![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার। পারিনি। ইচ্ছে ছিল গোয়েন্দা হওয়ার হইনি। তাই গঠনমূলক কোন কিছু নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার অভিপ্রায়ে আমার এই ব্লগিং এর যাত্রা।
১ এমবিপিএস (বিটিসিএল, ডেডিকেটেড) ব্যান্ডউইথ ২০০৭ এ ছিল ৭৫,০০০ টাকা।
এখন ১ এমবিপিএস (বিটিসিএল, ডেডিকেটেড) ১০,০০০ টাকা।
মোবাইল ইউজার সেই সময়ের তুলনায় তিনগুন বেড়েছে। কিন্তু এখনো মোবাইল কোম্পানিগুলু ১ জিবি ডাটা (শেয়ারড) প্যাকেজ দিচ্ছে ৩৪৫ টাকা। তাও যেই স্পীড। মাঝে মাঝে ক্লিক মাইরা মিরপুর থেকে হাতিরঝিল/মতিঝিল ঘুরে আসা যাবে!
সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, মোবাইল এর কল রেট নিয়ন্ত্রনের জন্য যেমন আইন আছে, তেমনি ইন্টারনেট এর রেট নিয়ন্ত্রনের জন্য ও আইন করা হোক বা থাকলে সেটা বাস্তবায়ন করা হোক।
সেখানে আবার শুনছি বাংলাদেশের অব্যবহৃত ব্যান্ডউইথ নাকি আশে পাশের দেশে রপ্তানি হবে।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
ডুয়েল বায়োস বলেছেন: হুম । এই বিষয় নিয়ে মিছিল-হরতাল না করলে সরকার কিছুই করবে না মনে হয় ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
বাংলাদেশের বিবেক বলেছেন: আমাদের দেশের সরকার গুলোর চামড়া গন্ডারের চেয়ে মোটা। মাথা ব্যাপক মোটা এবং চোখে কাঠের চশমা পরার কারনে কোন কিছুই বাস্তবায়ন হবে না।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
লুকার বলেছেন:
সাংবাদিক না হয়ে ভালই করছেন মনে হয়। আপনার তথ্য ভুল এবং ব্যাখ্যাও ভুল।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
তুহিন মাজহার বলেছেন: তথ্য ও ব্যাখ্যা কোথায় ভুল বিস্তারিত জানালে খুশি হতাম। অপেক্ষায় রইলাম!
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
তুহিন মাজহার বলেছেন: কারো সাথেই মেলে না, তবু চাই সবাই পাশে থাকুক!
মিলবে কেমনে ভাই? আন্দাজে আঘাত করলেন। ব্যাখ্যা সহ বিস্তারিত লিখবেন!
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
তুহিন মাজহার বলেছেন: আপনাকে বড় বলে বড় সেই নয়!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
উড়ন্ত বিলাই বলেছেন: সহমত