![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
অবস্থাদৃষ্টে মনে হইতেছে শাহবাগী মঞ্চ সরকারের উপরে যেমন সন্তুষ্ট, তেমনি সরকারও শাহবাগী আন্দোলনের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এদিকে আমরা জনগণ সন্তুষ্ট কারণ, এরা যুদ্ধাপরাধের বিচার চায়। বা সঠিক কইরা বলা উচিত, চাইতো। শুরুতে কাদের মোল্লার ফাসি চাইতো, এরপরে ছাগুনিধন করতে চাইতো, এরপরে শহীদদের বিচার চায়, এরপরে মাহমুদুর এসাঞ্জের গ্রেফতার চায়। কিন্তু কখনই সরকারের উপরে চাপ দিতে চায় না। সরকারের প্রতি এত সংবেদনশীল সহানুভূতিশীল গণজাগরণ এর আগে দুনিয়ার কোথাও হইসে জানা নাই। সেকারণেই সরকার গানম্যান পাঠায়, পাইক বরকন্দাজ দিয়ে শাহবাগ পাহারা দেয়। ওয়াসার পানি, সিটি কর্পোরেশনের হাগাখানা হাজির হয়ে যায় খেদমতে।
এখন মনে হয় শাহবাগ থিকা 'সাঈদীর রায় কই?' বা বাচ্চু রাজাকাররে কে ছাইড়া দিল, কবে তারে ধরবে- এমন দাবিগুলা আসলে সবচেয়ে বিব্রত হবে সরকার। কিন্তু তারা খুব কনফিডেন্ট, ইমরান সাব থাকতে এইসব বেয়াদপ জিজ্ঞাসা কেউ মঞ্চ থিকা করবে না। মঞ্চ লাইনে আইসা গেছে আন্দোলনের ৭ম দিন থিকা। এরপরে বেলুম, মোমবাতি, আগরবাতি, পতাকা, এটিএম বুথ কতো কিছুই জ্বললো। কিন্তু বার্নিং কোশ্চেনগুলা কেউ করলো না। কেউ বললো না, সাঈদীর দুই ডজন সাক্ষী ক্যামনে সরকারী জমিন থিকা হওয়া হইয়া গেল। মঞ্চে ব্লগাররা কই?
এক্ষণে দেশের এই অরাজক পরিস্থিতিতে সবচেয়ে শান্তিতে আছে সাঈদী। পরিস্থিতি যত অরাজক হবে, পাবলিক যত বিচারের দাবি থুইয়া ছাগুনিধন বাশেরকেল্লাতে আগুন, সোনাব্লগ ব্যান, আমার দেশ ব্যান- এইসব দাবিতে মুখর হবে, জামাতিদের ততই আরাম। দুই সপ্তাহ আগেও পল্টন অফিসের তেনা পেচাইতে মানা করা হইতো। এখন সবচেয়ে বড় তেনা শাহবাগের মঞ্চ থিকাই আসতেছে। জামাতের শুরু করা নাস্তিক ট্যাগ, আমার দেশের ট্রিগারিং স্ত্রিনশটের এন্টি-ইসলামিক ব্লগ পোস্ট যেমন সব ব্লগারকে নাস্তিক হিসাবে মাদ্রাসামুখী ইসলামি দলগুলারে বিশ্বাস করাইসে- সকল ব্লগার নাস্তিক। তেমন মেইনস্ট্রিম প্রচার মাধ্যমের মোটা দাগের বিশ্লেষণ- সকল টুপিই জামাত। টুপির তলায় এক এক জনের এক এক মত-পথ আছে- সেটা অস্বীকার করাও গোড়ামি। মোটা বুদ্ধির এই খেলায় সবচেয়ে নিরাপদ সিঙ্গাপুরের নেত্রী, মসনদে আসীন ধানকন্যা আর উত্তম চিকিত্সাসেবা- বাড়ির খানাদানা পাওয়া বন্দী গোলাম আজম। সবচেয়ে অরক্ষিত আপনি।
