![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি দীর্ঘ কবিতা:নাম আপনারাই দিন
@ তুষার আহাসান
আমার চোখেও কুয়াশা আছে
মরি মরি সুন্দরী
চলে এসো আমার কাছে।
ট্যুরের দৃশ্যপটেও গোলাপ ফোটে
সুবাসে বাতাস জাগে
অনুভূতির আখরোটে।
পাতাল ফুঁড়ে উঠে আসে রাহুর দল
শনির দশায় মশা ওড়ে
সবখানেই বাহুবল।
পানপাত্রে লেখা থাকে আজ রোববার
কুমারী ঘিয়ের মত চটপটে
নধর খবরে বলাৎকার।
কুকুরের ডাক শুনে রোগ নির্নয় করে ডাক্তার
সাপের বিষের ঝাড়ন দেয় ওঝা
ফণা দেখে কতটুকু ফাঁক তার।
ভোগ-সর্বস্ব ইলেকট্রিক আর ট্রনিক্স বেড়া দেয় হামাঘরে
পানজাবিতে নতুন চাবি
নেতারও ধামা ধরে।
বৃষ্টিপাতে নীল হয়ে যাই
লাল হয়ে যায় চোখ
মরমী আলোক।
বর্ণচ্ছটায় আকাশ জাগে রংধনুর মিশি-সুর
সিনেমার গান বাজে
চারিদিকে নাচে অসুর।
ঘুমের বিন্দুতে লেখা থাকে আহারের ভাগ-অভাগ
কষ্টে নিড়েনো ফসলে
পোকা বসায় দাগ।
নিরপেক্ষ বাস্তবের প্রেক্ষাপটে ভূলুন্ঠিত আবেগ
জীবন এমনই তো
চলে তো চলুক,
এই বেশ
আম-আবেশ
রথটানা পথের কাঁকর-ভাঙা বেগ।
১৪ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ তা-ও কিছু বলার জন্য,
ভাল থাকবেন যোগী।
২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭
তুষার আহাসান বলেছেন: প্রথম পাতা থেকে পোস্ট চলে গেছে,এখনও কেউ নাম দেয়নি!
৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮
তুষার আহাসান বলেছেন: নামটা আমিই দেব
৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:২৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। নামটা আপনিই দেন।
১৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৫১
তুষার আহাসান বলেছেন: ধইনা হামা ভাই,কি দিই,ভাবছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
যোগী বলেছেন:
কবিতা পড়াই টাইম নাই, নাম দেয়া অনেক পরের ব্যাপার।