নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ বিলাসী

অতি সাধারন মানুষ হিসেবেই থাকতে চাই। মানুষের আবেগ আর কষ্ট যেন আমাকেও ছুয়ে যায়। কখনো সূক্ষ্ম অনুভুতি গুলুও যেন ভোতা হয়ে না যায়।

তুহিন মাজহার

ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার। পারিনি। ইচ্ছে ছিল গোয়েন্দা হওয়ার হইনি। তাই গঠনমূলক কোন কিছু নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার অভিপ্রায়ে আমার এই ব্লগিং এর যাত্রা।

তুহিন মাজহার › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট এর বিল কমানো হোক (প্রসঙ্গ বিটিসিএল ডেডিকেটেড ব্যান্ডউইথ রেট)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

১ এমবিপিএস (বিটিসিএল, ডেডিকেটেড) ব্যান্ডউইথ ২০০৭ এ ছিল ৭৫,০০০ টাকা।

এখন ১ এমবিপিএস (বিটিসিএল, ডেডিকেটেড) ১০,০০০ টাকা।

মোবাইল ইউজার সেই সময়ের তুলনায় তিনগুন বেড়েছে। কিন্তু এখনো মোবাইল কোম্পানিগুলু ১ জিবি ডাটা (শেয়ারড) প্যাকেজ দিচ্ছে ৩৪৫ টাকা। তাও যেই স্পীড। মাঝে মাঝে ক্লিক মাইরা মিরপুর থেকে হাতিরঝিল/মতিঝিল ঘুরে আসা যাবে!

সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, মোবাইল এর কল রেট নিয়ন্ত্রনের জন্য যেমন আইন আছে, তেমনি ইন্টারনেট এর রেট নিয়ন্ত্রনের জন্য ও আইন করা হোক বা থাকলে সেটা বাস্তবায়ন করা হোক।

সেখানে আবার শুনছি বাংলাদেশের অব্যবহৃত ব্যান্ডউইথ নাকি আশে পাশের দেশে রপ্তানি হবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

উড়ন্ত বিলাই বলেছেন: সহমত :)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

ডুয়েল বায়োস বলেছেন: হুম । এই বিষয় নিয়ে মিছিল-হরতাল না করলে সরকার কিছুই করবে না মনে হয় । :| :|

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

বাংলাদেশের বিবেক বলেছেন: আমাদের দেশের সরকার গুলোর চামড়া গন্ডারের চেয়ে মোটা। মাথা ব্যাপক মোটা এবং চোখে কাঠের চশমা পরার কারনে কোন কিছুই বাস্তবায়ন হবে না। /:) /:) /:) /:)

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

লুকার বলেছেন:
সাংবাদিক না হয়ে ভালই করছেন মনে হয়। আপনার তথ্য ভুল এবং ব্যাখ্যাও ভুল।

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

তুহিন মাজহার বলেছেন: তথ্য ও ব্যাখ্যা কোথায় ভুল বিস্তারিত জানালে খুশি হতাম। অপেক্ষায় রইলাম!

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

তুহিন মাজহার বলেছেন: কারো সাথেই মেলে না, তবু চাই সবাই পাশে থাকুক!

মিলবে কেমনে ভাই? আন্দাজে আঘাত করলেন। ব্যাখ্যা সহ বিস্তারিত লিখবেন!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

তুহিন মাজহার বলেছেন: আপনাকে বড় বলে বড় সেই নয়!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.