ওহে প্রশ্নহীন জনতা, আপনারা সন্তুষ্ট হয়ে যান। যেমন 'বিশ্বব্যাংক সন্তুষ্ট' হবার খবর দিয়েছিল দুদক। তেমনি, সন্তুষ্ট জনতার খবর আর বাংলা দেশপ্রেম রচনার প্যারাগ্রাফ চুরি করে রোজ পত্রিকার পাতা চেতনার জয়গান দিয়ে ভরে উঠবে। কিন্তু বিচারের রায় আর আসবে না। একজন যুদ্ধাপরাধীও দেখবে না ফাসির দড়ি। ভোটের রাজিনীতিতে, জামাত নিষিদ্ধ করলে যেমন বিএনপির খুব উপকার, তেমনি আপনার চেতনার চামড়ার পরিচর্যায় আওয়ামী লীগের উপকার। ওটা ছাড়া চোষার মত আর কিছুই রাখে নি দেশে।
সবই ছোবড়া।
-------------------------------------------------------
শাহবাগ মঞ্চ দালাল মুক্ত করেন, কালকে থেকে বন্দুকের নল শাহবাগের দিকে ঘুরে যাবে। কথা দিলাম। রাষ্ট্রীয় নিরাপত্তার বদলে বুলেট জুটবে। কিন্তু কেউ চেতনার বেলুন উড়ানোর সাহস পাবে না
-----------------------------------------------------
গত নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয়ের পর লিখেছিলাম "ভোটের ভাত কুত্তায় খায়".... অনেকের ভালো লাগেনি। এটা লেখার কারণ ছিল স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এত আন্দোলন (দুই দলের যুগপত) এত হত্যা নির্যাতনের পর আবার সেই স্বৈরাচার পুনর্বাসন হয়েছে। ওই স্বৈরাচার বিরোধী আন্দোলন কি শাহবাগের চেয়েও ব্যাপক ছিল? সেটা কেন ব্যর্থ হলো?
আজকে বিচারের দাবি দিয়ে আন্দোলন শুরু করে অনেক দূর চলে এসেছে শাহবাগী নেতারা। দাবিগুলোতে যুদ্ধাপরাধের বিচার কোথায়? সরকারের জামাত নিষিদ্ধ করব করছি হচ্ছে এসব শুনতে শুনতে বিরক্ত। ২৬ শে মারর্সের মধ্যে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর দাবিটাই ঘোলা। প্রক্রিয়া কে করবে- সরকার- নির্বাচন কমিশন- নাকি ট্রাইবুনাল? শুরু মানে কি ফাইল খোলা নাকি, অভিযোগ জমা দেয়া?
এদিকে ম্যাডাম খালেদা এখন সিঙ্গাপুরে হাত খিলাল করছেন। দাত খিলাল করছে সাঈদী। সাঈদীর রায়ের দাবি এখন শাহবাগেও শোনা যায় না। আমার দেশকে দিয়ে উস্কানি দিয়ে সারা দেশ যখন জ্বলছে, তখন এসব দাবি মাথায় আসবে না। আরেকবার যদি ওই জামাতিদের কাধে ভর করে বিএনপি ক্ষমতায় আসে- আবার লিখতে হবে -
"ভোটের ভাত কুত্তায় খায়"
-------------------------------------
৪লাখ মসজিদের কয় লাখ লোক নামসে? ৩ লাখ? হবে?
আচ্ছা ২ লাখ? ঠিকাছে?
১ লাখ!
