![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাসার নতুন দিগন্ত মহাকাশযান নামক মহাকাশযান এই জুলাইতে প্লুটোকে পর্যবেক্ষনের জন্য সৌরমণ্ডলের উপরের বিষেশ একটি পথে, এই গ্রীষ্মে বামন গ্রহ প্লুটোর কাছে গিয়ে তাকে পর্যবেক্ষন করবে।
এই অভিযান যদি সফল হয় তবে বিজ্ঞানীরা পরবর্তীতে আরো সুদূরপ্রসারিত প্রোবের পাঠানোর চিন্তা ভাবনা করার চেষ্টা করবে।এবং আশার কথা হলো বিজ্ঞানীরা ইতিমধ্যেই কিছু সফলতাও পেয়েছে।
একটি সফল পাইলট জরিপের পর নাসার নতুন দিগন্ত মিশনের সঙ্গে থাকা বিজ্ঞানীরা এর পরে রহস্যময় কুইপার(Kuiper) বেল্ট, নেপচুন গ্রহ পর্যবেক্ষন, সূর্যের কক্ষপথ,নক্ষদের মৃতদেহর ধ্বংসাবশেষ পর্যবেক্ষন করবেন।
এবং এই কাজে নাসার মহাকাশযানকে বাড়তি সহায়তা দেবে, হাবল মহাকাশ দূরবীন।এই দূরবীনকেও এই পর্যবেক্ষনের কাজে লাগানো হবে।
হাবল কর্মকর্তারা এই দূরবীন দিয়ে এই জুলাই মাসে Kuiper বেল্ট বস্তু, বা (KBOs)স্ক্যানিং,করবে এই স্ক্যানিং করার এলাকা হবে প্রায় পূর্নিমার চাদের সমান।এবং এই স্ক্যানিং করা শেষ হবে আগস্ট মাসে।
এটা সফল হলে পরবর্তীতে নাসার কর্মকর্তারা এই নতুন মহাকাশযানকে,আরো উন্নত করে তিন থেকে চার বছরের মধ্যে KBO ওর দিকে পাঠাবে।এবং ২০১৫ সালের ভিতরে আরো নতুন তত্ত জানার চেস্টা করবে।
বিঃদ্রঃ-প্লুটো, আমাদের সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে বিখ্যাত বামন গ্রহ, সূর্য থেকে নবম এবং সবচেয়ে দূরবর্তী গ্রহ,এর আকার এত ছোট যে একে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে।
ছবি নাসা:
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৫
নেবুলা মোর্শেদ বলেছেন: চমৎকার পোস্ট জেনে ভালো লাগলো,ভালো থাকবেন।
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৪১
রাজিব বলেছেন: ++++++
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৭
নেবুলা মোর্শেদ বলেছেন: ++++++ দিলেন ভালো লাগলো ,ভালো থাকবেন রাজিব ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার পোস্ট +++