![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
ঢাকাই বুদ্ধিজিবী সমাজ পুরা বাংলাদেশ বলতে শুধু ঢাকাকেই বোঝেন। মঞ্চ পেলে শেখ মুজিব সাজতে চান। ঢাকার বাইরের বিশাল বাংলায় আন্দোলনের পক্ষে সেই গ্রহনযোগ্যতা তৈরি হবার আগেই আদেশ-হুকুম জারির এখতিয়ার শাহবাগি নেতাদের নাই। শেখ মুজিব ১৭দিন আন্দোলন করে বিশাল বাংলার নেতা হব নাই। বছরের পর বছর মানুষের জন্য লড়াইয়ের পরে সেই গ্রহণযোগ্যতা পেয়েছেন। শুধু হুকুম দিলেই হবে না, হুকুমের গোলামের মনের খবর রাখতে হবে। তারচেয়ে বড় কথা, শহীদ মিনার গড়ে যুদ্ধাপরাধীদের বিচারে কি ফয়দা? দাবিগুলো সরকারের দিকে না গিয়ে নানান সাংস্কৃতিক কর্মকান্ডে আটকে গেছে। শুধু আশার বেলুন ফুলিয়ে লাভ নাই- প্রসিকিউশনকে শক্তিশালি করার বিকল্প নাই।
বিচারের দাবি গুলো থেকে অনেক দুরে সরে গিয়ে একটি ব্লগীয় ছাগুপোন্দা আন্দোলনে রূপ নিয়েছে শাহবাগ। এর মাথায় আছে ইমরান এইচ সরকার, যিনি ব্লগার কম- রাজনৈতিক কর্মী বেশি। সরকারের প্রতি এতো মোলায়েম হয়ে জনতাকে কাছে পাওয়া যায় না। শুধু যুদ্ধাপরাধীদের প্রতি অকৃত্তিম ঘৃণার কারণেই এতদিন মানুষের সহমর্মিতা পেয়েছেন। ওহ, আমারি ভুল। বেলুনের লেজে বীচি বেধে উড়িয়ে দিলে সরকারের উপরে চড়াও হয়ে দাবি আদায় করবেন কিভাবে?
১। মিশরের ব্লগার খালেদ যখন খুন হয়েছিল তখন একটা ফেইসবুক গ্রুপ 'উই আর অল খালেদ সাইদ' তার রক্তাক্ত ছবি ছড়িয়ে দিয়েছিল।ফুসে উঠেছিল পুরো মিশর। বাংলাদেশেও একজন ব্লগার খুন হলেন, তার রক্তাক্ত ছবি দেখলাম কিন্তু কোন ফেইসবুকে পেইজ খোলা হলো না। তার লেখাগুলো অপ্রচারযোগ্য মিথ্যা অশ্লীলতায় ঠাসা। যা প্রচার করে মাহমুদুর রহমান সাংবাদিকতার সকল শিষ্টাচার লঙ্ঘন করলেন। তাহলে তাকে শহীদ খেতাব দিয়ে এত হল্লার কি দরকার ছিল? জীবিত অবস্থায় এই এরাবিক টাইটেলের প্রতি থাবা বাবার কি কোন মোহ ছিল?
২। সাঈদির ২ ডজন সাক্ষী হারায়ে যাওয়া সরকারি ব্যর্থতা। সরকার সচেতনভাবে না করলেও টাকা খেয়ে কেউ করতেছে। এখন যদি সরকারকে কোন দাবি দেয়া বাদ দিয়ে অমুকরে ধর, তমুকের বিচার কর, ছাগুনিধন কর এইসব প্রস্তাব জাস্ট ফোকাস নষ্ট করতেছে। অস্থিরতা তৈয়ার করতেছে। এই অস্থিরতা ভারডিক্ট দেয়ার জন্য সহায়ক না। অপ্রতুল প্রসিকিউশনও বিচারের গতিকে কমাচ্ছে।
৩। জামাত নিষিদ্ধ করার বিল না আইনা আইনের সংশধনী আনলো। সেইটা কি শাহবাগি মঞ্চের দাবি ছিল? না। তাইলে কেন তাদের দাবিটা আবার কড়া ভাষায় না কইরা ২৬ মার্চের মধ্যে 'প্রক্রিয়া শুরু' করতে হবে মার্কা একটা লুজ আল্টিমেটাম দেয়া হইলো? কাগজ কলম কিনে প্রক্রিয়া শুরু হবে, নাকি ট্রাইবুনালে জামাতের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে? কতটুকু হইলে সন্তুষ্ট হওয়া যাবে? নাকি অভিযোগ গঠন হচ্ছে, হবে, নিষিদ্ধ করছি, করলাম- এইসব বলে দিলেই শাহবাগ মঞ্চ থেকে তালির ব্যবস্থা করা হবে?
