নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে তুচ্ছ করে ছুটে চল — সাফল্য তোমার সুনিশ্চিত।

নির্ভীক কান্ডারি

জীবনের বন্ধুর পথে কখনো সাফল্য কখনো ব্যর্থতা,তাই বলে কি বন্ধ হবে পথ চলা?? সকল প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ছুটে চলি আমি,মৃত্যু কে মুঠিতলে নিয়ে কন্টক পথে আমার অগ্রযাত্রা— আমি থেমে থাকার নই ,আমি যে নির্ভীক কান্ডারি

নির্ভীক কান্ডারি › বিস্তারিত পোস্টঃ

দাবি একটাই"প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই"

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

১)আইসিসির আয় বেড়ে হবে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। ফলে বেড়ে যাবে বিসিবির আয়। বেতন বাড়বে পাপন সাহেবের।

→আহা,মধু মধু,কি লাভ ৫ দিন ধরে মাঠে দৌড়া-দৌড়ি করে??

তার চেয়ে ঘরে বসে থাক, গায়ের রং ফর্সা হবে,বেশী করে এড করতে পারবি। আর জানিস তো, হঠাৎ করেই দেশের জন্ম হার কমে গেছে,এটা বাড়ানোর দায়িত্ব তোদের ১১ জনের।

২) ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার মত ক্রিকেট জায়েন্ট দের বিরোধীতা করা ঠিক হবেনা বলে মনে করেন ২৩ জন সদস্যের ২০ জন।

→ওয়েল!!তো দাদাদের ঠ্যাং চাটার জন্য কত পেলেন।নাকি সানি আপুর অফার পেলেন??ভুলে গেছেন দাদাদের মাটিতে যে কখনো খেলতে পারেন নি,বিপিএল এ যে দাদারা আসেনি,, গোল্ড ফিস হলেন কবে??

ডিয়ার BCB আমরা বীরের জাতি, পাপন সাহেবের মত পাবলিকে দেশ পূর্ণ থাকলে ১৬ ডিসেম্বর আসতো না,২৬ শে মার্চে শুরু হয়ে ২৮ মার্চেই খেল খতম হত।

যেখানে ক্রিকেট বিশ্ব শুরুতেই বিরোধীতা করল,সেখানে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া ও,নেই??

আমরা আম জনতা, কিবোর্ড চাপা,আর মানব বন্ধনে পুলিশের ডান্ডার বাড়ি খাওয়া ছাড়া কিছুই করার নেই।

একজন পারেন-প্রধানমন্ত্রী।

তিনি ক্রিকেটপ্রেমী বলেই জানি,দেখার বিষয় রাজনীতির উর্ধে উঠে তিনি কি করেন ১৬ কোটি ক্রিকেট প্রেমীর জন্য।

দাবি একটাই→প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, দুনিয়া উল্টে যাক, ICC - র বৈঠকে BCC -কন্ঠে থাকবে শুধুই "না-না-না"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

ভাঙ্গা হৃদয় বলেছেন: ভাই গোল্ড ফিশের মেমোরি খুব ভাল প্রমানিত তাই অন্য কিছুর লগে তুলনা মারেন....। যেমন গু এইডার কোন মেমোরি নাই।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

HHH বলেছেন: আর লোক খুইজা পাইলেন না?? =p~ =p~ =p~ :-< :-<

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

নির্ভীক কান্ডারি বলেছেন: https://www.facebook.com/events/203499439847884

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

উদাস কিশোর বলেছেন: নিজেরা আন্দোলন করে কিছু করতে পারলে করেন ।
যার হস্তক্ষেপ দাবি করেছেন ! সে হস্তক্ষেপ করবে না , দাদাদের হস্তমৈথুন করিয়ে দেবে X(( X(( X((

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

মহিদুল বেস্ট বলেছেন: *দির ভাই কি ঐটা বুঝে!

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

নির্ভীক কান্ডারি বলেছেন: জ্বি কিছু একটা করার চেষ্টা করছি,, কাল আসুন বিকেল ৪টায়। মিরপুর জাতীয় স্টেডিয়াম এ।। বিস্তারিত ৩য় মন্তব্য

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯

আমি হিটলার বলছি বলেছেন: সাকিব , তামিমরাও কি সম্মেলিতভাবে এই প্রস্তাবের বিপক্ষে কিছু করতে পারে না ? রাজনীতি তো দাদাদের অধীনে অলরেডি চলেই গেছে , ক্রিকেটটাকে ও কি না দিলেই নয় ?

" এফটিপি বাতিল হয়ে গেলে টেস্ট খেলার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অন্য দেশের দয়ার ওপর। " ( Click This Link )

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

ঢাকাবাসী বলেছেন: রাজনীতি গেছে তো বিস্কুট ক্রিকেট ময়রা আলাদা থাকে কি করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.