![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।সোমবার রাত ১টার দিকে শহরের উত্তর মল্লিক পাড়ায় নিজ বাড়ির সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলক চ্যাটার্জিকে আহত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
আইসিইউ চিকিৎসক জহিরুল ইসলাম মানিক জানিয়েছেন, রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।
পুলক চ্যাটার্জির বাবা বিশ্বপতি চ্যাটার্জি জানান, রাতে বাসার গেট খোলার সময় তিনি পুলকের চিৎকার শুনতে পান। বাসার উত্তর দিক থেকে কয়েকজন এসে তার ওপর হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলকের শরীরে ছয়টি কোপের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসপাতাল থেকে সুবল মুখার্জি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা প্রনয়ন করার সাথে সাথেই সাংবাদিক ভাইদের উপর হামলা শুরু হয়ে গেল।এর নিন্দা জানাই এবং যত দ্রুত সম্ভব দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে।
©somewhere in net ltd.