![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি
সকল প্রকার ইস্যুর গোড়ায় হিসু পুর্বক একটা পোস্ট।
ইস্যু }বিসিএস এর কৌটা বাতিল আন্দোলন।।
আমার দাবী::√নারী কোটা বাতিল করুন।।।সব
খানেইতো সম অধিকার
চান,তবে এখানে অগ্রাধিকার কেন????
√√ উপজাতি কোটা বন্ধকরুন।।কারন তাদের
জ্ঞান অর্জনে কোন
বাধা নাই,,তারা নিজেদের
যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠা পাক।অনেকেই বলবেন তারা সুবিধা বঞ্চিত। তবে বলি ।শুধু
আদিবাসী রা নয়,,সুযোগ বঞ্চিত বাংলার
হাজারো গ্রাম।তাই বলে কি গ্রামিন
কোটা খুলতে হবে।।।শত
বাধা বিপত্তি পেরিয়ে যদি গ্রামের
ছেলেরা নিজেদের
তৈরি করে নিতে পারে আদিবাসী রা পারবে না কেন?
।
√√√প্রতিবন্ধি জকোটা::তাদের
প্রতি সর্বোচ্চ সম্মান ও সহমর্মিতা রেখেই
বলছি তাদের কৌটা কমিয়ে আনা উচিত।।
যারা অন্য মত পোষণ করেন তাদের
একটা প্রশ্ন""বাংলাদেশে এমন একটা সেকটর
দেখান যা প্রতিবন্ধিরা নিয়ন্ত্রন
করতে পারবে"???
তাদের ভাতা যুগোপযোগী করনের
মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা হোক।।
আর নিজ যোগ্যতা বলে আগতরা অংশ নিক
দেশ পরিচালনায়।
√√√√মুক্তিযোদধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
যেখানে অসংখ্য
মুক্তিযোদ্ধা দুবেলা দুমুঠো ভাত খেতে পারেন
না সেখানে তাদের অযোগ্য নাতি পুতি দের
সুবিধা দেওয়ার কোন মানেই হয় না।
নাতিরা দাদা/নানার সেবা করবে????একথা
আমাকে বিশ্বাস করতে বলিয়েন না।
মুক্তিযোদ্ধা কৌটা শুধুমাত্র তাদের
সন্তান্দের মধ্যে সীমাবদ্ধ রাখুন।নট
নাতি পুতি।।।
এখনই সময় কোটা ভিত্তিক নিয়োগ বন্ধ করে দেশ পরিচালনায় যোগ্যদের স্থান দেওয়া,নতুবা নিচের ঘটনাটির জন্য অপেক্ষা করুন///
ধরুন বিমানভর্তি যাত্রি অপেক্ষা করছে টেকঅফ
এর জন্য। এয়ার লাইন্সের নিয়ম
অনুযায়ী যাত্রার শুরুতেই পাইলট নিজের
পরিচয় প্রদান শুরু করেছেন "শুভ সন্ধ্যা,
আপনাদের সাথে আজকে পাইলট
হিসেবে আছি আমি মফিজ। আপনাদের
অবগতির জন্য জানাচ্ছি আমার সহপাঠিদের
থেকেও বিমান চালনায় আমার দক্ষতা অনেক
কম থাকা সত্বেও সুবিধাবঞ্চিত কোটায়
আমি পাইলট হয়েছি। আমি আপনাদের সবার
দোয়া প্রার্থী।" আর সবার
অবস্থা কি হবে জানি না, এই
বিমানে আমি থাকলে তৎক্ষণাৎ দোয়া ইউনুস
পড়া শুরু করতাম।
এবং বিমানবালাকে হেসে জিজ্ঞেস করতাম
"ইয়ে আমার একটা জরুরী কাজ মনে পড়ে গেছে,
বিমান থেকে কি নেমে পড়া যাবে?"
এই ঘটনা পড়ে অনেকেই নাক সিটকাবেন। "ধুর
বিমান চালানোর মত এত সিরিয়াস
একটা দায়িত্বে আবার কোটা কিসের? মানুষের
জীবন মরনের প্রশ্ন। ধুর......ধুর।" কিন্তু
জনাব, এই দেশটা যারা চালান তাদের ৫৫%
নাকি কোটা থেকে সুযোগ পান? ও
আচ্ছা বুঝছি " বিমান চালানোতো দেশ
চালানোর থেকেও সিরিয়াস ব্যাপার-স্যাপার।"
ইয়ে...সবার দোয়া ইউনুস জানা আছে তো
©somewhere in net ltd.