![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
একটি মেয়েকে তার গানের মাস্টার গান শেখাতে এসেছে।
মেয়েটি গান গাইছে আর মাস্টার তবলায় সঙ্গত করছে।
মাস্টার তরুন তাই মেয়ের মায়ের তার উপরে ভরসা কম।
তিনি রুটি শেঁকছেন কিন্তু মন পড়ে আছে ওদিকে।
ঝপ করে লোডশেডিং হয়ে গেল।
মেয়ের মা পড়লেন বিপদে।
রুটি ছেড়ে তিনি যেতে পারছেন না।তাই চিৎকার শুরু করলেন,
মাস্টার তবলা যেন না থামে,তবলা যেন না থামে।।।
(২)
সোমাঃ আচ্ছা তোর তো পাঁচ বছর আগে ডিভোর্স হয়েছিল,
স্বামীর অত্যাচার আর খারাপ ব্যবহারের জন্য।
রিমাঃ হ্যাঁ,তা ঠিক।
সোমাঃ তা হলে তোর ছেলেটার বয়স তিন,মেয়ের বয়স এক বছর হয় কি
করে।
রিমাঃ ডিভোর্সের পর ও মাঝে-মাঝে ক্ষমা চাইতে আসতো।
(৩)
একবার রেজা একটা পার্টির ইনভিটেশন পেল।
কার্ডে লেখা,ব্ল্যাক টাই ওনলি।
রেজা পার্টিতে গিয়ে অবাক হয়ে দেখল,বাকী লোকজন স্যুটও
পরে এসেছে।
২১ শে জুন, ২০১৩ রাত ৯:১৭
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই,বহুদিন পরে আপনি আমার পোস্টে মন্তব্য করলেন।
ভাল থাকবেন।
২| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! তিন নঙটা চ্রম।
২১ শে জুন, ২০১৩ রাত ৯:১৯
তুষার আহাসান বলেছেন: আপনি বলছেন?
ভাল থাকবেন।
৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
৩টাই মজার হৈসে ||
২১ শে জুন, ২০১৩ রাত ৯:২০
তুষার আহাসান বলেছেন: আপনার ভাল লাগা,আমার আনন্দের।
ভাল থাকবেন।
৪| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫
তুষার আহাসান বলেছেন: শুভ দিন অপূর্ণ ভাই,ভাল থাকবেন সবসময়।
৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:১৮
খেয়া ঘাট বলেছেন: সবগুলোই জোস,,,,,,তিন নাম্বারটা জোসের ওপর জোস।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২২ শে জুন, ২০১৩ সকাল ১০:৫১
তুষার আহাসান বলেছেন: ধইনা পাতা নিন ,
ভাল থাকুন,ভাল লিখুন।
৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪
ইলুসন বলেছেন:
২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪
তুষার আহাসান বলেছেন: ধইনা।
৭| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯
সায়েম মুন বলেছেন: ৩ নংটায় মজা পেলাম।
২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫
তুষার আহাসান বলেছেন: সেই তো আমার বড় পাওয়া।
ভাল থাকবেন।
৮| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০
তুষার আহাসান বলেছেন: পোস্ট করেছেন: ৩৪১টি
মন্তব্য করেছেন: ২০৫৬টি
মন্তব্য পেয়েছেন: ২৮৫৭টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ৯ মাস
ব্লগটি মোট ৬৮৬৬৮ বার দেখা হয়েছে
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ রাত ৮:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
২নং সেই রকম হইসে!