![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
দাতু শ্রী স্যামি ভেলুকে চেনেন?
চেনার কথা না বাংলাদেশীদের। সম্প্রতি উনি ঢাকায় এসে মালেশিয়া সরকারের বিশেষ দূত হিসাবে আমাদের পদ্মা সেতু প্রকল্পে ২৩০ কোটি ডলার ঋণের ব্যাপারে তার সরকারের অবস্থান ও শর্ত জানিয়েছেন। বিশ্বব্যাঙ্কের ঋণ আর আসছে না জেনে দুদকের ইঙ্গিতে সেতু বিভাগের দুই কর্মকর্তাকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে। আবুল হোসেন হয়ে উঠেছেন 'সময়ের পরশ পাথর'। বইমেলায় উনাকে নিয়ে বিশাল বই এসেছে। প্রশ্ন হচ্ছে, মালেশিয়ার এই সামি ভেলু কে? সে এখানে কি করতে এসেছে? সেই বিখ্যাত ৪% কি থেকেই যাচ্ছে, কারণ কারো বিরুদ্ধেই কোন ব্যবস্থা নিচ্ছে না সরকার।
সামি ভেলু মালেশিয়ার ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি হিসাবে দীর্র্ঘদিন ক্ষমতায়। উনার দল, মালেশিয়ান ইন্ডিয়ান কংগ্রেসেই উনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে।
তিন বছরে সেতু বানানো হবে, এরপর ২৬ বছর পর এই সেতু বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। প্রশ্ন থাকে, মালেশিয়ার এই লোনের সাথে শর্ত হিসাবে কি তাদের পছন্দের কনস্ট্রাকশন ফার্মকে কাজ দেয়া হবে? হ্যা।
সামি ভেলুর প্রস্তাবিত ফার্মের নাম চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশনস (সিসিসিসি), যার বিরুদ্ধে মালেশিয়ার হাইকোর্টে মালেশিয়ার পেনাঙ্গে একটি প্রজেক্টের দুর্নীতির অভিযোগে বিচার চলছে। ওই কাজটিও সামি ভেলু পাইয়ে দিয়েছিল। সিসিসিসি মূলত চায়নিজ সরকারী কোম্পানি হলেও এর মাথায় আছে শীর্ষ বিলিয়নিয়াররা। যেমন প্রিন্স ওয়ালিদ বিন তালাল, যার মাত্র কয়েক ঘন্টার সফরকালে গতবছর জুনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে ছুটে গিয়েছিলেন। সিসিসিসির দুর্নীতির জন্য বিশ্বব্যাংক ২০১৭ সাল পর্যন্ত তাদের কোন প্রজেক্টে কাজ দিবে না বলে ব্ল্যাকলিস্ট করেছে।
সামি ভেলুর বিরুদ্ধে আরো অনেক দুনীতির অভিযোগগুলো মালেশিয়ান ব্লগার ভাইদের সহায়তায় কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে এই পেজে। আপাতত জেনে রাখুন উনার বিখ্যাত ডায়ালগ "ইতু বুকান বাপক সায়া পুনিয়া টোল" মানে
"ওই টোল আমার বাপের সম্পত্তি না"
পদ্মা সেতুতে ২৩০ কোটি ডলার বিনিয়োগ করে, নিয়ে যাবে ৫২০ কোটি (প্রথম আলো, ১৬ মার্চ ২০১৩), সেই সাথে নিজেদের পছন্দের দুর্নীতিবাজ কোম্পানিকে কাজ পাইয়ে দেয়া। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যোগাযোগমন্ত্রীর সাথে সামি ভেলু কাজ করে যাচ্ছেন। দুর্নীতি সবদেশেই আছে। কিন্তু মালেশিয়ার বিশাল সম্পদের বিপরীতে আমাদের আছে বিশাল দেনা আর বিপুল জনগোষ্ঠী। তাই দেশটা চুষে ছোবড়া করার আগেই প্রতিবাদ করুন। সবাইকে জানান। এই দেশ কারো বাপের সম্পত্তি না, আমাদের সবার।
- বাঙ্গাল
১৬ মার্চ ২০১৩
লেখাটি ফেইসবুক পেইজ বাঙ্গাল এ প্রকাশিত
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
মাজহারুল হুসাইন বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
গুণধর বালক মডারেটররা এই পোষ্ট কৃপা করে নির্বাচিত পাতায় দেবে? মনে হয় না?
দেখা যাক। আওয়ামী তোষণ কতদূর যায়?
পোষ্টে প্লাস।
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
হানিফঢাকা বলেছেন: এই দেশ কারো বাপের সম্পত্তি না, আমাদের সবার।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
গুণধর বালক মডারেটররা এই পোষ্ট কৃপা করে নির্বাচিত পাতায় দেবে? মনে হয় না?
দেখা যাক। আওয়ামী তোষণ কতদূর যায়?
পোষ্টে প্লাস।