![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
বুয়েটকে ছাত্র-শিক্ষকদের গোপালগঞ্জের ভিসিবিরোধী আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে জনকন্ঠ, অমি পিয়াল, ইমরান সরকাররা প্রপাগান্ডা ছড়াচ্ছিল, এটা জামাত হিজবুতিদের আন্দোলন বলে। এমন প্রচারে সাধারণ শিক্ষক, শিক্ষকের স্ত্রীর চরিত্রহনন করেছে। বুয়েটের শিবিররা আন্দোলনে ছিল ঠিকই, কিন্তু ওটা ৯৯% সাধারণ ছাত্র-শিক্ষকদের দাবির আন্দোলন ছিল।
সেই একই কায়দায় আজকের শাহবাগ আন্দোলনকেও নাস্তিক আন্দোলন বলতেছে জামাত শিবির। নাস্তিক থাবারা এই আন্দোলনে আছে .... কিন্তু ৯৯% সাধারণের দাবির রাজাকরের বিচার। এই খেলা চলতেই থাকবে, অনন্তকাল। সাধারণ মানুষের আন্দোলনের ফসলে আগুন দিবে লুটেরা বদমাইশ রাজনৈতিক দল।
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬
দন্ডিত বলেছেন: এত সোজা থাকেন ক্যামনে? আমপাব্লিক নিয়মিত এদিক ঐদিক হেলে যায়।
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
বাঙ্গাল বলেছেন: এইদিকে হেলে যেন পড়ে না যায় সেজন্যই আছি
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
মদন বলেছেন: +
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
ভুমি_রাজস্ব্_কর বলেছেন: ঘটনা সত্য।
বুয়েটের ভিসি বিরোধী আন্দোলনে আমু বাহিনীর কান্ড দেখেছিলাম।
আর জামায়াতের গত কয়েকদিনের ম্যাসাকারের সময় যখন বুয়েটের এলামনাই এর অনুষ্ঠান হচ্ছিলো, তখন আজাদ মাষ্টার জাত গেল, জাত গেল বলা শুরু করলো। দেশ রসাতলে যাচ্ছে, আর এক্স বুয়েটিয়ানরা এলামনাই অনুষ্ঠানের নামে নাচ গানে মত্ত, এমনই প্রচারণা চালানো হয়েছিলো সপ্তাহখানেক আগে।
আঙ্গুর ফল কি আসলেই টক?
অথচ, ঢাবির সমাবর্তনও তখন হলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
নিশ্চুপ শরিফ বলেছেন: ১ গ্রামে হাসিনা আর খালেদা নামক দুই মহিলা থাকতো।তাদের মাঝে ছিল চরম রেষারেষি। তাদের ছেলেদের মাঝে কিন্তু ছিল চরম বন্ধুত্ব।
একটু পড়ে মতামত দিলে কৃতার্থ হবো