নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাওহীদ হাসানের ব্লগ

বিএসসি প্রকৌশলী ও এক সময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান

বিএসসি প্রকৌশলী ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক

তাওহীদ হাসান › বিস্তারিত পোস্টঃ

কি লেখা এই চিঠিতে ??

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

লাশ উদ্ধার হচ্ছে অনেক।



তবে দুই-একটি লাশের যে অবস্থা তাতে বাংলাদেশ তাদের কোন দিন ভুলতে পারবে কিনা আমার জানা নেই।



লাশ গুলো যে অবস্থাতে উদ্ধার করা হয়েছে, আর যে পরিমান কষ্ট পেয়ে মারা গেছে বলে বুঝা যাচ্ছে তাতে আমার যতদিন স্মরণ শক্তি আছে, ভোলা কষ্ট হবে।



যখন একটি প্রাণ নিশ্চিত আর কিছুক্ষন পর সে মারা যাবে, তখন সে তার মনের কথা লিখে গেছে কাগজে। চিন্তা করা যায় ??



কেউ নিজেকে কি এই অবস্থায় কল্পনা করতে পারে ?



কি নিদারুন কষ্ট।



কাগজে যে লেখা তা কি কোন একটি পরিবারের উদ্দেশ্যে লেখা নাকি জাতির জন্য লজ্জা বার্তা। জানিনা কারো জন্য এই মনের কথা-মালা গুলোই অভিষাপ হয়ে বর্তাবে কিনা?



আমার পাষাণ হৃদয় অশ্রু সিক্ত হচ্ছে না সত্যি কিন্তু বিবেককে প্রচুর নাড়া দিচ্ছে।



শুনেছি গার্মেন্টস বানিজ্যে অনেক মুনাফা।



যে ব্যাবসায়ে এতো লাভ, যাদের দিয়ে অর্জিত হচ্ছে এতো লাভ তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে কেন এতো অনিহা ??







মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

তাওহীদ হাসান বলেছেন: অভিজ্ঞতা ভয়াবহ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

মাহিরাহি বলেছেন: রক্তচোষারা এরপরও থামবে কি?

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

তাওহীদ হাসান বলেছেন: বলা মুশকিল।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শফিক১৯৪৮ বলেছেন: এরা থামবেনা, একটা ৬০০ লাইনের কারখানা বছরে আনুমানিক ৩ কোটি টাকা লাভ করে, টাকা বড়ই মিস্টি। এদেশে মানুষ অনেক বেশী, শ্রমিক পাওয়া যাবেই। যেকোন কারখানায় খোজ নেন, দেখবেন প্রতি মাসে ১০০ জন নতুন শ্রমিক যোগ দিচ্ছে, পুরোনোরা হয়ত কোন কারণে আসছেনা। কি আর করা।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

তাওহীদ হাসান বলেছেন: যাদের উপর আমি এতো তাকা আয় করছি, তাদেরকে তাদের প্রাপ্যটা দিতে কি সমস্যা ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.