নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে তুচ্ছ করে ছুটে চল — সাফল্য তোমার সুনিশ্চিত।

নির্ভীক কান্ডারি

জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি

নির্ভীক কান্ডারি › বিস্তারিত পোস্টঃ

একটি ছেঁকা ও একজন হিটলারের জন্ম

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

বেশ কয়েক মাস আগের ঘটনা।আমার সব চেয়ে কাছের বন্ধুটি কল দিয়ে মানবীর মন জয়ের নানাবিধ উপায় জানতে চাইলো।নিজের অক্ষমতা প্রকাশ না করেই তাকে মেয়েদের ফেসবুকিয় প্রপোজের কতিপয় উপদেশ দিলাম।

পরদিন সকাল সকাল বন্ধু কল দিয়ে খুব ধন্যবাদ দিলো,আর বললো আমার উপদেশে নাকি কাজ হয়েছে।

আমিতো পুরাই থ। যাহ শালা ,জীবনে নিজেই কোন মেয়ে পটাতে পারলাম না,আর ও কিনা আমার উপদেশেই বাজিমাত করল!!!!!!

নিজেকে কন্টল করে ঘটনা জিজ্ঞাসা করতেই বলল আমার কথা মত সে নিজেকে ভদ্র নিরীহ ছেলে প্রমাণ পুর্বক ওই মেয়েকে প্রপোজ করে মেসেজ পাঠিয়েছে।মেয়ে কোন রিপ্লাই দেয়নি।আর বন্ধু বিশ্বাস করে"নীরবতাই সম্মতির লক্ষণ " :P

আমি বল্লাম মেয়ে দেখছে কিনা সিউর হওয়া উচিত ছিল না?

বন্ধু কথার মর্ম না বুঝেই মনের প্রান্তরে গড়ে তুললো প্রেমের তাজ মহল।আর সারাদিন মনরাজ্যের রানীর ছবি বুকে নিয়ে ঘোরাঘুরি শুরু করলো।(মানে পকেটে মোবাইল থাকতো, আর মোবাইলে ছবি :P :P )।

কর বুঝালাম "দোস্ত এত জান্টুস জান্টুস করিস না,পরে জান টাই ঠুশ করে দিবে,শুনলনা"

কয়দিন আগে হঠাৎ করেই দোস্ত কল দিয়ে প্রায় কান্নাই শুরু করলো,কারন মেয়ে নাকি তাকে ব্লক করে দিসে।

তার পর প্রায়ই বন্ধু মনমরা হয়ে কথা বলতো।

সবচেয়ে মজার(ওর জন্য দু:খের) ঘটনা ঘটল কাল,

সন্ধ্যা থেকেই একের পর এক বিরহের মেসেজ পাঠানো শুরু করলো।একটা মেসেজ ছিল এমন

"এডলফ হিটলার ও তার প্রথম প্রেমে ছেঁকা খেয়েছে, দেখে নিস,আগামি ১০ বছর পর আমি হব বাংলার হিটলার"

—আমি বাকরুদ্ধ।

তাও ভাল,দোস্ত স্বৈরাচার কায়েম করলে হয়তো বাংলার মানুষ গণতন্ত্র নামক এই পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে।



×এগিয়ে যা দোস্ত,১৬ কোটি বাঙালীর দোয়া রইল×

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ =p~ =p~

২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

নির্ভীক কান্ডারি বলেছেন: :P

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

অজানাবন্ধু বলেছেন: ×এগিয়ে যান,১৬ কোটি বাঙালীর দোয়া রইল×

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

নির্ভীক কান্ডারি বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.