![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
দেশে এখন আল্লামাদের জয়জয়কার। তাদের কথায় সরকার উঠবস করে। আল্লামা সম্পাদকের মুখের কথায় যেকোন ব্লগার হয়ে যান নাস্তিক, প্রমান লাগে না। তবে ইসলামি এই চিন্তাবিদরা এখনো নাস্তিক আর এন্টি-ইস্লামিক এর পার্থক্য বোঝেন কিনা সন্দেহ। হেফাজতের কান্ডারী নিজেই এইসব ব্লগ পড়েন নাই বৈলা স্বীকার গেছেন বিবিসি বাংলায়। উনি মিথ্যা বলেন না। তাই উনার কাছে আরো কিছু সত্য আশা করতেছি-
নাস্তিকহননের মাধ্যমে ইসলামিক বিপ্লব হবে? আপনাদের আর কোন দাবি আছে ইসলামের প্রচার-প্রসার কায়েমের জন্য যেইটায় দেশের মানুষের উপকার হবে? এরশাদ বসানোর আগে সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস লেখা ছিল না, তখন কি বঙ্গদেশে ইসলাম থাইমা ছিল? সংবিধান পইড়া কেউ ঈমান আনে? নাকি কারো ঈমানে ঘাটতি ছিল যা সংবিধান পূরণ কইরা দিসে? ইসলাম কি সংবিধান মুখাপেক্ষি?
মোটেও না। আপনাদের এই ধর্ম নিয়া রাজনীতি সংবিধান মুখাপেক্ষি। সংবিধানের সামনে পিছে ১০০বার আল্লাহর উপরে বিশ্বাস আনলেও কারো কিছুই যায় আসে না। ওই সংবিধান দিনে রাইতে নষ্ট রাজনীতিবিদদের হাতে বদলায়। ব্যারিস্টারের কমোডের পাশে শোভা পায়।
ধরেন আমি আজ রাতে ধর্মীয় উস্কানি দিতে যাচ্ছি। জ্বী ভাই। ফোন করে সরকারের যত আমলা-গামলা-পামেলা ড়েব-চিতা-কোবরা আছে তাদের জানান। ইমেইল করে বিটিয়ারসির সাইবার কেরাম ডিভিশনকে জানিয়ে দিন। আল্লামাদের আমার নাম ঠিকানা লেখা চিরকুট হাতে দিয়ে কানে ফিসফিস করে মন্ত্রণা দিন।
আমি একটি উস্কানিমূলক স্ট্যাটাস আজ রাতেই দিব। এটা বন্ধ করতে আপনি কিছুই করতে পারবেন না। ফেইসবুক বন্ধ করে দিন। ইউটিউব। টিভি চ্যানেল। পত্রিকা। কিন্তু থামাতে পারবেন না। আমি ঘন্টায় ৫০টি উস্কানি টুইটার, গুগল প্লাস, লিংকডইনে শেয়ার করবো। ধর্মানুভুতিতে খুব আহত হয়ে আমার নামটা ৮৪ জনের তালিকায় দিয়ে দেন। তাতে ২৪ ঘন্টায় আমার ফলোয়ারের সংখ্যা ডাবল হয়ে যাবে। আমার দেশের সামনের পাতায় আমার লেখাটা ছাপা হয়ে যাবে। যেটা করতে আমার ২৪ বছর লাগতো সেটা আপনার বুদ্ধিহীন উন্মত্ত প্রতিক্রিয়াতে মাত্র ২৪ ঘন্টায় পেয়ে যাবে একজন এন্টি-ইসলামিক ব্লগার। যেই থাবা বাবার কথা আমি চার বছর সরকারবিরোধী ব্লগিং করে একবারও শুনি নাই, তাকে বিখ্যাত কুখ্যাত করার কাজটা আপনিই করেছেন। মারা যাবার ৭ দিনে ১২০০+ ফলোয়ার বৃদ্ধি পেয়েছে কোন পোস্ট না করেই, থাবার নামে রাতারাতিই খোলা হয়েছে অনেক পেইজ.....৬টি আলাদা পেইজে মোট ১১২৩৭ জন লাইক বর্ষণ করেছে। ওয়েল ডান। ভেরি ওয়েল ডান, মাই মুসলিম ব্রাদার্স।
চিয়ার্স
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
বাঙ্গাল বলেছেন: সেই দৌরাত্ব এতে রোধ হবে? ইচ্ছা করলে ১০০টা ব্লগস্পট লেখা ২০০তা ফেইসবুক একাউন্ট থেকে ছড়াবে। তাতে ইসলামের একচুল পরিমান ক্ষতিও হবে না।
২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
এ সামাদ বলেছেন: ইসলাম বিরোধী কথা বললেই কি বাকস্বাধীনতা হয়?
ছোট মানুষতো? বুঝিনা । মাইন্ড খাইয়েন না।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩
বাঙ্গাল বলেছেন: সে কথা কি উপরে লেখা আছে?
