতর্ক দিতে পারে নাই, দুই মাসে সাঈদির রায় দিতে পারে নাই, তাদের ঘাড়ে আরো জামাতের যুদ্ধাপরাধ বিচারের বোঝা চাপিয়ে এটাকে নির্বাচন পর্যন্ত টেনে না গেলেই কি নয়?
মডারেশনের পরে প্রথম আলো ছেপেছে "জামাত নিষিদ্ধ করার বিল কোথায়?"
ভুল আমারি, আমার দেশের কমেন্ট প্রথম আলোতে কইরা ফেলসি
----------------------------------
আসসালামু আলাইকুম। এটিএন বাংলার রাতের সংবাদে স্বাগতম।
আজ প্রধানমন্ত্রী একুশে বইমেলায় কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর মধ্যে ছিল 'পদ্মা সেতুর টেকাটুকা'- লিখেছেন আবুল মাল, আবুল হোসেন ও আবুল হাসান। আরেকটি বই শেখ হাসিনা নিজেই লিখেছেন, নাম 'ভাষা আন্দোলনে শেখ মুজিব'... পরে তিনি সাংবাদিকদের বলেন "শাহবাগের গণআন্দোলন আমাদের ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের ফসল।'
এইদিকে বাংলাদেশ সাইবার হুজুরস এক আলোচনা সভায় জানায় 'গনহত্যা অপেক্ষা নাস্তিকের জানাজায় গুনাহ বেশি'...অনুষ্ঠানে সভাপতি গামছা ম্যান বলেন "হুজুরের পাজামা দেইখাই বুঝসি, অজু নাই।"
এর প্রতিবাদে আজ প্রেসক্লাবে শতাধিক ব্লগার একত্রিত হয়ে সাংবাদিকদের জানান "বিয়া শাদির যা চান্স ছিল একটু, ছাগলের বাচ্চা লেদায়া নষ্ট কইরা দিল। মাহমুদুর এসাঞ্জ এখন সব ব্লগাররে নাস্তিক বানায়ে ছাড়বে। মুরুব্বিরা বলবে, ছেলে ভালো- শুধু একটু ব্লগে যায়। ---আর সারসে। ছেলে পাড়ায় গেলেও বিয়া হবে, কিন্তু ব্লগে গেলে কুন সম্ভাবনা নাই। কেনু কেনু কেনু"
এদিকে সাধারণ ব্লগাররা এলিট ১৯ ব্লগারকে প্রশ্ন রাখেন, "আপনাদের গ্রাহস্ত অর্থনীতি পরীক্ষা কবে শেষ হবে? আমাদের কিছু বিজ্ঞানের প্রশ্ন ছিল।"
জবাবে জনৈক এলিট বলেন "আপনে লাইনে আসেন"
আরেক ব্লগার উত্তরে বলেন "আমরা ১৪ দিন লাইনেই ছিলাম কিন্তু আপনারা কুন ঘোষণা ওন্লাইনে না দিয়া কুই থিকা ৭ ঘন্টার আন্দোলন নামান? বাচ্চু রাজাকার কোথায়, প্রসিকিউশনকে কবে নুতুন উকিল দিয়ে শক্তিশালী করা হবে, কবে মেশিন ম্যানের রায় হবে?"
জবাবে এলিট ব্লগারস বলেন "আপনেরা শাহবাগে আসেন"
এদিকে এক স্কিপ আলাপনে লন্ডনি আইনবিশেষজ্ঞ মিস্টার সাইলেন্টের কাছে আমাদের প্রতিনিধি জিজ্ঞাসা করেন "এই আইনি সংশোধনীর ফলে কবে নাগাদ জামাতের বিচার শেষ হতে পারে বলে মনে করেন?"
উনি চটপটে উত্তর দেন "আমরা ৪২ বছর অপেক্ষা করেছি, আর বেশি দিন দেরী নাই, যেদিন বাংলার মাটি থেকে জামাত নিষিদ্ধ হবে।"
-'সাইলেন্ট ভাই, আপনি সঠিক কত সময় লাগতে পারে মনে করেন?'
