![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু হাসির বিষয় নয়-১৪১
(১)
বাবুনের বয়স দশ বছর হয়েছে। তার জন্মদিনের অনুষ্ঠান শেষে তার বাবা
তাকে বললেনঃ তোমার তো দশ বছর হয়ে গেল,এবার তোমার সাথে
“এ” রেটেড টপিক গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা যায়।
বাবুনঃ হ্যাঁ,এক এক করে বলো বাবা,তুমি কি –কি জানতে চাও?
(২)
শিক্ষকঃ টেন্স কয় প্রকার ও কি কি?
হরিঃ তিন প্রকার,পাস্ট,প্রেজেন্ট ও ফিউচার।
শিক্ষকঃ উদাহরণ দাও।
হরিঃ কাল আপনার মেয়েকে দেখলাম,আজ ভালবাসি,আগামীকাল তুলে নিয়ে
পালাব।
(৩)
গোলাপের সঙ্গে আরফের অনেকদিন পর দেখা।
গোলাপঃ কি-রে আরফ এতদিন কোথায় ছিলি?
আরফঃ জেলে ছিলাম।
গোলাপ জেলে কেন?
আরফঃ সুমদ্র তীরে শুয়ে ছিলাম,এক পুলিশ অফিসার দেখল,তারপর
ফাটকে পুরে দিল।
গোলাপঃ অফিসারের কি মাথা খারাপ হয়েছিল।
আরফঃ হ্যাঁ,ওর স্ত্রীকে আমার সঙ্গে শুয়ে থাকতে দেখে তা-ই হয়েছিল।
(৪)
বউঃ আমি ডিভোর্স চাই,কারণ আমার স্বামী ইন-অ্যাকটিভ।
বিচারকঃ কিন্তু আপনার স্বামী তো কবাডি চ্যাম্পিয়ান।
বউঃ সেটাই তো সমস্যা,ও আমাকে কেবল ছুঁয়ে দিয়ে পালায়।
০১ লা জুন, ২০১৩ দুপুর ১:১৫
তুষার আহাসান বলেছেন:
২| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৩২
শিপু ভাই বলেছেন:
০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
তুষার আহাসান বলেছেন: ধইনা শিপু ভাই,ভাল থাকবেন সবসময়।
৩| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৭
হাসান মাহবুব বলেছেন: ১ আর ৪ চরম!
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২৩
তুষার আহাসান বলেছেন: অশেষ ভাল লাগা।
৪| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: ৪ নাম্বারটা খুব মজার !
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২৪
তুষার আহাসান বলেছেন: অজস্র ধন্যবাদ।
৫| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মাইনাসমামা বলেছেন:
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
তুষার আহাসান বলেছেন:
৬| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
নীলমেঘ আমি বলেছেন: ভালো লেগেছে
১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ নীল মেঘ ভাই,
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ দুপুর ১:০৮
সেলিম মোঃ রুম্মান বলেছেন: