নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও সেনপাই তবে জানি না কিছুই

সেনপাই

সেনপাই › বিস্তারিত পোস্টঃ

রিকসা মেকানিক এবং অস্ত্র ব্যবসায়ীদের গল্প

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

১> এক রিকসা মেকানিকের ব্যবসায় মন্দা যাচ্ছিলো। তাই সে চিন্তা করলো এমন কিছু করতে হবে যাতে রিকসার চাকা বেশি করে নষ্ট হয় এবং তার কাছে ঠিক করানোর জন্য আসে। যে চিন্তা সে কাজ, নিজের দোকানের কিছুটা আগে রাস্তা অনেক কাঁচের গুড়া ছিটিয়ে দিল। আর এতে করে যেই কোন রিকসা বা সাইকেল যায় তাদের চাকা নষ্ট হয় এবং ঐ মেকানিকের আসে ঠিক করানোর জন্য। আল্টিমেটলি মেকানিকের ব্যবসা রমরমা।



২>একবার ব্লগে একজন ব্লগার লিখেছিল, কম্পিঊটার ভাইরাসের জন্য নাকি আন্টি-ভাইরাস কোম্পানীগুলো নাকি অনেকাংশে দায়ী। তারা নিজেরাও নাকি ভাইরাস এবং আন্টি ভাইরাসের খেলা খেলে। এই তথ্যের সত্যতা কতটুকু আমি জানি না, তবে আমি সম্ভাবনা ঊড়িয়ে দিবো না।



৩> আপনি যদি সর্বোচ্চ অরাজকতা (টেরর) সৃষ্টি করতে চান তবে আপনার প্রয়োজন বিশাল গোলা-বারুদের সম্ভার কিংবা অনেক অ্যাডমিনিসট্রেটিভ পাওয়ার। বর্তমানে এই অস্ত্র সরবরাহের কারা এগিয়ে আছে জানেন? বিশ্ব শান্তির ফেরিওয়ালারাঃ ইউএসএ, ইউকে, ফ্রাস, জার্মানিসহ আরও কিছু দেশ। এদের মধ্যে বিশ্ব শান্তির মোড়ল ইউএসএ অস্ত্র ব্যবসায় সবচেয়ে এগিয়ে। ২০১২তে শুধু ইউএসএ ৭০০৮০০০০০০০০ টাকার অস্ত্র বিক্রি করে। রাশিয়া করে ৬০০৮০০০০০০০০ টাকার প্রায়। আর এই অস্ত্র সবচেয়ে বেশি ক্রয় করে কে জানেন? ইন্ডিয়া।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

ইউরো-বাংলা বলেছেন: ইন্ডিয়াতে কয়েক কোটি মানুষ ভাত খাইতে ভাত পায়না, তারপরেও এতো টাকার অস্র কিনে !

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

সেনপাই বলেছেন: মৌলিক চাহিদার মধ্য আসে খাদ্য, বস্ত্র, বাসস্থান। তার মানে নিরাপত্তা ৩ নম্ভরে। ইন্ডিয়াতে প্রথম ২টার অবস্থা তেমন ভালো না। কিন্ত তারা আছে অস্ত্র কেনার তালে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.