নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে তুচ্ছ করে ছুটে চল — সাফল্য তোমার সুনিশ্চিত।

নির্ভীক কান্ডারি

জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি

নির্ভীক কান্ডারি › বিস্তারিত পোস্টঃ

আইনই যখন আইন প্রয়োগের অন্তরায়

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

বাংলা সিনেমার শেষাংশে একটি বেশ পরিচিত সংলাপ মনে পড়ছে বার বার।নায়ক কে যখন তার ছোট ভাই আইন নিজের হাতে তুলে নিতে বারন করে সে উচ্চ স্বরে বলে "যখন এই কালু আমাদের বাবাকে খুন করে,মাকে বিধবা করে,আমাদের এতিম করে, তখন কোথায় ছিল তোর এই আইন???"

বেশ কয়েক দিন ধরে আমার মনে ও প্রশ্ন ঘুরছে"আসলেই কি এই আইন সাধারণ মানুষের জন্য?এই আইন কি দিতে পারছে খুনিদের প্রাপ্য শাস্তি?"

উত্তর হবে "না"।



এই ধরুন """যখন আমার

মুক্তিযোদ্ধা ভাইকে ধরে নিয়ে নিষ্ঠুর

ভাবে হত্যা করলো

,আমার বীরংগনা মা বোনের

শ্লিলতাহানী করলো তখন কোথায় ছিল

এই আইন??"

""যখন তারা মুক্তিযুদ্ধার বৃদ্ধ

পিতাকে নির্মিম ভাবে গুলি করলো তখন কোথায় ছিল এই আইন???"

তারা মায়ের বুক থেকে কেড়ে নিয়ে আছাড়ে মেরেছে নিষ্পাপ শিশুকে,কই তখন

তো তারা বয়সের হিসাব করেনি।।যখন

তারা মুক্তিযোদ্ধার বৃদ্ধ মাতার

বুকে গুলি চালাল তখন তো তারা বয়সের

হিসাব করেনি।।

তবে আজ কেন এই বয়সের আইন??

যে আইন দেশের

মানুষের আশার প্রতিফলন

ঘটাতে পারে না সেই আইন তো আমরা চাই না।।

বড় অবাক হই,যখন ভাবি আমার বাবা মাথার

ঘাম পায়ে ফেলা ট্যাক্সে খুনিরা আমৃত্যু খেয়ে পড়ে বেঁচে থাকার নিশ্চয়তা পায়।।

বড়ই হতবাক হই যখন ভাবি মুক্তিযুদ্ধার

সন্তানের টাকায়

চিকিৎসা দেয়া হবে তার পিতার খুনিকে।

আমি হতবাক,,বাকরূদ্ধ।।।

নিজেকে বড়ই অসহায় মনে হচ্ছে।।

কেন এই প্রহসন আমার জাতির সাথে ??

কেন এই প্রহসন ত্রিশ লাখ

বীরের সাথ??

এই বাংলা মা কি তার কলংকের কালিমা মোচন করতে পারবেনা কোন দিন?



কষ্ট লাগে যখন ভাবি এ

লজ্জা বয়ে নিতে হবে হাজার বছর ধরে।।

খুবই কষ্ট লাগে............।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন:
কষ্ট লাগে যখন ভাবি এ
লজ্জা বয়ে নিতে হবে হাজার বছর ধরে।।
খুবই কষ্ট লাগে............।

কথাগুলু নির্মম সত্য
পোষ্টে ধন্যবাদ +

২| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩

নির্ভীক কান্ডারি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ।বেপারটা আসলেই একটু বেশি বেদনাদায়ক হয় যাদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান বা প্রজন্ম হোন।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: Hats Off...

না, আমি তো খুনী নই
আমি তো পশু হত্যা করব...

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

নির্ভীক কান্ডারি বলেছেন: আপনি যখন হরিণ হত্যা করবেন তখন আইন থাকবে না,আর যখন ই এই নরপশু দের হত্যা করতে যাবেন আপনাকে রুখে দেবে এই পঙ্গু আইন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.