- ধুর মিয়া। তুম্রা কুন কামের না। উল্টা পাবলিক খেপায়া দিসো। যাও কাল্কা থিকা গনতন্ত্র মঞ্ছ করবা। আমি থার্ড পেপারডা শেষ কইরা এরপরে আশবো দেশে...এইবারের টাইটেল
"ডেমক্রেসি ইন বাংলাদেশঃ বাই দা মোল্লা, ফরদা মোল্লা, ফরেন পলিসি খুল্লা"
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
খালেদ কবির। বলেছেন: 20tv channel r 100ta paper saradin sudu koitasay toi rajakar?toi rajakar?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
মদন বলেছেন: -------------------------------------------------------
শাহবাগ মঞ্চ দালাল মুক্ত করেন, কালকে থেকে বন্দুকের নল শাহবাগের দিকে ঘুরে যাবে। কথা দিলাম। রাষ্ট্রীয় নিরাপত্তার বদলে বুলেট জুটবে। কিন্তু কেউ চেতনার বেলুন উড়ানোর সাহস পাবে না
-----------------------------------------------------
+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
বাঙ্গাল বলেছেন: ধইন্যবাদ
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
বাবা তুষার বলেছেন: শাহবাগ মঞ্চ দালাল মুক্ত করেন, কালকে থেকে বন্দুকের নল শাহবাগের দিকে ঘুরে যাবে। কথা দিলাম। রাষ্ট্রীয় নিরাপত্তার বদলে বুলেট জুটবে। কিন্তু কেউ চেতনার বেলুন উড়ানোর সাহস পাবে না
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২
বাঙ্গাল বলেছেন: আমি শুধুই মঞ্চের সিদ্ধান্ত না, কিছু পাকা খবর পাওয়ার পরেই লিখসি। এই মঞ্চ জনতাকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই করবে না ..
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
সরোজ রিক্ত বলেছেন: ১ নং মন্তব্যকারী কিছু না বুঝেই ছাগলের ৩ নং বাচ্চার মত লাফ দিয়ে উঠলো কেন??
শাহবাগ মঞ্চ দালাল মুক্ত করেন, কালকে থেকে বন্দুকের নল শাহবাগের দিকে ঘুরে যাবে। কথা দিলাম। রাষ্ট্রীয় নিরাপত্তার বদলে বুলেট জুটবে। কিন্তু কেউ চেতনার বেলুন উড়ানোর সাহস পাবে না
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
বাঙ্গাল বলেছেন: ধইন্যবাদ
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
শিপন মোল্লা বলেছেন: একজন যুদ্ধাপরাধীও দেখবে না ফাসির দড়ি। ভোটের রাজিনীতিতে, জামাত নিষিদ্ধ করলে যেমন বিএনপির খুব উপকার, তেমনি আপনার চেতনার চামড়ার পরিচর্যায় আওয়ামী লীগের উপকার। ওটা ছাড়া চোষার মত আর কিছুই রাখে নি দেশে।
সাহসী পোস্ট,
++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
বাঙ্গাল বলেছেন: জামাতিরা টেনে কাদায় নামিয়েছে আর আমরা সেখানেই দাপাচ্ছি। এই সাম্প্রদায়িকতার খেলায় জামাতের সাথে পেড়ে ওঠা যাবে না যদি জামাত- ১২ দল- মসজিদের হুজুরদের মধ্যে বিভেদ না করা যায়।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
হাবিব০৪২০০২ বলেছেন: লেখায় +++
আম পাবলিকের মনের কথাগুলোই বলেছেন।