৪। মাহমুদুর মিয়া গ্রেফতার হইতেই চান। তার কাজে তিনি সফল। সব হুজুরদের মাঠে নামাইলে পারসেন ব্লগের স্ক্রিনশট দিয়া। তারে বিচার করা যেমন সময়ের দাবি, সেই সাথে এই হুজুরদের মাদ্রাসায় ফেরত পাঠানোও সময়ের দাবি। এই রক্তপাত আমাদের যুদ্ধাপরাধ বিচারের সহায়তা করতেছে না। উলটা শাহবাগি মঞ্চ কুরান তেলোয়াত গীতা পড়িয়ে সেক্যুলার সাজতে চাইলেন। বেলুন ফুলানোর মত ফ্লপ অনুষ্ঠান না দিয়ে মিছিল করে শহীদদের মাজারে গিয়ে দোয়া চাইলে এই বিভ্রান্তিটা হইতো না।
৫। মেইন্সট্রিম মিডিয়া আরেক কাঠি সরেস। তারা সব টুপিরেই জামাতি বানায়া তাদের দাবিরে জামাতি দাবি কইরা দিলো। ২/৪টা ইসলামবিরোধী পোষ্ট লেখকের বিরুদ্ধে মামলা দিয়ে পরিস্থিতি ঠান্ডা করে জামাতের কূটচাল নালিফাই করে দেয়া যাইতো। কিন্তু না, উলটো আপদ ঘাড়ে তুলে হরতাল প্রতিরোধ, হুজুর প্রতিরোধ।
শাহব্যাগ মঞ্চ দালাল মুক্ত করেন, কালকে থেকে বন্দুকের নল শাহবাগের দিকে ঘুরে যাবে। কথা দিলাম। রাষ্ট্রীয় নিরাপত্তার বদলে বুলেট জুটবে। কিন্তু কেউ চেতনার বেলুন উড়ানোর সাহস পাবে না। অনলাইন একটিভিস্টের নাম করে কেউ দিনের পর দিন গোপন মিটিং করে বেলুন আগরবাতির কর্মসূচি দিয়ে সংঘাতে জড়াতে পারবে না। বিচারের দিকে ফোকাস রাখুন। ওই আস্তিক নাস্তিক লড়াই করতে শাহবাগে যায় নাই কেউ
প্রশ্ন করেন সরকারকে-
কবে সাঈদির রায় হবে?
কবে প্রসিকিউশনে আরো লোকবল বাড়ানো হবে?
কবে বাচ্চু রাজাকারকে ফেরত এনে ফাসিতে ঝুলানো হবে?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
আহলান বলেছেন: কথা সঠিক .... যেখানে আলীগ আছে, সেখানে কোন সাধারণ মানুষ যেতে পারে না ...
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
মো ঃ আবু সাঈদ বলেছেন: ভাই মাহমুদর রহমান কি মিথ্যাচার করছে...
কিলিয়ার করা উচিত নয় কি??
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
সপ্ন বালক বলেছেন: খালি গোলমাল। গিয়েছিলাম ফাসির দাবি নিয়ে, সেখান থেকে কি সব আস্তিক নাস্তিক নিয়া ফালাফালি। মাইক হাতে নিয়ে ভাষন দিলেই কি আমি নেতা হয়ে যাব? তাহলে আজকেই বাসায় একটা মাইক নিয়ে আদেশ দেয়া শুরু করতে হবে।
৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
আসাদুজ্জামান সোহাগ বলেছেন: শাহব্যাগ মঞ্চ দালাল মুক্ত করেন, কালকে থেকে বন্দুকের নল শাহবাগের দিকে ঘুরে যাবে। কথা দিলাম। রাষ্ট্রীয় নিরাপত্তার বদলে বুলেট জুটবে। কিন্তু কেউ চেতনার বেলুন উড়ানোর সাহস পাবে না। অনলাইন একটিভিস্টের নাম করে কেউ দিনের পর দিন গোপন মিটিং করে বেলুন আগরবাতির কর্মসূচি দিয়ে সংঘাতে জড়াতে পারবে না। বিচারের দিকে ফোকাস রাখুন। ওই আস্তিক নাস্তিক লড়াই করতে শাহবাগে যায় নাই কেউ
সহমত বাঙ্গাল ভাই...।
০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৮
বাঙ্গাল বলেছেন: শুক্রিয়া
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
মরুবিজয় বলেছেন: আজকের এই যুদ্ধ ধর্মের নয় অস্তিত্তের
যারা আমাদের নাস্তিক বলে তারা টিক্কা খানের সুরে কথা বলে
২৪ ঘন্টার মধ্যে সব বাঙ্গালীকে মুসলমান বানাবে
আসুন রাজাকারের বিরুদ্ধে ঐক্য অটুট রাখতে
যারা আজকের হরতালকে সমর্থন দিয়ে দায় নিজ ঘারে নিলো
তারা তাদের অবস্থান নিশ্চিত করেছে
তাই ওদের পিছনে হাটার দরকার নেই
জয় বাংলা