নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

সবকিছু হাসির বিষয় নয়-১৪৭

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:২২

সবকিছু হাসির বিষয় নয়-১৪৭

:D



(১)

B-)

বউঃ রাতদিন সুন্দর সুন্দর কর,সুন্দরের তুমি বোঝটা কি?

বরঃ রাগ করো না সুন্দরী,বিশ বছর ধরে পর্যবেক্ষণ করে

আমি সুন্দরের সার সত্য বুঝে গেছি।

বউঃ কি সেটা?

স্বামীঃ সব বউ সুন্দরী,যদি সে পাশের বাড়ির হয়।

;)



(২)

ছেলেঃ এই বাড়ির সব চেয়ে পেট মোটা কর বলো তো?

মাঃ তোর বাবার।

ছেলেঃ হল না।

মাঃ তবে কার বল তো সোনা?

ছেলেঃ তোমার,অবশ্যি যখন সেখানে ভাই থাকে।

:P



(৩)

এক তরুণী তার হনিমুনের পর বিধ্বস্ত অবস্থায় ফিরে এসেছে।

তার বন্ধু জিজ্ঞেস করলঃকি হয়েছে তোর?

রিয়া বললঃ আর বলিস না,সত্তর বছরের বুড়োটা বিয়ের আগে

বলল,বিশ বছর ধরে অনেক কিছু জমিয়েছি।

বন্ধুঃ তারপর?

রিয়াঃ তারপর আর কি,আমি ভেবেছিলাম টাকা-পয়সা,গয়নাগাটি!

:)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

তুষার আহাসান বলেছেন: পোস্ট করেছেন: ৩৩৫টি
মন্তব্য করেছেন: ১৯৭৭টি
মন্তব্য পেয়েছেন: ২৭৭৭টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৮ মাস
ব্লগটি মোট ৬৬৬৬০ বার দেখা হয়েছে

৬৬৬৬৬ কখন হবে দেখি! :P

২| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪

তুষার আহাসান বলেছেন: পোস্ট করেছেন: ৩৩৫টি
মন্তব্য করেছেন: ১৯৮১টি
মন্তব্য পেয়েছেন: ২৭৮৩টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৮ মাস
ব্লগটি মোট ৬৬৮০২ বার দেখা হয়েছে

হায়,হায়,৬৬৬৬৬ কখন পেরিয়ে গেল,টের পেলাম না :((

৩| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

খাটাস বলেছেন: ২ নং টা একটু শিশু সুলভ, হালকা লাগল। ১ নং টা চরম বুদ্ধি দিপ্ত , মজা পাইছি। আর ৩ নং টা তো কথাই নাই। :) :) :) প্লাস।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১০

তুষার আহাসান বলেছেন: কৃতজ্ঞতা খাটাস ভাই,কতজনই তো পড়ল কেউ মন্তব্যও করল না,
আপনার ভাল লাগাই আমি খুশি।
ভাল থাকবেন।

৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: ১-লুল এবং লল!
২- ভালো লাগে নাই।
৩-জোস!

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

তুষার আহাসান বলেছেন: আপনার মতামতে খুশি হই,এবারও হলাম হামা ভাই।

৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

পেন্সিল চোর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

তুষার আহাসান বলেছেন: ধইনা পেন্সিল চোর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.