নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে তুচ্ছ করে ছুটে চল — সাফল্য তোমার সুনিশ্চিত।

নির্ভীক কান্ডারি

জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি

নির্ভীক কান্ডারি › বিস্তারিত পোস্টঃ

২১+ সংসদ

০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ক্লাস ফোর এ পড়ার সময় মাহরুফ নামের এক

ফ্রেন্ডের সাথে চুক্তি হইছিল অনেকটা এরকম

""তুমি আমাকে ডেইলি একটা গালি শিখাবে,আমি তোমার ইংলিশ হোমওয়ার্ক করে দিব""(কারনকেউ খেলার

মাঠে আমাকে গালি দিলে আমি হাদারামের মত

শুধু ভে করে কান্নাই করতাম)) ।।কিন্তু কোনো এক অজানা কারনে ও স্কুল ছেড়ে অন্য কোথাও

চলে গেল। আমার আর শিখা হল না((এখন

অবশ্য এক্সপার্ট)):P :P

যাই হোক এখন কৌতূহলী বাচ্চাদের জন্য

সুখবর, গালি শিখতে আর কাউকে বেগ

পেতে হবে না, ,,জাস্ট ভদ্র লোকের মত

সংসদ দেখতে বসো,,আর অভদ্রের মত

গালি শিখ।।ইটস সিম্পল :P :P :P

উদাহরণ::এই চু*মা*নি (মুরুব্বি কিছু

মনে করিয়েন না,,সাংসদীয় ভাষা) তুই

যদি আমার লগে "চুদুরবুদুর"করছ,আমি কিন্তু

" স্পিকার "(মেইন শব্দটা লিখলাম না)

হয়ে যাব।।

না আমি মজা করছি না,এটা হল আমাদেরদেশ,,এটা হল বায়ান্নের প্রাপ্তি।।দেশে পরিচালনার

আসনে বসে এসব অকথ্য শব্দ সমূহ বলার

জন্য আপনাদের ওখানে পাঠানো হয়নি।।

তেলবাজি,ধাপ্পাবাজি আমরা শুনতে চাই না।।

জনতার কথা বলুন।। একদল ওয়াক আউটে ,আরেক দল বিশেষ পরিবারকে তেল মারতে মহাব্যস্ত।তাদের এই পাল্টাপাল্টি ব্যস্ততায় চাপা পড়ে যায় জনগনের শত চাহিদা।

এটা সংসদ,দেশ পরিচালনার নিয়ন্ত্রন কক্ষ।এটা কোনো পারিবারিক মিলনমেলা নয়,পারিবারিক আলোচনা সমালোচনার স্থান নয়। দেশের কথা বলুন,দশের কথা বলুন, ব্যক্তি গত আক্রোশ অন্য খানে মেটালেও পারবেন,পরিশেষে বলি "নেতা-টাইম থাকতে পিওর হন,সাপোর্ট দেবে জনগন ""

নইলে পাবলিক যেদিন ক্ষেপবে না,,সেইদিন

কিন্তু আপনাদের কাছ থেকে পাওয়া শিক্ষার

ব্যবহারিক প্রয়োগ ঘটাবে।

তখন কিন্তু বলতে পারবেন না""মাননীয়

জনগন,আমি চ** হয়ে গেলাম""

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.