নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার অতৃপ্তা

একদিন প্রধানমন্ত্রী হমু. ;) ।.।

আত্মার অতৃপ্তা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ছিল কি দরকার !!!

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯

আজ ২৫শে মার্চ কাল রাত্রি। দেশ স্বাধীন হয়েছে আরও প্রায় ৪৫ বছর আগে। কিন্তু আজও দেশটা কাল রাতের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। আজও ঘরের কোণে গুংরে কাঁদে স্বাধীনতা ,আর্তনাদে কেঁপে উটে মানবতা। #তনু'রা আজও পায়নি মুক্ত স্বাধীন ভাবে চলার অধিকার। আমি মুক্তিযোদ্ধ দেখি নাই, তাই হয়ত শোনতে পাইনা দু'ই লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর আর্তনাদ । কিন্তু আজ যখন নিজ কানে শোনতে হয় #তনু'দের আত্ন-চিৎকার তখন সত্যি এই স্বাধীনতার প্রতি ঘেন্না ধরে যায়। যখন শোনতে হয় "ধর্ষিতার বাবা তার ধর্ষিত সন্তানের বিনিময়ে প্রশাসনের কাছ থেকে পাচ্ছে ২০ হাজার টাকা আর জমি " হায় সেলকাস !!! এর চেয়েও বড় উপহাস আর কি হতে পারে !! যদি আন্দোলন করেই আদায় করতে হবে ন্যায় বিচার, তাহলে স্বাধীনতার ছিল কি দরকার ?!?! তাই আজ সময় আসেছে, আগে স্ব-অধীনতা অর্জন করতে হবে তারপর এর উৎযাপন হবে। এর আগে নয় !!??!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৬

সাগর মাঝি বলেছেন: আমি মুক্তি চাই এই সমাজের কালো থাবা থেকে ,স্বাধীনতা নামের খেলার পুতুল হয়ে আর বাঁচতে পারছি না।

২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

আত্মার অতৃপ্তা বলেছেন: মুক্তি নয়। এই ভয়াল কাল থাবা'র বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।। এই দেশটা আমাদের একে আমাদেরই সাজাতে হবে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.