নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

জয় প্রশ্নহীন জাগরণ, জয় প্রশ্নহীন জনতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

বিচারের দাবি গুলো থেকে অনেক দুরে সরে গিয়ে একটি ব্লগীয় ছাগুপো* আন্দোলনে রূপ নিয়েছে শাহবাগ। এর মাথায় আছে ইমরান এইচ সরকার, যিনি ব্লগার কম- রাজনৈতিক কর্মী বেশি। সরকারের প্রতি এতো মোলায়েম হয়ে জনতাকে কাছে পাওয়া যায় না। শুধু যুদ্ধাপরাধীদের প্রতি অকৃত্তিম ঘৃণার কারণেই এতদিন মানুষের সহমর্মিতা পেয়েছেন। ওহ, আমারি ভুল। বেলুনের লেজে বীচি বেধে উড়িয়ে দিলে সরকারের উপরে চড়াও হয়ে দাবি আদায় করবেন কিভাবে?



শাহবাগী নেতাদের হঠাত ধার্মিক হবার চেষ্টাটা খুবই হাস্যকর লাগলো। সোনা ব্লগ বন্ধ করতে পারে রাতারাতি আর নাস্তিকদের ২/৪টা একাউন্টে হাত দিতে পারে না--এখন হুজুরদের ভয়ে আসছে ধার্মিক সাজতে। উনাদের শহীদ দরকার, তাইলে ওই লিফট ম্যান জাফর মুন্সী ভাই কি দোষ করলো, যে পোষ্টার ছিড়তে বাধা দেয়ায় শিবিরের পোলাপান পিটায়ে মাইরা ফেলল। তার রক্ত কি কম লাল ছিল? নাকি শহীদ হইতে হইলে ভার্সিটির ডিগ্রী আর ২/৪টা অশ্লীল ব্লগ লিখতে হবে?



দাবিগুলার মধ্যে একটা সরকারের দিকে মোলায়েম করে ছুড়ে দেয়া হয়েছে। সেটাও এই সরকার না, পরের সরকারের দিকে। বাকিগুলা ছাগুনিধন কর্মসূচির অংশ। বিচারের জন্য কোন দাবি নাই!



বাচ্চু রাজাকারকে কবে ধরা হবে? কে ছেড়ে দিয়েছিলো?



সাঈদির রায় কবে হবে?



প্রসিকিউশনে বিশাল কাজের চাপ এই ছোট্ট টিম দিয়ে কিভাবে সামলাবে? মাত্র একজন নুতুন ব্যারিস্টার নিয়োগ দিয়েই খালাস। প্রসিকিউশনের সুযোগ সুবিধা, নিরাপত্তা বাড়ানোর দাবিটা সরকারের কাছে করলে কি কাল থেকে সিটি কর্পোরেশনের পানি, হাগাখানা শাহবাগ থেকে সরায়ে ফেলবে?



জামাতের বিচারের জন্য ২৬ মার্চের মধ্যে অভিযোগ গঠনের দাবি জানালো নাকি "প্রক্রিয়া শুরু" বলতে কাগজ কলম কেনাকে বোঝালো? জামাত নিষিদ্ধ করছি করবো বলে এখন 'প্রক্রিয়া শুরু'? তাইলে এইটা নির্বাচনের আগে আর শেষ হচ্ছে না। জয় প্রশ্নহীন জাগরণ, জয় প্রশ্নহীন জনতা। আপনারা সরকারের দিকে এগিয়ে যেতে যেতে কোলে উঠে বসেন। এমন পোষা আন্দোলন কে কবে দেখেছে



------------------

আলটিমেটাম মানে কি?

সময় বেধে দেয়া? তাইলে ওই ৬ দাবির মধ্যে তারিখ কেবল দুইটায় হইলে ৬টা আলটিমেটাম কই হইল?

১। যে সরকার এক বছরে সাগর রুনির খুনি পায় নাই, তারা সাত দিনে এতগুলা খুনের বিহিত করে ফেলবে?

২। আগামী ২৬ মার্চের আগে জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরু- মানে কি কাগজ কলম কিনা হবে, নাকি ট্রাইবুনালে জামাতের যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে শেষ করতে হবে? কাজটা কি সরকারের আইন মন্ত্রনালয় করবে নাকি নির্র্বাচন কমিশন করবে? রোজ রোজ যে নিষিদ্ধ করব, করছি, হচ্ছে, দেখছি- খবর দিচ্ছে সরকার সেগুলো যে রেসলিং ম্যাচের মতই ভুয়া ফকিক্কার সেটা লুকাচ্ছেন কেন? সরকারের পাছা চুলকানোর কাজটা না করলেও চলতো।

৩, ৪। জামাত শিবিরের অর্থকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম আইনের আওতায় আনার দাবি মানে কি, ওগুলো এতদিন আইনের আওতায় ছিল না? নাকি ঠিকমত ট্যাক্স দিচ্ছে না? ঝেড়ে কেশে বলেন জঙ্গি মদদের সকল ফান্ডিং বন্ধ করতে কড়া নজরদারি করতে হবে। ট্রাইবুনাল নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করলে আইনি পদক্ষেপ নিতে হবে।

৫। ট্রাইবুনালকে স্থায়ী রূপ দিতে হবে দাবিটার মানে কি আইনমন্ত্রনালয়ের বগল থেকে ট্রাইবুনালকে অপারেশন করে বের করতে হবে? নাকি পরের নির্র্বাচনের বিজয়ীরা আসলে যাতে অব্যাহত থাকে সেটা বোঝাচ্ছেন?

