নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল পাতার কাব্য!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বাঙ্গাল

আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya

বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

আমরা যখন বাংলা পরীক্ষা দিচ্ছিলাম

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

জার্মানিতে হিটলারের নাজি বাহিনীর দখল প্রতিষ্ঠিত হয় রাইখস্টাগব্র্যান্ড বা পার্লামেন্টে আগুনের ঘটনায়। পার্লামেন্টের আগুনের পরপরই বিরোধীপক্ষকে গনগ্রেফতার করে ইলেকশনে মেজরিটি হাসিল করে হিটলার।



আজকে দেখলাম ৬টা ককটেলে ১৫০জন বিএনপি নেতা আটক। তাদের দলীয় কার্যালয়ে তল্লাশী করে কিছু ককটেল উদ্ধার হলো। ককটেল রাখার অপরাধে ১৫০জন গ্রেফতার? ককটেল নাকি এটম বোম ভাই? গুম্ফ মানবাধিকার পদকজয়ী স্বরাষ্ট্রমন্ত্রী একই সময়ে হাজির হয়ে গেলেন ৭১ টিভিতে লাইভ। বেশ একটা সিন্ক্রনায়জেষণ।



এদিকে থানায় হামলা, গুলি করে পিটিয়ে পুলিশ হত্যা, মন্দিরে,রেলে অগ্নিসংযোগের অপরাধে জামাতকে মামুলি হলুদ কার্ডও দিচ্ছে না। ১ লক্ষ টাকা মুচলেকা দিয়ে জামাত নেতা ছেড়ে দিচ্ছে আর মির্জা ফখরুলকে প্রায় ৫০টা মামলা (৪৩ পর্যন্ত গুন্সিলাম, এতক্ষণে ফিফটি হয়ে গেছে মনে হয়) দিয়ে দফায় দফায় গ্রেফতার করতেছে। খালেদা জিয়ার বাড়ি দখল করার সময় আর্মির আইএসপিআর কিছু পর্ণ ম্যাগাজিন খালেদার বেডসাইড টেবিলে পাওয়ার গল্প শুনাইছিল। কিছু মাথানষ্ট টিভি পত্রিকা সেই অশ্লীল ছবি ছাপিয়েও দিল। বিএনপির কার্যালয়ে আরো নাটকীয় কিছু খুঁজে পেলে অবাক হব না।



জামাতকে নিষিদ্ধ না করে, ককটেল রাখার মামলায় বিএনপি নিষিদ্ধ করে দেন। কেল্লা ফতে। সাপ না মেরে, লাঠি না ভেঙ্গে ওঝা কুপোকাত।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

মাজহারুল হুসাইন বলেছেন: জামাতকে নিষিদ্ধ না করে, ককটেল রাখার মামলায় বিএনপি নিষিদ্ধ করে দেন। কেল্লা ফতে। সাপ না মেরে, লাঠি না ভেঙ্গে ওঝা কুপোকাত।

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

আশিকুর রহমান ১ বলেছেন: জনগন এখন এত বোকা না যে যা খাওয়াইবো তাই খাইয়া ফেলবো! তাই নাটক সাজালেও সেটি গ্রহনযোগ্য ভাবে সাজানো উচিত ছিলো!

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

হাবিবউল্যাহ বলেছেন: ওঝা তো আগে থেকেই বীমার!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১

বাঙ্গাল বলেছেন: :)

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: জার্মানিতে হিটলারের নাজি বাহিনীর দখল প্রতিষ্ঠিত হয় রাইখস্টাগব্র্যান্ড বা পার্লামেন্টে আগুনের ঘটনায়। পার্লামেন্টের আগুনের পরপরই বিরোধীপক্ষকে গনগ্রেফতার করে ইলেকশনে মেজরিটি হাসিল করে হিটলার।

রাজনীতি মানেই কি ঘটনার রিপিটেশন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.