জবাবে উনি হাসি মুখে বলেন "২০১৩ থেকে ২০১৭পর্যন্ত গুনতে যতক্ষণ লাগে ততক্ষণ। মাঝে একটা ইলেকশন আছে। ইলেকশনের নুন এরপরে একটা লম্বা গুন্না হবে। পড়বেন ইলেকশনননননননন"
শাহবাগ থেকে জামাতি পণ্য বর্জনের ডাকের সাথে একাত্মতা ঘোষণা করেছে এটিএন পরিবার। এখন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। সাথেই থাকুন। আমাদের ডিয়েনএ পরিস্কার
-------------------------------
খবর: শাহবাগের আন্দোলনে টানা অংশগ্রহণ করে অসুস্থ হয়ে ব্লগার তরিকুল ইসলাম শান্তর ইন্তেকাল করেছেন।ইন্নানিল্লহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন ।আল্লাহ্ তাঁর আত্মার মেগফেরাত দান করুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
বাঙ্গাল বলেছেন: ধৈর্য ধরেন - ব্যবস্থা হবে
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
এম আর সুমন বলেছেন: আমার ছোট ভাই আজ আমাকে বলে , ভাইয়া তুমিও কি মুহাম্মদ সঃএর নামে এভাবে আজেবাজে কথা লেখ? বোঝেন ঠ্যালা। আমি উত্তর দিছি, বাম নাটকে আমি নাই। ওইগুলারে জাতি একটাও ভোট দেয় না। নৌকায় চেপে নির্লজ্জ বেহায়াগুলা মন্ত্রী এমপি হইছে। এখন বুর্জোয়াদের পা চাটতাছে। যে দল নির্বাচন করলে একটাও সিট পায় না, সেই দল যদি মন্ত্রী হয়.............(.দীর্ঘশ্বাস)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বাঙ্গাল বলেছেন: শালারা বাইছা বাইছা নাস্তিক মাইরা নিউজ বানায়তেছে। এতে সবাই ব্লগার মানেই নাস্তিক ধরবে। এতদিন যে আমরা বিরোধীদলের শুন্যতা পূরণ করে চললাম, সেইটা কোনো কিছু না। ইলেকশন ইয়ারে তারা আসছে ব্লগারদের পিছে লাগতে
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
Ruhul বলেছেন: ভাল লাগল
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
ShusthoChinta বলেছেন: কুনু প্রশ্ন করিলে এবং 'ও' 'কিন্তু', 'তবে' এই অব্যয়গুলো ব্যবহার করিলে আপনি রাজাকার হিসাবে পরিগণিত হইবেন। জয় বাকশাল!
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
দূর্যোধন বলেছেন: ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
বাঙ্গাল বলেছেন: সত্য বলার অভ্যাস জারি রাখা লাগবে কিন্তু প্রশ্ন করা যাবে না
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এম আর সুমন বলেছেন: আমার ছোট ভাই আজ আমাকে বলে , ভাইয়া তুমিও কি মুহাম্মদ সঃএর নামে এভাবে আজেবাজে কথা লেখ? বোঝেন ঠ্যালা। আমি উত্তর দিছি, বাম নাটকে আমি নাই। ওইগুলারে জাতি একটাও ভোট দেয় না। নৌকায় চেপে নির্লজ্জ বেহায়াগুলা মন্ত্রী এমপি হইছে। এখন বুর্জোয়াদের পা চাটতাছে। যে দল নির্বাচন করলে একটাও সিট পায় না, সেই দল যদি মন্ত্রী হয়.............(.দীর্ঘশ্বাস)
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ডাব্বা বলেছেন: সহজ কথা যায়না বলা সহজে। ভয়ে আছি। দ্বিধা সংশয়ে আছি। ব্লগে বাকশালের টাক দেখেছি। রাজাকারের বিচার চাও? তো জয়বাংলা বল। জয় বাংলা বলবে না! তুমিও রাজাকার।
আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
রহমান মাহমুদুর বলেছেন: হাহাহাহাহা খুব মজা পাইলাম পড়ে, ................ছাগুদের লাইদানো দরকার
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বাঙ্গাল বলেছেন: বিয়া আটকায়া গেছে মিয়া মজা লন? :প
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
তোমোদাচি বলেছেন:
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
কৃষ্ণবিবর বলেছেন: ভালো হইসে... পিলাচ দিলাম
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
বাঙ্গাল বলেছেন: পিলাচের দিন নাই। দিন বদলাইসে
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
গেদু চাচা বলেছেন: চমৎকার...
