![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানঃ আমরা কথা বলার সময় প্রায়ই একে অন্যকে বলে থাকি তোর তো ণ-ত্ব ষ-ত্ব জ্ঞানই নেই।যদিও কথাটা প্রবচন হিসেবে ব্যবহৃত হয় তবুও সত্যি কথা বলতে কি, খুব কম মানুষেরই ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান সম্পর্কে সঠিক জ্ঞান থাকে।
আজকে আমরা এই বিষয়ে লিখিত আলোচনা এবং ভিডিও আকারে আলোচনা দেখবো। আশা করি বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের খুব উপকার হবে।
উল্লেখ্য, শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধান খাটে অন্য কোন শব্দের ক্ষেত্রে খাটে না।
ণ-ত্ব বিধানঃ
বাংলা শব্দে 'ণ' ব্যাবহারের নিয়মই ণ-ত্ব বিধান। চলুন নিচের ভিডিওটি দেখা যাক-
খুব সংক্ষেপে যদি বলি-
ট বর্গীয় ধ্বনির সাথে যুক্তবর্ণে
ঋ, র, ষ এর পরে
ঋ, র, ষ এর পরে ষ, য়, ব, হ , ং এবং ক বা, প বর্গীয় ধ্বনি থাকলে
এরপর ণ বসে।
ষ-ত্ব বিধানঃ
বাংলা শব্দে মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান। চলুন ভিডিওতে বিস্তারিত দেখি-
সংক্ষেপে বলতে গেলে-
ক,র এবং অ, আ ভিন্ন স্বরধ্বনি থাকলে
ই কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর
ঋ, র এর পরে
ট ও ঠ এর সাথে যুক্ত হলে
বিদেশী শব্দ বা, সংস্কৃত সাৎ প্রত্যয়যুক্ত শব্দে ষ বসে না।
উদাহরণগুলো আপাতত দিলাম না, ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।
কৃতজ্ঞতা স্বীকারঃ বাংলা ব্যাকরণ- নবম ও দশম শ্রেণী(জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত)
লেখাটি আগে প্রকাশিতঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান নিয়ে আলোচনা
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
সনেট কবি বলেছেন: ভাল বিষয়।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝি নাই। কিচ্ছু বুঝি নাই।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: বাংলা ব্যকরন দেখলে দেখলে গায়ে জ্বর আসে!
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
নীল আকাশ বলেছেন: লাইক দিয়ে রাখলাম পরে সময় মতো পড়ে নিব। ধন্যবাদ এত কষ্ট করে এত ভালো লেখা দেবার জন্য।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বাকপ্রবাস বলেছেন: এখন বুঝবান, মাথা খালি করে সময় করে পড়তে হবে
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
হাসান রাজু বলেছেন: এইগুলান বুইঝা যদি পাশ করতে হইত !!!! জয় নৈব্যক্তিক প্রশ্ন ব্যাংক ? আল্লাহ বাচাইছেন ঐ আমলে এস এস সি পাশ কইরা লাইছি । ২০-২২ বছর কাইটা গেল এখনো স্বরধ্বনি, ই কারান্ত, উ-কারান্ত, উপসর্গ ইত্যাদি আমার এন্টেনায় ধরে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর পোস্ট দিয়েছেন। অনেকের উপকারে আসবে।