![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
লাঞ্চের সময় তিন পাতার টিকফার ড্রাফট পড়লাম। একদম শেষ আর্টিকেলে লেখা আছেঃ
আর্টিকেল ৭
"আইদার পার্টি মে টার্মিনেইট দিস এগ্রিমেন্ট বাই প্রভাইডিং ড়িটেন নোটিশ ট আদার পার্টি। দাঁ টার্মিনেশন স্যাল টেইক এফেক্ট অন আ ডেট দাঁ পার্টিস এগ্রি অর, ইফ দাঁ পার্টিস কানন্ট এগ্রি, ১৮০ ডেইজ আফটার দাঁ ডেইট অফ নোটিফিকেশন।"
এরমানে বৃহত্তর জামাতে ইসলামী ও তার কর্মীদল যে ঝাপায়া পড়ছে গেল গেল রব তুইলা তারা চাইলেই ক্ষমতায় আইসা এই এগ্রিমেন্ট টার্মিনেইট করে বসতে পারবেন। স্টেইটস যদি রাজি নাও হয়, তাইলেও ১৮০দিনের মধ্যে টার্মিনেইট হইয়া যাবে। এখন কথা হচ্ছে, উজিরে আজম, নায়েবে আজমরা কি টিফকা টার্মিনেইট করবেন? করলে মওদুদ সাব একটু ঝেড়ে কাশেন। জানি আপনারা টার্মিনেইট করবেন না। ওয়াশিংটন টাইমসে আর্টিকেল লিখবেন "ওয়েস্টার্ন পাওয়ারস শুড কন্সিডার সেংশন্স...দিস ইজ হাউ দাঁ ইউনাইটেড স্টেইটস ক্যান এনশিওর দ্যাট ইটস মিশন টু ডেমোক্রেটাইজ দাঁ কন্টীনিউস..."। আমেরিকান এম্বাসির গাড়িতে ঢিল দিয়া ক্ষতিপূরন দেন, সকাল-বিকাল চা-নাস্তা খাইতে ছুটাছুটি করেন ইলেকশন ইয়ারে। এখন আবার এন্টী-আম্রিকা ভাব ধরেন হুজুরদের কাছে টানতে। এইসব স্ট্যান্টবাজি ছাড়েন।
আপনাদের দিল মাঙ্গে আমেরিকান গনতন্ত্র। হাহ!
২| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:১২
আলাপচারী বলেছেন: শাবাশ।
৪| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:২১
মাজহারুল হুসাইন বলেছেন: কে কারে সাবাশ দেয় কে কারে বাশ দেয় ! চুক্তি না হলে তো বাতিলের প্রশ্নও আসে না । ঢাক-ঢাক গুড়-গুড় না করে কষে গালি দেন "চুতমারানি" ।
২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
বাঙ্গাল বলেছেন: এইজে ভাই, এইটা সংসদ না। আমার পেজের কিছু নিয়ম কানুন আছে। আমিই স্পীকার।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ দুপুর ১:২২
প্রত্যাবর্তন@ বলেছেন: