নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের যা নিয়ে লিখতে ভালো লাগে তাই নিয়ে লেখি

ছদ্মবেশী ভূত

ছদ্মবেশী ভূত › বিস্তারিত পোস্টঃ

উর্দু আর হিন্দি কি আসলে একই ভাষা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৯


আমার কাছে এই দুটিকে একই ভাষাই মনে হয়। ভারতীয় আর পাকিস্তানিরা যখন কথা বলে এদের কোন সমস্যা হয় না। হিন্দুস্থানী ভাষার দুটি রূপ হচ্ছে এই দুটি ভাষা। মহাত্মা গান্ধী নাকি একসময় হিন্দুস্থানী ভাষায় কথা বলতেন হিন্দু-মুসলিম সম্পীতির জন্য। একটি ভাষা দেবনাগরি লিপিতে লেখা হয়, আরেকটি লেখা হয় আরবি লিপিতে। একটিতে সংস্কৃত শব্দ বেশী, অন্যটায় আরবি-ফার্সি। হিন্দি ভাষা আর উর্দু ভাষার অন্য কোন পার্থক্য আপনাদের জানা আছে কি?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: একটু বুঝে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

ছদ্মবেশী ভূত বলেছেন: হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
করাচির পাকিস্তানিরা হিন্দি/উর্দুতে কথা বলে, মুলত হিন্দিতেই। স্কুলে উর্দু পড়ালেখা হয় করাচির বাইরে সিন্ধু প্রদেশের লোকেরা হিন্দি/উর্দু জানে না। লোকাল ভাষা পসতু।
পাকিস্তানের অন্য প্রদেশগুলোতে উর্দু তেমন জানে না। নিজস্য ভাষা আছে

হিন্দি আর উর্দু কথা ৯৯% সেইম। শুধু লেখায় তফাৎ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

ছদ্মবেশী ভূত বলেছেন: একেবারে ৯৯% ??

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: না এক না। কিছু পার্থক্য আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

ছদ্মবেশী ভূত বলেছেন: আমি যেগুলো বললাম, সেগুলোর বাইরে আর কি কি পার্থক্য আছে? আমাদের বলুন, আমরা জানতে চাই।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু শব্দে পার্থক্য ছাড়া প্রায় একই। শুধু লেখায় তফাৎ(হাসান কালবৈশাখী)...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০

ছদ্মবেশী ভূত বলেছেন: আমিও সেরকম মনে করছি

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভাষার ঐক্য জাতি দুটোকে এক করতে পারছে না কেনো!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

ছদ্মবেশী ভূত বলেছেন: আমার মনে হয় ধর্ম, জাতীয়তাবোধ- ভাষার মিল থাকাটাই আরেকটা কারণ মনে হয়। পশ্চিমবঙ্গের মানুষদের সাথে আমাদেরও ভাষা নিয়ে সমস্যা আছে(বাংলা ভাষার দুইটা প্রতিষ্ঠান- বাংলা একাডেমী, বাংলা আকাদেমী, দুইটা নববর্ষ)

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: হিন্দী উর্দু দুই ভাষা খালাতো ভাই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

ছদ্মবেশী ভূত বলেছেন: আমার তো মনে হয় সৎ ভাই, ওদের বাপ/মা একজন আলাদা

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনেকটা একই রকম। তবুও কিছুটা ভিন্ন!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

ছদ্মবেশী ভূত বলেছেন: আমি যেগুলো বললাম, এগুলোর বাইরে আর কোন ভিন্নতা থাকলে আমাদের জানান, আমরা জানতে চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.