![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি
আজ কলেজ আসার সময় এক গলির মুখে এক ভদ্র লোককে (সম্ভবত গ্রামের) দেখলাম বিব্রত চোখে এদিক ওদিক তাকাচ্ছে।। ভাবলাম বোধ হয় কোন সমস্যায় পড়েছে। তাই জিজ্ঞাসা করলাম ""কোন সমস্যা ভাই??"" উনি ইতস্তত বোধ
করে আমতা আমতা করে বলল""না, ভাই।
ছেলেটার খুব প্রস্রাব ধরেছিলতো ,,কিন্তু
এখানেতো লিখা "প্রস্রাব করলে জরিমানা,
তাই দেখছিলাম কেউ আসতেছে নাকি"""
—আমি বল্লাম ভাই ""এইটা বংগ
দেশ,,এইখানে ধর্ষন করলে শাস্তি পায়
না,,আর হিসু কইরা শাস্তি পাইবো???"
ছোট ছেলেটারে বল্লাম ""বাবা, হিসু
কেন,তোমার হাগু ধরলে হাগু ও করতে পার""
বলিয়া নতুন চশমা খানা হাতে ঘুরাইতে ঘুরাইতে হাটা শুরু করলাম আর শুনলাম ছোট
বাচ্চাটা বলছে"""বাবা, হাগু করি,হাগু করি???""
বাবা,নিশ্চুপ দাড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে।।
——— হাসির মনে হতে পারে,,আসলে হাসির নয়।। দেশের আইনের প্রতি কতটুকু ক্ষোভ জন্মালে একজন নাগরিক হিসেবে আইন
নিয়ে এধরনের অবজ্ঞা করতে পারি???এ দেশ মুক্তিযোদ্ধাদের না,এদেশ ধর্মপ্রানদের না,,,এদেশ ধর্ষকদের।। তারা এদেশের রাজা,অপরাধ
করে ঘুরে বেরায় বীরদর্পে।।আর
আমরা আমজনতা এখন ও হাগু করতেই
ব্যাস্ত।।। একের পর এক ঘটনা ঘটে চলেছে,,আজ
পর্যন্ত শুনিনি কেউ সর্বোচ্চ শাস্তি পেয়েছে।শুনবোও না হয়তো কোনদিন।
সত্য হবে কিনা জানি না,তবে আশা করি এমন
দিন আসবে যেদিন আইনের দিকে না তাকিয়েই ফুসে উঠবে সহস্র প্রান,হয়তো আমরা থাকবোনা,থাকবে আমার অনাগত প্রজন্ম। স্বপ্ন দেখি একদিন..............
©somewhere in net ltd.