![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্লগার।
না, যা ভাবছেন তা নয়।
বয়স্ক মানুষটি উনার বড় চাচা। শখের ফটোগ্রাফার। ক্যামেরা নিয়েই
সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন।
১৯৯৯ সালে তিনি ইন্তেকাল করেন।
উনার কোলে যিনি বসে আছেন,ইনি তার ভাতিজা।
ফটোগ্রাফার চাচা তাঁর মেজ ভাইয়ের মেজ ছেলেকে কোলে নিয়ে ফটো তুলেছেন,
কে তুলেছিল সেই ফটো,জানা নেই।
ফটোর মানুষটি কে জানতে চায়ছেন তো?
ওটা আমি, আপনাদের তুষার আহাসান। বয়স তখন চার বছর।
গ্রামের বাইরে আমাদের একটা বাগান ছিল,ঘোষাল-ডাঙা,সেখানেই তোলা হয়ে ছিল ফটোটা।
ফটোটা আছে আমার বড় ভাইয়ের কাছে। সেদিন ফটোর বিবরণ শুনলাম ফোনে। বললাম,ফেসবুকে দিয়ে দিস।
আজ ফেসবুক থেকে ডাউনলোড করে ভাবলাম, পোড়া মুখ
বন্ধুদের দেখাতে ইচ্ছে হয় না,
তবে এটা কিনা শৈশবের ছবি, হারিয়ে যাওয়া সময়, সেটিকে আপনাদের সামনে তুলে ধরলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
তুষার আহাসান বলেছেন: পরবর্তি তে পুরাই আলাদা হয়ে গেছে আমার চেহারা।
নইলে তো ব্লগে নয়,সিনেমায় দেখতেন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
নীল জানালা বলেছেন: আপনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্লগার হৈলেন কবে? আমি হৈলাম আন্তগ্যালাক্সি খ্যাতি সম্পন্ন ব্লগার। আমারে সৌরজগতের বাইরেও চিনে। আসলে সৌরজগতের বাইরেই আমারে বেশি চিনে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
তুষার আহাসান বলেছেন: ওটা টাইপ মিস,
হবে আন্তর্জালিক,কি বলেন?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: +
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
পানকৌড়ি বলেছেন: আপনার চাচার জান্নাত নসিব হোক । আর আপনার চেহারাটা খুবই কিউট ছিল ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই,
মনটা এখনও তেমনই সবুজ আছে।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭
মামুন রশিদ বলেছেন: পুরনো ছবি দেখতে খুব ভাল লাগে ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
তুষার আহাসান বলেছেন: আমিও বহুদিন পরে দেখলাম।
ধন্যবাদ মামুন রশিদ ভাই,
ভাল থাকুন,ভাল লিখুন,জীবন সাবলীল হোক আপনার।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
কেএসরথি বলেছেন: পুরোনো ছবিগুলো সাদাকালো হলেও কেমন যেন জীবন্ত মনে হয়। আর আজকালের রংগিন ছবিগুলো দেখলে মন হাপিয়ে উঠে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২
তুষার আহাসান বলেছেন: ঠিক বলেছেন ভাই,
ভাল থাকবেন।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
সায়েম মুন বলেছেন: চাচা ভাতিজা যেখানে আপদ নাই সেখানে। আপনার শৈশবকালীন ছবি দেখলাম। ছবিটা নিশ্চয়ই আপনার মনে অন্যরকম আনন্দ অনুভূতি এনে দিয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
তুষার আহাসান বলেছেন: একেবারে খাঁটি কথা বলেছেন,
ফটোটা পেয়ে আমার মনে হয়েছিল,আমি কোন পুরস্কার পেয়ে গেছি।
।
অশেষ ভাল লাগা সায়েম মুন ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
আমিনুর রহমান বলেছেন:

আপনার সাথে আপনার চাচা'র কিন্তু বেশ মিল আছে