৬। সাঈদীর রায় কবে, বাচ্চু রাজাকারকে কবে ধরা হবে, কবে প্রসিকিউশনের লোকবল বাড়ানো হবে? বিচারের দাবিটা তুলবেন না? নাকি ওটা তুলে রেখেছেন বয়ামে ভরে উচু কোথাও।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

বোকামন বলেছেন: হতাশ হবেন না ......

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

বাঙ্গাল বলেছেন: কারো হতাশা, কারো আনন্দ
আমি দুরে সাঈদীর হাসি দেখি

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

নিশ্চুপ শরিফ বলেছেন: পোষা আন্দোলন প্রথমে না থাক্লেও এইটা এখন পুরাই পোষা। ব্লগার রাজীব মরার আগে প্রত্যেক দিন পিকনিকের ঘোষণা দিয়েছিল তার মৃত্যুরে কারনে সেই পিকনিক কিছুটা স্থগিত হইছিল। এখন নবউদ্যমে সুরু করছে সাপ্তাহিক পিকনিক।

সরকার কি ঠিকাদার খুজতেছে ? জানেন কিছু? প্রত্যেক শুক্রবার ৩ তার পরে খাবার দাবার ব্যাবস্থা করার জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

বাঙ্গাল বলেছেন: বিচারের দাবি গুলো থেকে অনেক দুরে সরে গিয়ে একটি ব্লগীয় ছাগুপো* আন্দোলনে রূপ নিয়েছে শাহবাগ। এর মাথায় আছে ইমরান এইচ সরকার, যিনি ব্লগার কম- রাজনৈতিক কর্মী বেশি। সরকারের প্রতি এতো মোলায়েম হয়ে জনতাকে কাছে পাওয়া যায় না। শুধু যুদ্ধাপরাধীদের প্রতি অকৃত্তিম ঘৃণার কারণেই এতদিন মানুষের সহমর্মিতা পেয়েছেন। ওহ, আমারি ভুল। বেলুনের লেজে বীচি বেধে উড়িয়ে দিলে সরকারের উপরে চড়াও হয়ে দাবি আদায় করবেন কিভাবে?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

বাংলার হাসান বলেছেন: তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?

এই শিরোনামে আমার লেখাটি পড়ুন উত্তর পেয়ে যাবেন।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

রাসেল মেটামোরফোজ বলেছেন: banglar_hasan বলেছেন: তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

রাসেল মেটামোরফোজ বলেছেন: banglar_hasan বলেছেন: তমছম বেগম কহিল বেটা সোনার ডিম পাড়া হাঁস কি কেউ জবাই করে?

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

সুফিয়ান শাকিল বলেছেন: ভাই, আপনাকেতো এখন ছাগু বলে গালি দিবে। তারপরও সাহস করে সত্যি কথাগুলো লিখেছেন দেখে ভাল লাগলো। আপনার সাথে সম্পূর্ণ একমত।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

মদন বলেছেন: আর যাই হোক আজকে আন্দোলন বন্ধ করার মানেই হলো হুজুরদের কাছে মেসেজ দেয়া যে তোমাগো ডরে আমরা ভাগলাম। এতোদিন খবর নাই হঠাত করে কোরআন-বাইবেল সব নিয়ে এসে ধার্মিক সাজার এই মহড়া আমার কাছে আরো বেশি হাস্যকর মনে হয়েছে।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

ধ্রুব মহাকাল বলেছেন: পুলিশী নিরাপত্তা ও সরকারের সর্বাত্মক সহায়তায় আর যাই হোক বিপ্লব হয়না ।হয় সাজানো নাটক, রাজনৈতিক ধান্ধাবাজি আর মাঠা কর্মসূচি।আশা করি সামনে অনেকটাই স্পষ্ট করে বুঝবেন ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

রাসেল মেটামোরফোজ বলেছেন: ধ্রুব মহাকাল বলেছেন: পুলিশী নিরাপত্তা ও সরকারের সর্বাত্মক সহায়তায় আর যাই হোক বিপ্লব হয়না ।হয় সাজানো নাটক, রাজনৈতিক ধান্ধাবাজি আর মাঠা কর্মসূচি।আশা করি সামনে অনেকটাই স্পষ্ট করে বুঝবেন ।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

কামের কথা কন!! বলেছেন: এই দুই দলের কাছ থেকে ফেয়ার কিছু পাবেন না তা ২০০% শিওর থাকেন কারন এরা তো নিজেরাই নব্য রাজাকার যারা এই পুরান পাপি রাজাকার দের এই বাংলায় জায়গা করে দিয়েছিল। আজ এরাই করবে বিচার ওই সকল রাজাকার দের আর দোষ কি বসতে দিলে শুতে চাবে এটাই তো স্বাভাবিক। হায়রে আমাদের প্রধান বড় ২ টি রাজনৈতিক দল এদের ক্ষমতার এত লোভ !!! অবাক বাংলা অবাক আমি অবাক আবাল জনতা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.