![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আকাশে যে চাঁদ উঠেছিল সেই চাঁদের সাথে অন্যদিনের চাঁদের মধ্যে কিছুটা পার্থক্য ছিল।গতকাল যে চাঁদ উঠেছিল সেই চাঁদের নাম ছিল সুপার মুন,গতকাল চাঁদ পৄথিবীর সবচেয়ে কাছে চলে এসেছিলো (356,896 কি;মি; 221,675মাইল) এর মধ্যে চলে এসেছিলো।এই কাছে চলে আসার কারন চাঁদ যে কক্ষপথে পৄথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিন করে তা গোলাকার নয়,কোথাও কোথাও কমবেশী আছি।
এই কারনে প্রদক্ষিনের এক পর্যায়ে চাঁদ পৄথিবীর কাছে চলে আসে,আবার এক পর্যায়ে অনেক দূরে চলে যায়।এই কাছে আসার আবার কিছু সময় আছে,সেই রকম সময়টি ছিল গতকাল চাঁদ পৄথিবীর সবচেয়ে কাছে এসেছিল গতকাল।
আর এই রকম কাছে আসবে 28 এ সেপ্টেম্বর 2015 সালে।গতকালের চাঁদ অন্যদিনের তুলনায় 14% বড় ছিল এবং 30% বেশী উজ্জল ছিল,এই কাছে আসার নাম (Perigee)।যারা দেখতে পারেননি তারা আগামী বছরের জন্য অপেক্ষা করুন।আমি ছবি তুলছি ক্যাননের 550D- D.S.L.R ক্যামেরা সাথে 800 মিঃমিঃ লেন্স এবং ট্রিপড।
©somewhere in net ltd.