![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইব্রাহীম কার্ডিয়াকে যাচ্ছি ,
ওখানে রুশান নামের ছেলেটির বুকে আজকে হল্টার বসানো হচ্ছে। বিগত দুই বছর ধরে রুশানের চিকিতসা চলছে ।
এবং আপ্নাদের অবদান আমি কৃতজ্ঞতার সাথে স্বরন করছি।
- শাহাবাগ এলাকায় কেউ থাকলে আওয়াজ দেন।
বিস্তারীত তথ্য পরবর্তিতে জানানো হবে
মেডিকেল প্রশাসনিক জটিলতায় হল্টার বসানো হচ্ছে না , দেখি কি হয় ।
ইব্রাহীম কার্ডিয়াকে হল্টার বসানো যাচ্ছে না দেখে রুশান কে পপুলারে নিয়ে যাওয়া হচ্ছে । আমাকে ধানমন্ডি পপুলারের এখানে পাবেন ,আগামী দুপুর ১,০০ টার পড়ে রুশানের হল্টার খুলবে।আজ আমি আর পাইলট ছিলাম। আগামীকালও থাকবো।পিচ্চিটার জন্য দোয়া করবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫
নেবুলা মোর্শেদ বলেছেন: দোয়া করবেন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: রুশানের জন্য অনেক অনেক দোয়া , ভাই কি হল না হল আপডেট দিবেন কিন্তু অবশ্যই ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৮
নেবুলা মোর্শেদ বলেছেন: হল্টারের রিপোর্টের কপি ঘুড্ডির পাইলটকে পাঠিয়েছে,২৬ পৃষ্ঠার রিপোর্ট।কাল পরশুর মধ্যে পাইলট ভাই বিস্তারিত নিয়ে পোষ্ঠ দিবে।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
আমিনুর রহমান বলেছেন:
রুশানের দ্রুত সুস্থতা কামনা করছি।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০০
নেবুলা মোর্শেদ বলেছেন: আমিনুর ভাই ক্ষমা চেয়ে নিলাম সময়ের সল্পতার কারনে আপনার সাথে দেখা করতে পারিনি।তবে আমি আবার কয়েক দিনের মধ্যে ঢাকা আসবো,তখন দেখা করবো।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
খাটাস বলেছেন: আলহামদুলিল্লাহ। আপডেট জানায়েন।
রুশানের দ্রুত সুস্থতা কামনা করছি।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০
নেবুলা মোর্শেদ বলেছেন: ওর জন্য দোয়া করবেন।আপডেট ঘুড্ডির পাইলট ভাই দিবে।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: রুশানের দ্রুত সুস্থতা কামনা করছি।
৭| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
নেবুলা মোর্শেদ বলেছেন: ওর জন্য দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ জমির হায়দার বাবলা বলেছেন: রুশান দ্রুত সেরে উঠুক। আল্লাহর কাছে এ প্রার্থনা। পোস্টের জন্য ধন্যবাদ।