![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন গবেষক..চিন্তা করাই আমার কাজ...চিন্তিত ভাই ব্রাদারদের আমার পেজে স্বাগতম। [email protected] https://www.facebook.com/bangal.miya
ব্যক্তিগতভাবে আজকে ইফতারির সময় খবরটা শুনে আমি আনন্দিত হয়েছি। এই আনন্দের কারণ, এখন আমি আঙ্গুল ফুটিয়ে বলার সুযোগ পাচ্ছি- আগেই কইসিলাম আওয়ামী লীগ বিচার করবে না।
আসলে এই আনন্দের পেছনে কারণটা আরও গভীর। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যা খুশি তাই করার যে অধিকার আওয়ামী লীগ ভোগ করছিল- সেটা অনেক ঘটনার ইঙ্গিতেও দলজীবি কট্টর সমর্থকদের সামনে স্পষ্ট হচ্ছিল না। কম্প্রোমাইজড রায়ের মাধ্যমে প্রমাণিত হলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই জাহানারা ইমামের আন্দোলন হাইজাক করে সেক্টর কমান্ডার ফোরাম আর সুশীল সমাজের সমর্থন নির্বাচনে ব্যবহার করছিল লীগ। এর ফলে যেকোন যৌক্তিক আন্দোলনে জামাতি-হিজবুতি ভূত দেখা, মাথায় হিজাব আর দাড়ি দেখলেই রাজাকার ট্যাগ দেয়া, নিরঙ্কুশভাবে নিজেদের স্বাধীনতার স্বপক্ষ শক্তি হিসাবে দাবি করার এখতিয়ার হারালো লীগ। একধরনের উগ্র জাতীয়তাবাদের বিষে তরুণ প্রজন্ম বেবুঝ নেশায় মেতেছিল। এরা কারাদন্ড চায় না শুধু ফাসি চায়। আজকে যারা রায় মানি না কচ্ছেন, বিচারক আর প্রসিকিউশনের দোষ দেখতেছেন তারাও ভিন্ন রায় পেলে বিচার প্রক্রিয়া, প্রসিকিউশনের দুর্বলতা, সরকারের টেনেটুনে ইলেকশন ইয়ারে নিয়ে এসে রায় দেয়াকে অভালুক করতেন। প্রসিকিউশনের দুর্বলতার কথা, আওয়ামীলীগের স্বদিচ্ছার অভাবের কথা বললে রাজাকার, ছাগু, ছাগ-বান্ধব এমন নানান ট্যাগ বর্ষণ হতো। এই বেবুঝ জাতীয়তাবাদ ন্যায়বিচারের মত নিরীহ শব্দকেও ছাগ-শব্দে পরিনিত করেছে। মানে দাড়ালো 'বিচার যাই হোক যেভাবেই হোক, দা তাল গাছ ইজ মাইন্'... এই উন্মাদনা থেকে আশু মুক্তির দরকার আছে।
এটি মুক্তিযুদ্ধের চেতনার একটি বড় মুক্তির দিন। এখন চেতনা কোন দলের না বরং সাধারন মানুষই এর দখল ফিরে পেল। এটা ঠিক যে সাধারন মানুষ এই চেতনার রাজনৈতিক রূপ দিতে পারবে না। তারা তীব্র হতাশ হয়ে বিএনপি-জামাতকে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতারনার, সীমাহীন দূর্নীতির বদলা নিবে। কিন্তু মুক্তিযুদ্ধ যে মোরাল হাই গ্রাউন্ড দিয়েছে সেখানে পরাজিত শক্তি হিসাবে জামাত আর তাদের শীর্ষনেতাদেরবাংলাদেশ বিরোধী চক্রান্ত প্রমাণিত হলো। সেই সাথে এও প্রমাণিত হলো আমাদের দুটি গণতান্ত্রিক দল ভয়ংকরভাবে ক্ষমতালিপ্সু, নীতিহীন ও আমেরিকান মদদে পরিচালিত। এই স্পষ্ট উপলব্ধি আগামীতে জাতীয় উন্নতির সকল প্রশ্নে পষ্ট যুক্তির অবস্থানকে দৃঢ় করবে।
২| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আলাপচারী বলেছেন: read and supported
৩| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
জগ বলেছেন: ব্রেকিং নিউজঃ- আজকে ইফতারের পর আল্লামা লাকী আক্তারের নেতৃত্বে শায়খুল হাদিস ইমরান এইচ সরকার এক বিশাল ওয়াজ মাহফিলের ডাক দিয়েছেন শাহবাগে!
আজকে রাতে ছেলে-মেয়ে-হিজড়া সবাই মিলে হাফেজ আসিফ মহিউদ্দীন এবং হাফেজ চটি পিয়ালের ইমামতিতে তারাবীহ পড়ার কথাও রয়েছে! তারাবীহ নামাজ পড়ার জন্য ক্কারী মুন্নী সাহা,মুফতি জাফর ইকবাল,মাওলানা নাসিরুদ্দীন ইউসুফ ও আল্লামা রোকেয়া প্রাচীদেরকে শাহবাগের দিকে যেতে দেখা যাচ্ছে!
৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১
ইউরো-বাংলা বলেছেন: জামাতের কালকের হরতালে শাহবাগিদের সমর্থন আছে কিনা ? কেউ জানেন কি ?
৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩
আরজু পনি বলেছেন:
সেই সাথে এও প্রমাণিত হলো আমাদের দুটি গণতান্ত্রিক দল ভয়ংকরভাবে ক্ষমতালিপ্সু, নীতিহীন.......
৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আগেই কইছিলাম আমুলিক যু্দ্ধাপরাধীর বিচার করবে না”
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার মত শক্ত মাঞ্জা আমাদের নাই। আমাদের সার্বভৌমত্ব মনে হয় শুধু কাগজে কলমে। প্রতিটি রাজনৈতিক দল প্রত্যক্ষ বিদেশী প্রভাবে প্রভাবিত। আমাদের রাজনৈতিক দলগুলোতে বিদেশী কূটনৈতিকরা সরাসরি প্রকাশ্যেই ইনভল্ভ হইতে পারে, কোন গোয়েন্দা ফোয়েন্দার দরকার হয় না।