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
জাহিদ ২০১০ বলেছেন: এ সামাদ বলেছেন: ইসলাম বিরোধী কথা বললেই কি বাকস্বাধীনতা হয়?
ছোট মানুষতো? বুঝিনা । মাইন্ড খাইয়েন না।
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
বাঙ্গাল বলেছেন: পাগলের প্রলাপ বকার স্বাধীনতা আছে। কিন্তু পাগলের প্রলাপ নিয়া ঝগড়া কইরা রক্তপাতকে কি বলবেন? আরো বড় পাগলামি
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
জাহিদ ২০১০ বলেছেন: বুঝছি হনুগো লেঞ্জায় আগুন ধরে গেসে।
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
মুর্তজা হাসান খালিদ বলেছেন: পাপাচারদের পাপে ইসলামের ক্ষতি হবেনা ঠিকই, কিন্তু এই পাপাচারীরা যখন জাতির নেতৃত্ব দিতে আসে তখনই তাদের চরিত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ হয় ভ্রাতা
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বাঙ্গাল বলেছেন: কোন পাপাচারী নেতৃত্বে আসছে? তাকে ভোট দেয়ার কাজটি কে করলো?
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Karo make niye mittha kotukti korle ,jodio oi mayer coritrer kono khoti briddhi hobena,tar por'o kono su-sontan cup kore thakbena.
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
বাঙ্গাল বলেছেন: এরপরে আপনি তাকে খুন করে ফেললেন। আপনাকে লোকে খুনি বলল। তাতে কার কি লাভ হলো? যথাযথ যুক্তি দিয়ে লড়াই করুন, উগ্র মৌলবাদী হামলা করে নয়। সেটা সুসন্তানের লক্ষন নয়।
৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
এই আমি সেই আমি বলেছেন: থাবা বাবা যা লিখেছে তা কোন মতেই সমর্থন করা যায় না । আমি নুরানি চাপা সম্পূর্ণ পড়তেও পারিনি , মাথা ঘুরে যায় । কিন্তু এটাকে ব্লগের সীমিত পরিসর থেকে হাইলাইট করে জনগণের মধ্যে প্রচার করে উসকানি দিয়ে দাঙ্গা লাগানো্, এটা মাহমুদুর রহমানের নবী প্রেম বা ইসলাম প্রেম নয় । জামতি মালিকানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উদ্দেশ্য ভিন্ন।
মত প্রকাশের স্বাধীনতার ধুঁয়া তুলে প্রথম আলো বা অন্য কোন পত্রিকা যদি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস ছাপিয়ে এই ধরনের দাঙ্গা বাঁধায় তাহলে কি এটাকে সমর্থন করা যায় ?
অনেকেই এক কথাই বার বার বলে যাচ্ছে থাবা বাবা লিখতে পারলে মাহমুদ বাবা কেন ছাপতে পারবে না । ব্যাপারটা তাহলে এই দাঁড়ায় সালমান রুশদি লিখতে পারলে প্রথম আলো কেন ছাপতে পারবে না ?
মওদুদী কাদিয়ানী দাঙ্গা লাগানোর জন্য ফাঁসি হয়েছিল , আর বর্তমানে এই দাঙ্গা ফ্যাসাদের জন্য মাহমুইদ্যার ফাসি চাই ।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
বাঙ্গাল বলেছেন: থাবা বাবার পাপ ঢাকতে গিয়ে গ্রাম উজাড়। শেখ হাসিনা কি কানে ধরে উঠবস করে মাফ চাইবেন? নাকি তার ঝাল নিরীহ ব্লগারদের উপরে ঝাড়বেন?
৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
আমি তুমি আমরা বলেছেন: লেখক বলেছেন: কোন পাপাচারী নেতৃত্বে আসছে? তাকে ভোট দেয়ার কাজটি কে করলো?
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
আহসান আরিয়ান বলেছেন: ইট ওয়াজ রং, কম্পিলিট্লি রং! টু নট টু ওয়াচ অর টু বি আন-কন্সাচ হোয়াট্স গোয়িং অন হেয়ার & দেয়ার! গভট্ (গবেট) ওয়াজ জাস্ট সাইলেন্ট অর টোটালি 'উদাস' রিগারডিং ব্লগ & মিডিয়া (এখনও অলমোস্ট একই অবস্থা)! রিয়েল ক্যাওস্ আর হ্যাপেনিং নাউ & গভ্ট গন ম্যাড! মি: মাহমুদ মাইট ডিড মোর দ্যান নিডেড, & তখনও সরকার খেলা দেখতে বিজি! বাট, ফীল রিয়েল ব্যাড ফর আস্! সো হেল্পলেস্! যদিও মানতে কষ্টো হ্য়, সুযোগ থাকলে আমরা কিছু করতাম! ধুর, লিখতে/বলতে ইচ্ছা করে-না!
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
মুর্তজা হাসান খালিদ বলেছেন: ব্লগে ইসলাম বিরোধীরদের দৌরাত্ম কতোটা প্রকট ছিলো আপনার তো ভালো করেই জানার কথা