![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৄথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। ঋতুতে ঋতুতে বদলে যায় পৄথিবীর রুপ।পৄথিবীতে ঋতু পরিবর্তন ঘটে সূর্যের চারিদিকে বার্ষিক গতির ফলে।পৄথিবীর মেরুদন্ড কক্ষপথের উপর লম্মভাবে দাঁড়ানো নয়,এটি হেলে আছে সাড়ে তেইশ ডিগ্রী।তাই পৄথিবী যখন সূর্যের চারিদিকে প্রদক্ষিন করে, তখন বিষুব রেখার উওর ও দক্ষিনের অঞ্চলগুলোতে সূর্যের তাপের ভিন্নতা ঘটে।পৄথিবীর উওর মেরু যখন হেলে থাকে সূর্যের দিকে তখন গ্রীস্মকাল আসে।উওর গোলার্ধ্র ঘটে শীতকাল।পৄথিবীতে যেহেতু তার কক্ষপথের উপর সাড়ে তেইশ ডিগ্রী উওর ও দক্ষিনের মাথার উপর থেকে সরাসরি আলো দিতে পারে।
এ অঞ্চলকে বলা হয় গ্রীস্মমন্ডল।গ্রীস্মমন্ডলের বাইরের এলাকায় সূর্য মাথার উপর থেকে সরাসরি তাপ দিতে পারে না।২১/২২ জুনের দিকে পৄথিবীর উওর মেরু হেলে থাকে সূর্যের সবচেয়ে কাছে।একে বলা হয় উওরায়ন বা উওর অয়নান্ত বা কর্কটক্রান্তি (Summer Salstice)।এ সময়ে সাড়ে তেইশ ডিগ্রী উওর অক্ষাংশে দুপুর বেলা সূর্য থাকে মাথার উপর,এটাই হচ্ছে সূর্যের সর্বাধিক উওরে অবস্থান।উওরায়নের দিনে সারা উওর মেরু বৄক্তে সাড়ে তেইশ ডিগ্রী দক্ষিন পর্যন্ত সারাদিন পড়ে সূর্যের আলো,তাই ২৪ ঘন্টার দিন হয় সেখানে।
এসময়ে দক্ষিন মেরু বৄক্তে আলো পড়ে না বলে ২৪ ঘন্টা ধরে থাকে রাত।উওরায়নের পর উওর মেরুতে ধারাবাহিক দিন হয় ৬ মাস ধরে।২১/২২ ডিসেম্বরের দিকে সূর্যের দিকে সবচেয়ে বেশী হেলে থাকে দক্ষিন মেরু।একে বলা হয় দক্ষিনায়ন বা দক্ষিন অয়ান্ত বা মকরক্রান্তি (Winter Solstice).এসময়ে সাড়ে বিশ ডিগ্রী দক্ষিন অক্ষাংশে দুপুর বেলা সূর্য থাকে মাথার উপর।আর এটাই হচ্ছে সূর্যের সর্বাধিক দক্ষিনে অবস্থান।দক্ষিনায়নের দিনে সারা দক্ষিন মেরুবৄক্তে সাড়ে তেইশ ডিগ্রী উওর পর্যন্ত সারাদিন সূর্যের আলো পড়ে।
তাই ২৪ ঘন্টায় দিন হয় সেখানে।পৄথিবীর বার্ষিক গতির ফলে সূর্য একবার সরে যায় বিষুবরেখার উওরে একবার সরে যায় বিষুব রেখার দক্ষিনে।২১শে মার্চে সূর্য বিষুব রেখা পেরিয়ে যেতে শুরু করে উওরে।একে বলে বসন্ত বিষুব বা মহাবিষুব ভারনাল ইকুইনেক্স (Vernal Equinex),আবার ২১ সেপ্টেম্ভর সূর্য বিষুব রেখা পেরিয়ে যেতে শুরু করে দক্ষিনে একে বলা হয় শারদবিষুব বা জলবিষুব (Autamonal Equinex)।এ দুদিন উওর ও দক্ষিন গোলার্ধে দিনরাত সমান হয়।
২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
নেবুলা মোর্শেদ বলেছেন: কান্ডারি ভাই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
+++