আওয়ামিলীগ নাটকে সিদ্ধহস্ত সেটা আবারও প্রমাণ করল। তারা শাহবাগের আন্দোলনকে নিজেদের পকেটে পুরে নিয়েছে। অলরেডি নাসিম সাহেব বলে দিয়েছেন " শেখ হাসিনার আহবানে তরুনেরা শাহবাগে"
মুক্তিযুদ্ধের ব্যাবসায়ীরা এবার কিছুদিন শাহবাগ বেঁচে খাবে। সামনের দিনে তত্ত্বাবধায়ক সরকারের জন্য হরতাল বা আন্দোলন হলে সেখানে সাধারণ ব্লগারের ব্যানারে ছাত্রলীগ কে নামিয়ে দেওয়া হবে। দেশে মানুষ মরবে। মাথা মোটা হেডাই বিএনপি মার খাবে । আর আওয়ামিলীগ আবার ক্ষমতায় গিয়ে নতুন নতুন পদ্মা নাটোকের জন্ম দিবে, আরো বিশ্বজিৎ খুন হবে, আরো রাব্বি খুন হবে, গুপ্ত বাবুরা টাকার বস্তা নিয়ে দৌঁড়াবে। আর এসব সফলতার আনন্দে সাধারণ ব্লগারেরা (?) ধেই ধেই করে নাচবে।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
আহ্নিক অনমিত্র বলেছেন: কি কমু, কিছু কইলে সেইটা যদি তেনাদের মন মত না হয় তাইলে পারলে আমারে পাকিস্তানের টিকিট ধরায়া দেয়।
রক্ত নিয়া প্রশ্ন করে, আমার জন্ম নিয়াও দেখি তেনাদের আশংকার সৃষ্টি হয়। আমার দেশপ্রেম, আমার অস্তিত্ব, আমার জাতীয়তা নিয়া আমার সংশয় না থাকলেও তেনারা দেখি এই সব নিয়া বড়ই বিচলিত। আমার ভুল, আমি সত্য কথা কই।
চিন্তা করতাছি, অফ মাইরা যামু। কি আর করা, সব তেনাদের ইচ্ছা।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
প্রকৌশলী আতিক বলেছেন: হাসতে হাসতে লুঙ্গি খুইলা গেল।
২০ শে মে, ২০১৩ রাত ১১:১৮
বাঙ্গাল বলেছেন:
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
শেষ বিকেলের মেয়ে বলেছেন: ami bolog e new. Aisha ki bhul krlam?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
বাঙ্গাল বলেছেন: হ
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
বাংলার জেমস বন্ড বলেছেন: জুম্মায় জুম্মায় ৭ দিন হৈছে ব্লগে আইছি , আর বৌ কয় খবরদার ব্লগে বইবি না............
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
বাঙ্গাল বলেছেন: খাইছে :প
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
রাসেল মেটামোরফোজ বলেছেন: বাংলার জেমস বন্ড বলেছেন: জুম্মায় জুম্মায় ৭ দিন হৈছে ব্লগে আইছি , আর বৌ কয় খবরদার ব্লগে বইবি না............
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
মাহমুদা সোনিয়া বলেছেন: বাঙ্গাল রক্স!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ। হক কথা কইয়া গালি খাওয়ার মজাই আলাদা
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
Ruhul বলেছেন: আমি মন্তব্য করতে পারছি কিন্তু লিখতে পারছি না ।
বলা হচ্ছে আমাকে স্থগিত করা হয়েছে !! কিন্তু কেন ?
কি ছিলো আমার অপরাধ ?
মডুদের দৃষ্টি আকর্ষণ করছি ।