আজই দাবি তুলুন ৭১ এ মুক্তিযুদ্ধের সময় যে ১৯টা জেলা ছিল ঐগুলির নামে পৃথক পৃথক ট্রাইবুনাল গঠন করা হোক। আর সাক্ষী প্রমাণ নিয়ে অত গবেষণার কিছু নাই, কেননা দেশে এমন ইউনিয়ন খুব কমই আছে যেখানে কমপক্ষে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। রণাঙ্গনের মুক্তিসেনারাই সবচেয়ে বড় সাক্ষী। অবশ্য হাতে সীলমোহর লাগানো সার্টিফিকেট থাকলেই তাকে মুক্তিযোদ্ধা বলা যাবে না কেননা মন্ত্রণালয়ের লিস্টে এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এক সময় ছিল ১ লক্ষের উপরে পরে সেটা হয়েছে আড়াই লক্ষ; লিস্টে থাকা কারো কারো নাম আবার বাদও পড়েছে। সে যাই হোক রণাঙ্গনের মুক্তিসেনারা যেমন জানেন তেমনি মুক্তিযোদ্ধাদের যারা একবেলা খাওয়াইছে কিংবা একরাত থাকতে দিছে তারাও ভাল করেই জানে কারা ৭১ এ পাক হানাদারদের সহযোগিতা করেছিল।
সত্যিকার বিচারের উদ্দেশ্যে ট্রাইবুনাল সংশ্লিষ্ট জেলাগুলিতে গিয়ে বিশেষ আদালত বসিয়ে প্রত্যেকটা ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা এবং তাদের সহযোগিদের ডাক দিবে, তারাই সাক্ষী দিবে যুদ্ধকালীন সময় তাদের এলাকায় কারা কারা মানুষরুপী পশু ছিল। এরপর উনাদের সাক্ষীর ভিত্তিতে রাজাকারদের গ্রেফতার অভিযান শুরু করেন। আইনের মারপ্যাঁচের কথা কইয়া শুধু শুধু তেনা প্যাঁচানোর কিছু নাই। কালকেই এইটা শুরু করেন দেখবেন ৩ মাসের মধ্যে ফায়সালা হয়ে গেছে। আর যদি ঘুটুর মুটুর করতে থাকেন তাহলে বলতে হয় প্রত্যক্ষ সাক্ষীদের বয়স তো আর থেমে নাই অলরেডি এই ৪২ বছরে অধিকাংশ সাক্ষীই মরে গেছেন। আরও যদি সময়ক্ষেপন করেন তাহলে ভবিষ্যতে সাক্ষীদের জবানবন্দী হবে এরকম আমি আমার দাদা, তালই কিংবা অমুক পাড়ার অমুকের কাছে শুনছি অমুক নাকি রাজাকার ছিল !!!
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
হাবিব০৪২০০২ বলেছেন: যেদিন রাতে লাকিকে আঘাত করা হয় সেদিন ভোর রাতের দিকে শাহবাগের গণজাগরনের মুখপাত্র হিসেবে কাজ করা ফেবু পেইজে একটা লম্বা স্ট্যাটাস দিছিল, ওটা দেখেই মনটা খুব খারাপ হয়ে যায়, আন্দোলনের ব্যাপারে হতাশ হয়ে পড়ি। ১০ মিনিট পরেই দেখি স্ট্যাটাসটা আর নাই, ডিলিট করে দিছে।
"ওখানে লিডিংয়ে থাকা একজনের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা চাচ্ছে এই আন্দোলনটা নিয়মিত বিরতিতে করে আগামী ইলেকশন পর্যন্ত টেনে নিতে"
যদি কেউ বলেন প্রমাণ দেন তাহলে বলবো আমার কথা জোর করে বিশ্বাস করার দরকার নেই কেননা কোন প্রমাণ নেই। ধরে নিবেন এটা বানোয়াট গল্প
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
বাঙ্গাল বলেছেন: এই খেলাই কে জিতবে? যে সহজে মিশে যেতে পারবে ওই হুজুর মোল্লাদের সাথে। কাজটা জামাত ভালো পারবে। কিন্তু শাবাগিরা তাদের নিশ্চিহ্ন করার খোয়াব দেখে কোন বুদ্ধিতে?তাতে বিচারের কি লাভ ?
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
মাহির কাবির বলেছেন: ++++++++++++
bichi sara imran ase na vai !!!
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
খালেদ কবির। বলেছেন: vai tara sagu nam disay?apni o ki sagu?